কিছুদিন থেকে শোনা যাচ্ছিল অভিনয় জীবন থেকে অবসর নিতে যাচ্ছেন ‘হ্যারি পটার’ খ্যাত এমা ওয়াটসন। সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তে ছড়িয়ে পরে এই খবর। তবে সর্বশেষ খবর অনুযায়ী অভিনয় ছাড়ছেন না এম ওয়াটসন। সম্প্রতি এমা ওয়াটসনের মুখপাত্র এক বিবৃতিতে এটাকে গুজব বলে জানিয়েছেন।
সংবাদ মাধ্যম ‘ডেইলি মেইল’এ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছিল এমা ‘নিষ্ক্রিয়’ হচ্ছেন; অভিনয় ছেড়ে দিচ্ছেন। আরো জানা গিয়েছিলো এমা’র জনশ্রুত প্রেমিক লিও রবিনটনকে ভালোমতো সময় দেওয়ার জন্যই নাকি ২১ বছরের অভিনয় জীবনের ইতি ঘটাতে চলেছেন ৩০ বছর বয়সি এই ইংলিশ অভিনেত্রী।
তবে ওয়াটসনের মুখপাত্র জেইসন ওয়েইনবার্গ এই গুজব উড়িয়ে দিয়ে বিবৃতিতে জানান, ‘এমার অভিনয় জীবন নয় বরং নিষ্ক্রিয় থাকছে তার সামাজিক যোগাযোগ মাধ্যম।’
‘হ্যারি পটার’ ছাড়াও এমা ওয়াটসনের উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে ‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’, ‘দি সার্কেল’ এবং ২০১৯ সালে মুক্তি পাওয়া গ্রেটা গারউইগ পরিচালিত ‘লিটিল উইম্যান’।
আরো পড়ুনঃ
শীঘ্রই আসছেন না জেমস বন্ড! আবারো পিছিয়ে গেলো ‘নো টাইম টু ডাই’
ব্ল্যাক উইডো সিক্যুয়েলঃ স্কারলেট জনসনকে বাদ দিয়ে পরিকল্পনা করছে মার্বেল?
হলিউড ২০২১: নতুন বছরে বক্স অফিস মাতাতে পারে যে সিনেমাগুলো