নতুন বছরের প্রথম দিনের মধ্যরাতে ভক্তদের দারুন খবর দিলেন মালায়লাম সিনেমার মেগাষ্টার মোহনলাল। তার অভিনীত নতুন সিনেমা ‘দৃশ্যায়াম ২’ আগামী বছর এমাজন প্রাইমে প্রচার করা হবে। সেই সাথে ভক্তদের জন্য শেয়ার করলেন সিনেমাটির টিজার। জিতু জোসেফ পরিচালিত এই সিনেমায় আরো অভিনয় করেছেন মীনা, সিদ্দিকী, আশা শরৎ, মুরালি গোপী, আনসিবা এবং সাইকুমার প্রমুখ। আশীর্বাদ সিনেমাসের ব্যানারে নির্মিত এই সিনেমাটি প্রযোজনা করেছেন এন্টনি পেরুমবাবুর।
জানা গেছে এমাজন অরিজিনাল হিসেবে মুক্তি প্রতীক্ষিত ‘দৃশ্যায়াম ২’ শুরু হবে যেখানে এর আগের পর্ব শেষ হয়েছিলো। গত পর্বের তুলনায় এই পর্বে আরো বেশি থ্রিলার থাকবে বলে জানা গেছে। প্রকাশিত টিজারে এক রাতের ঘটনায় গেরগুট্টি এবং তার পরিবারের উপর এর প্রভাবের এক ঝলক দেখা গেছে।
একটি অনলাইন পত্রিকার সাথে আলাপকালে সিনেমাটি সম্পর্কে মোহনলাল বলেন, ‘দৃশ্যায়াম সর্বজন প্রিয় একটা সিনেমা ছিলো। দৃশ্যায়াম ২ সিনেমার মাধ্যমে আমরা গেরগুট্টি এবং তার পরিবারের গল্প সামনের দিকে নিয়ে যাবো। প্রতীক্ষিত এই সিনেমা মুক্তির জন্য এমাজন প্রাইমের সাথে সংযুক্ত হতে পেরে আমি খুশি। শুধু ভারত নয় ভারতের বাইরেও দক্ষিনের কাহিনী পৌঁছে দিচ্ছে প্রাইম। দৃশ্যায়াম ২ সিনেমায় আমরা ভক্তদের প্রত্যাশা পূরণের সর্বোচ্চ চেষ্টা করেছি।’
এমাজন প্রাইমের হেড অফ কন্টেন্ট এবং পরিচালক বিজয় সুব্রামানিয়াম বলেন, ‘দৃশ্যায়াম একটি জনপ্রিয় সিনেমা এবং এর পরের পর্বের জন্য ভক্তরা অপেক্ষায় আছেন। বিশ্বের ২৪০টি দেশের মানুষের কাছে এমাজন প্রাইম দিয়ে দৃশ্যায়াম ২ পৌঁছে দিতে পেরে আমরা পুলকিত। এমাজন প্রাইমে আমাদের লক্ষ্য আমাদের দর্শকদের জন্য নিরবিচ্ছিন্নভাবে ভালো কন্টেন্ট সরবরাহ করা।’
দৃশ্যায়াম ২ টিজার দেখুনঃ