২০২০ সালের মাঝামঝি মুক্তি পাওয়ার কথা ছিলো তামিল সিনেমার সুপারষ্টার থালাপাতি বিজয়ের নতুন সিনেমা ‘মাষ্টার’। কিন্তু করোনার কারনে সময়মত মুক্তি দেয়া সম্ভব হয়নি এই সিনেমা। তবে সম্প্রতি এর নির্মাতারা ঘোষনা করেছেন আগামী জনুয়ারিতে মুক্তি পাবে প্রতীক্ষিত এই সিনেমা।
এবার নতুন খবর পাওয়া গেলো সি সিনেমা নিয়ে। পিঙ্কভিলার প্রতিবেদন অনুযায়ী ভারতজুড়ে তামিল, তেলুগু, মালায়লাম, কান্নাকার এবং হিন্দি এই পাঁচটি ভাষায় মুক্তি পাবে সিনেমাটি। ইতিমধ্যে সিনেমাটির হিন্দি ডাবিংও সম্পন্ন হয়েছে বলে জানাগেছে। বিভিন্ন ট্রেড বিশেষজ্ঞদের মতে, হিন্দি সিনেমার এলাকাগুলোতেও ‘মাষ্টার’ সিনেমার চাহিদা অনেক।
এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মত প্যান ইন্ডিয়া সিনেমা মুক্তির খাতায় নাম লিখালেন থালাপাতি বিজয়। সিনেমাটিতে তার সাথে আরো একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বিজয় সেতুপতি। এছাড়া আরো অভিনয় করেছেন মালভিকা মহান এবং নাসের। ইতিমধ্যে সিনেমাটির ফর্স্টলুক পোষ্টার এবং টিজার প্রকাশ করা হয়েছে।
‘মাষ্টার’ টিজার দেখুন: