সম্পত্তি শেষ হলো দুলকার সালমান এবং অদিতি রায় হায়দারি অভিনীত তামিল সিনেমা ‘হে সিনামিকা’ এর চিত্রায়ন। এই সিনেমার মাধ্যমে কোরিওগ্রাফার থেকে পরিচালক হিসেবে আত্নপ্রকাশ করতে যাচ্ছেন বৃন্দা। গত মার্চে শুরু হয়েছিলো এই সিনেমার শুটিং। সিনেমাটিতে একটি চরিত্রে কাজল আগারওয়ালকেও অভিনয় করতে দেখা যাবে।
গ্লোবাল ওয়ান স্টুডিওর সাথে জৌথভাবে সিনেমাটি প্রযোজনা করেছে জিও স্টুডিওস। এই সিনেমার মাধ্যমে তামিল সিনেমায় নিজেদের যাত্রা শুরু করতে যাচ্ছে জিও। গত মার্চে সিনেমার মহরত অনুষ্ঠানে স্বস্ত্ৰীক উপস্থিত ছিলেন পরিচালক মনি রত্নম এবং অভিনেতা-রাজনৈতিক ব্যক্তিত্ব খুশবু সুন্দর।
‘হে সিনামিকা’ সিনেমার সঙ্গীত পরিচালনা করবেন গোবিন্দ ভাসানতা, যিনি এর আগে তামিলের গত বছরের আলোচিত সিনেমা ‘৯৬’ এর সঙ্গীত পরিচালনা করেছিলেন। আর সিনেমাটির চিত্রায়নে আছে পৃথা জায়ারমান।
উল্লেখ্য যে এই মুহূর্তে দুলকার সালমান বেশ কয়েকটি তামিল সিনেমার পাশাপাশি মালায়লাম সিনেমায়ও ব্যস্ত সময় পার করছেন।