নতুন বছরকে সামনে রেখে একে একে প্রকাশ্যে আসছে বিভিন্ন সিনেমার ঘোষনা এবং ট্রেলার। এরই ধারাবাহিকতায় এবার প্রকাশ করা হলো রবি তেজা এবং শ্রুতি হাসান অভিনীত তেলুগু সিনেমা ‘ক্রেক’ এর ট্রেলার। একশন নির্ভর এই সিনেমাতে রবি তেজ একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন।
সিনেমাটির ট্রেলারে দেখা গেছে একজন সৎ এবং দেশপ্রেমিক পুলিশ অফিসার পুতারাজু ভিরার চরিত্রে অভিনয় করেছেন ডিবি তেজা। ভেঙ্কেটেশ দাগ্গুবতির বর্ননায় ট্রেলারে সিনেমাটিকে বেশ সম্ভাবনাময় মোহে হয়েছে।
গোপীচাঁদ মালিনেনি পরিচালিত সিনেমাটি আগামী সংক্রান্তিতে মুক্তি পাবে বলে জানা গেছে।
‘ক্রেক’ সিনেমার ট্রেলার দেখুনঃ