২০১০ সালে ‘ইনিধু ইনিধু’ সিনেমার মাধ্যমে সিনেমাটোগ্রাফার থেকে পরিচালক হিসেবে আত্নপ্রকাশ করেন কেভি গুহান। সম্প্রতি নতুন সিনেমার ঘোষনা দিলেন এই নির্মাতা। থ্রীলারধর্মী এই সিনেমার নাম WWW (Who…Where…Why) এবং সিনেমার প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন আদিত অরুন এবং শিবানী গাজেশকের।
ইন্টারনেট নিয়ে নির্মিতব্য সিনেমাটি প্রসঙ্গে টাইমস অব ইন্ডিয়ার সাথে আলাপকালে কেভি গুহান বলেন, ‘বর্তমান সময়ে আমরা যেটার উপর ভিত্তি করে বেঁচে আছি, সেরকম একটা বিষয় নিয়েই এই সিনেমা। নেটদুনিয়ার সাথে আমাদের সংযোগ এবং সেটা কতদূর নিয়ে যেতে পারে আমাদের, কতটুকু অস্থিতিশীলতার মধ্যে আছি আমরা সে বিষয়ই উঠে আসবে এই সিনেমায়। বিভিন্ন শহর থেকে একটি সফটওয়্যার কোম্পানিতে কাজ করতে আসা চার বন্ধু এবং তাদের অনলাইন ভিত্তিক ঝুঁকির গল্প নিয়েই সিনেমা।’
সিনেমাতে আদিত এবং শিবানীকে চুক্তিবদ্ধ করার প্রসঙ্গে গুহান বলেন, ‘আদিতকে আমি আমার ইনিধু ইনিধু সিনেমায় প্রথম নিয়ে আসি, এরপর ইতিমধ্যে বেশ কয়েকটি তামিল এবং তেলুগু সিনেমায় অভিনয় করেছে সে। লোকডাউনের সময়ে আমি এর চিত্রনাট্যটি রচনা করেছি এবং আমি মনে করি সে এই চরিত্র ভালোভাবে ফুটিয়ে তুলতে পারবে। অন্যদিকে এই সিনেমার জন্য আমাদের এমন একজন অভিনেত্রী দরকার ছিল যার চোখের প্রকাশভঙ্গি তীক্ষ্ণ হবে। শিবানীর সবকিছু আমার কাছে মনে হয়েছে এই চরিত্রের জন্য পারফেক্ট।’
সম্প্রতি শেষ হয়েছে সিনেমাটির চিত্রায়ন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রাথমিকভাবে আমরা চেন্নাই এবং হায়দ্রাবাদে শুটিং করেছি। এর মধ্যে সতীশ এবং রাজকুমার তামিল সংস্করণে আর প্রিয়দর্শী এবং সত্যম ভারাদওয়াজ থাকছেন তেলুগু সংস্করণে। সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন সিমোন কে কিং।