অপেক্ষার অবসান ঘটিয়ে ইয়াশের জন্মদিন উপলক্ষ্যে প্রকাশ করা হলো ‘কেজিএফ চ্যাপ্টার ২’ সিনেমার ফার্ষ্ট টিজার। পূর্ব ঘোষনা অনুযায়ী সিনেমাটির টিজার আগামীকাল (৮ই জানুয়ারি) সকালে মুক্তি পাওয়ার কথা থাকলেও অনলাইনে টিজার লিক হয়ে যাওয়ার কারনে আজ (৭ই জানুয়ারি) রাত ১০.১৫ মিনিটে প্রকাশ করা হয়েছে টিজার।
সিনেমাটির নির্মাতা প্রতিষ্ঠান হোম্বেল ফিল্মসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে টিজারটি। টিজারে সিনেমাটির আগের পর্বের গল্পের ধারনা দিয়ে শুরু করে দেখানো হয়েছে রকি বইয়ের দুধর্ষ একশন। সাথে প্রথম বারেরমত প্রকাশ পেলো আধীরা চরিত্রে রূপদানকারী সঞ্জয় দত্ত এবং রামিকা সেন রূপে রাবিনা টেন্ডনের লুক।
প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বেও মূল চরিত্রে অভিনয় করছেন দক্ষিন ভারতের ‘রকিং ষ্টার’ খ্যাত ইয়াশ। বিজয় কিরাগানদুর প্রযোজিত এবং প্রশান্ত নীল পরিচালিত মোট ৫টি ভাষায় মুক্তি পাবে। হিন্দি এবং কান্নারার পাশাপাশি সিনেমাটি তামিল, তেলুগু এবং মালায়লাম ভাষায়ও মুক্তি পাবে।