বাক্কিয়ারাজ কান্নান পরিচালিত কার্তি অভিনীত নতুন সিনেমা ‘সুলতান’ এর চিত্রায়ন ইতিমধ্যে শেষ হয়েছে। বর্তমানে সিনেমাটির পোষ্ট প্রোডাকশনের কাজ চলছে। আর সিনেমাটিতে কার্তির বিপরীতে অভিনয় করেছেন রেশমিকা মান্দান। গত দিওয়ালিতে প্রকাশিত ‘সুলতান’ সিনেমার ফার্ষ্ট লুক পোষ্টারটি ইতোমধ্যে দর্শকদের আগ্রহ তৈরী করতে সক্ষম হয়েছে।
এবার জানা গেলো সিনেমাটির মুক্তির তারিখ। টাইমস অফ ইন্ডিয়ার খবর অনুযায়ী আসছে এপ্রিলে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। সবকিছু ঠিকঠাক থাকলে এই সিনেমাটির মাধ্যমে তামিল সিনেমায় অভিষেক হতে যাচ্ছে রেশমিকা মান্দানার।
উক্ত প্রতিবেদন অনুযায়ী, ‘সুলতান’ সিনেমাটি ওটিটি প্লাটফর্মে মুক্তির কথা চিন্তা করছিলেন নির্মাতারা। কিন্তু সম্প্রতি পোঙ্গাল উপলক্ষে মুক্তিপ্রাপ্ত ‘মাষ্টার’ সিনেমার ব্যবসায়িক সফলতা প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা। তাই তামিল নতুন বছরকে সামনে রেখে আগামী ১৪ই এপ্রিলে মুক্তি পাবে ‘সুলতান’।
Deepavali wishes from team #Sulthan pic.twitter.com/PdcbOZwOb5
— Actor Karthi (@Karthi_Offl) November 14, 2020
উল্লেখ্য যে, সিনেমাটির আরো কয়েকটি চরিত্রে তামিলের জনপ্রিয় কয়েকজন তারকাকে দেখা যাবে। কিন্তু অন্যান্য চরিত্রে অভিনয়কৃত তারকাদের নাম গোপন রাখছেন নির্মাতারা। সত্যায়ন সুরিয়ার চিত্রগ্রহনে সিনেমাটির সঙ্গীত পরিচালনা করেছেন বিবেক-মারভিন।