বেশ কিছুদিন আগেই ধানুষকে নিয়ে নতুন সিনেমার ঘোষনা দিয়েছিলেন পরিচালক সেলভরাঘাওয়ান। কথা ছিল পোঙালকে উপলক্ষ করে চমক দিবেন ধানুষের ভক্তদের। কথা রাখলেন নির্মাতারা। পোঙাল উপলক্ষ্যে সোশ্যাল মিডিয়াতে ঘোষনা করা হলো নতুন এই সিনেমার নাম। সেই সাথে প্রকাশ করা হলো সিনেমাটির ফার্ষ্ট লুক পোষ্টারও।
সেলভরাঘাওয়ান পরিচালিত এই সিনেমার নাম ‘নানে ভারুভেন’। ধানুষের সাথে সিনেমাটি প্রসঙ্গে সেলভরাঘাওয়ান তার সোশ্যাল মিডিয়া একাউন্টে লিখেন, অষ্টম বারের মত ধানুষের সাথে সিনেমা করতে পেরে আমি আনন্দিত। জানা গেছে সিনেমাটির সংগীত পরিচালনা করছেন ইউভান রাজা।
#S12 #naanevaruven #NV pic.twitter.com/sZc1qLgZp5
— Dhanush (@dhanushkraja) January 13, 2021
এদিকে ধানুষ এবং সেলভরাঘাওয়ান ‘আইরাথি অরুবান’ সিনেমার দ্বিতীয় পর্বে একসাথে কাজ করছেন। আর ধানুষ অভিনীত কার্তিক শুভরাজ পরিচালিত সিনেমা ‘জাগামে থান্ডিরাম’ মুক্তির অপেক্ষায় রয়েছে। এছাড়াও সম্প্রতি চিত্রায়ন হয়েছে ধানুষ অভিনীত লোকেশ খানাগারোজ পরিচালিত সিনেমা ‘কার্নান’ এর শুটিং।