চলতি বছরে তামিলের মুক্তিপ্রতীক্ষীত অন্যতম প্রত্যাশিত সিনেমা ‘কোবরা’। অজয় গানামুত্তু পরিচালিত এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন বিক্রম। গত ডিসেম্বরে চিত্রায়ন শুরুর পর নির্মাতারা এবার প্রকাশ করলেন সিনেমাটির টিজার। বিক্রমের পাশাপাশি সিনেমাটিতে আরো অভিনয় করেছেন শ্রীনিধি শেঠী এবং ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠান।
১০০ সেকেন্ডের এই টিজারে দেখা গেছে বিক্রম একজন জিনিয়াস গণিতবিদের চরিত্রে অভিনয় করেছেন যে তার গণিতের জ্ঞান অপরাধ করতে ব্যবহার করে। অন্যদিকে এই সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক হচ্ছে ভারতীয় জাতীয় দলের সাবেক ফাষ্ট বলার ইরফান পাঠান। এই সিনেমায় তিনি একজন তুর্কিশ ইন্টারপোল অফিসারের চরিত্রে অভিনয় করেছেন।
‘কোবরা’ পুরোপুরি একশন থ্রিলার সিনেমা যেখানে বিক্রমকে ৭টি ভিন্ন লুকে দেখা যাবে। ইতিমধ্যে সিনেমাটি দর্শকদের মধ্যে আগ্রহ তৈরী করেছে। সিনেমাটি প্রযোজনা করেছে সেভেন স্ক্রিন ষ্টুডিও এবং ভায়াকম ১৮ স্টুডিওস আর সংগীত পরিচালনায় আছেন এ আর রহমান।
‘কোবরা’ এর ট্রেলার দেখুনঃ