মালায়লাম এবং তামিল সিনেমার পরিচিত নাম ঐশ্বরিয়া লক্ষ্মী। নিজের অভিনয় দক্ষতা দিয়ে ইতিমধ্যে নিজের অবস্থান তৈরী করেছেন এই অভিনেত্রী। এবার তেলুগু সিনেমায় আত্নপ্রকাশ করছেন দক্ষিনের আলোচিত এই অভিনেত্রী। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়াতে এই সিনেমায় তার অভিনয়ের কথা নিশ্চিত করেছেন তিনি।
View this post on Instagram
তেলুগু ফিল্মে তার অভিনীত প্রথম এই সিনেমার নাম ‘গডসে’ আর এই সিনেমায় তিনি সত্যদেবের বিপরীতে অভিনয় করছেন। সিনেমাটিতে তার অভিনয়ের খবরকে স্বাগত জানিয়ে ঐশ্বরিয়াকে উদ্যেশ্য করে সত্যদেব লিখেন, ‘স্বাগতম ঐশ্বরিয়া। আশা করি এই সিনেমা দিয়ে তেলুগু সিনেমা ইন্ডাষ্ট্রিতে তোমার সফলতার যাত্রা শুরু হবে।’
View this post on Instagram
‘গডসে’ সিনেমাটি পরিচালনা করছেন গোপী গনেশ পাত্তাবি আর প্রযোজনা করেছেন সিকে কল্যান। উল্লেখ্য যে, ২০১৭ সালে মালায়লাম সিনেমা ‘নান্দুকালুদে নাটিল অরিদ্যাভেলা’ দিয়ে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা মালায়লাম ‘ব্রাদার্স ডে’।