হোম্বালে ফিল্মসের সাথে তিন সিনেমার চুক্তিতে প্যান ইন্ডিয়া তারকা প্রভাস

হোম্বালে ফিল্মসের সাথে

গত বছরের ক্রিসমাসে মুক্তিপ্রাপ্ত ‘সালার’-এ মাধ্যমে প্রথমবারের মত হোম্বালে ফিল্মসের সিনেমায় দেখা গিয়েছিলো প্যান ইন্ডিয়া তারকা প্রভাসকে। বর্তমানে এর দ্বিতীয় পর্ব নির্মানাধীন রয়েছে। ‘সালার’ বক্স অফিস সাফল্যের ধারাবাহিকতায় সম্প্রতি হোম্বালে ফিল্মসের সাথে তিন সিনেমার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন প্যান ইন্ডিয়া তারকা প্রভাস।

ইতিমধ্যে প্রভাসের সাথে তিন সিনেমার চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে হোম্বালে ফিল্মস। প্রতিষ্ঠানটির ঘোষণা অনুযায়ী, এই চুক্তিতে ‘সালার ২’ সিনেমাটিও অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া এই চুক্তির আওতায় হোম্বালে ফিল্মসের আরো দুটি সিনেমায় অভিনয় করবেন প্রভাস। এই তিনটি সিনেমা ২০২৬ থেকে ২০২৮ সালের মধ্যে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

প্রভাসকে নিয়ে হোম্বালে ফিল্মসের ‘সালার ২’ পরিচালনা করছেন প্রশান্ত নীল। সিনেমাটির প্রায় ২০ ভাগ দৃশ্যধারন প্রথম পর্বের সাথেই সম্পন্ন করেছেন এই নির্মাতা। বর্তমানে রামুজি ফিল্ম সিটিতে প্রভাস এবং পৃথ্বীরাজকে নিয়ে এই সিনেমার দৃশ্যধারনের কাজ করছেন এই নির্মাতা। প্রভাসের সাথে তিনি সিনেমার চুক্তির পাশাপাশি ‘সালার ২’-এর কাজ শুরুরও ঘোষণা দিয়েছে হোম্বালে ফিল্মস।

তবে ‘সালার ২’ ছাড়া অন্য দুই সিনেমার ব্যাপারে বিস্তারিত কিছুই এখনো জানায়নি হোম্বালে ফিল্মস। এদিকে গত বেশ কিছুদিন থেকে গুঞ্জন শোনা যাচ্ছিলো হোম্বালে ফিল্মসের প্রযোজনায় প্রশান্ত ভার্মার একটি সিনেমা অভিনয় করতে যাচ্ছেন প্রভাস। এছাড়া লোকেশ খানাগরাজের একটি সিনেমায় এই তারকার অভিনয়ের গুঞ্জন শোনা যাচ্ছিলো।

এদিকে নির্মানাধীন ‘সালার ২’ নিয়ে দারুণ আত্মবিশ্বাসী এর নির্মাতারা। সংশ্লিষ্ট একটি সুত্র অনুযায়ী, গল্পের কারণে সিনেমাটি দর্শকদের দারুণ পছন্দ হবে বলে মনে করছেন নির্মাতারা। প্রথম পর্বের ধারাবাহিকতায় দ্বিতীয় পর্বেও থাকছে দারুণ সব অ্যাকশন। তবে মূল ড্রামা এবং গল্পের রাজনৈতিক উপাদানগুলো দ্বিতীয় পর্বেই উম্মোক্ত করবেন প্রশান্ত নীল।

এ প্রসঙ্গে সিনেমাটির সাথে সংশ্লিষ্ট একটি সুত্র জানিয়েছে যে, প্রভাস এবং পৃথ্বীরাজের মধ্যে সম্পর্কের মূল বিষয়টি দ্বিতীয় পর্বেই দেখতে পারবেন দর্শকরা। ‘সিক্যুয়ালটির পুরো প্লটটি মহামারীর মধ্যে লেখা হয়েছিল। এখন সময় এসেছে বড় আয়োজনে গল্পের উপস্থাপনের।‘ বলছে উক্ত সুত্র। সব কিছু ঠিক থাকলে ২০২৬ সালে মুক্তি পেতে যাচ্ছে ‘সালার ২’।

উল্লেখ্য যে, ‘কেজিএফ’ সিরিজের মাধ্যমে ভারতীয় চলচ্চিত্রে প্রভাবশালী প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে আবির্ভুত হয়েছে হোম্বালে ফিল্মস। কন্নড় চলচ্চিত্রের এই প্রতিষ্ঠানটি বর্তমানে একাধিক বড় বাজেটের সিনেমায় অর্থায়ন করছে। প্যান ইন্ডিয়া তারকা প্রভাসকে নিয়ে একসাথে তিন সিনেমার চুক্তির মাধ্যমে আবারো বড় কিছুর ইঙ্গিত দিলো প্রতিষ্ঠানটি।

আরো পড়ুনঃ
‘স্পিরিট’ এবং ‘অ্যানিম্যাল পার্ক’: ভাঙ্গার হাই ভোল্টেজ দুই সিনেমার আপডেট
শীগ্রই শুরু হচ্ছে প্রভাসের ‘স্পিরিট’: জানা গেলো নতুন আপডেট
শুরু হলো প্রভাস অভিনীত ‘সালার’ দ্বিতীয় পর্বের দৃশ্যধারনের কাজ

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত