‘স্পিরিট’ এবং ‘অ্যানিম্যাল পার্ক’: ভাঙ্গার হাই ভোল্টেজ দুই সিনেমার আপডেট

‘স্পিরিট’ এবং ‘অ্যানিম্যাল

রনবীর কাপুর অভিনীত ‘অ্যানিম্যাল’ সিনেমার মাধ্যমে ভারতীয় চলচ্চিত্রে নিজের অবস্থান আরো শক্ত করেছেন তেলুগু নির্মাতা সন্দ্বীপ রেড্ডি ভাঙ্গা। আগেই এর সিক্যুয়েল ‘অ্যানিম্যাল পার্ক’ ঘোষণা করেছেন তিনি। এদিকে নির্মানাধীন রয়েছে ‘স্পিরিট’ সিনেমাটি। ‘স্পিরিট’ এবং ‘অ্যানিম্যাল পার্ক’ সিনেমাগুলোর মাধ্যমে ভাঙ্গা প্রস্তুতি নিচ্ছেন বিশাল ধামাকার।

সন্দ্বীপ রেড্ডি ভাঙ্গার নির্মানাধীন ‘স্পিরিট’ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করছেন প্যান ইন্ডিয়া সুপারস্টার প্রভাস। এই নির্মাতা সুত্রে জানা গেছে ‘স্পিরিট’-এর কাজ শেষ করে তিনি শুরু করবেন ‘অ্যানিম্যাল পার্ক’ সিনেমার কাজ। সম্প্রতি প্রভাস অভিনীত ‘স্পিরিট’ নিয়ে পাওয়া গেছে নতুন আপডেট।

‘স্পিরিট’ প্রযোজনা করেছেন বলিউডের প্রভাবশালী প্রযোজক ভূষণ কুমার। গত দীপাবলিতে ভূষণ কুমার প্রযোজিত ‘ভুল ভুলাইয়া ৩’ সিনেমাটি বক্স অফিসে রীতিমত ঝড় তুলেছে। ‘ভুল ভুলাইয়া ৩’ সিনেমার প্রচারণার সময় ভাঙ্গা পরিচালিত ‘স্পিরিট’ নিয়েও কথা বলেন এই প্রযোজক। চলতি বছরেই এই সিনেমার কাজ শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন ভূষণ কুমার।

এই প্রযোজক সূত্রে জানা গেছে আগামী ডিসেম্বরে শুরু হতে যাচ্ছে ‘স্পিরিট’ সিনেমার কাজ। ইতিমধ্যে সিনেমাটির সঙ্গীতের কাজ শুরু করেছেন সন্দ্বীপ রেড্ডি। এই নির্মাতার আগের সিনেমাগুলোর গানও দারুণ জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছিলো। গানের পাশাপাশি সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্যও বিশেষভাবে আলোচনায় থাকে ভাঙ্গার সিনেমা।

প্রভাসের ‘স্পিরিট’ সিনেমার সঙ্গীতে আছেন জনপ্রিয় সুরকার হর্ষবর্ধন রামেশ্বর। এর আগে ভাঙ্গার ‘অর্জুন রেড্ডি’ এবং ‘অ্যানিম্যাল’ সিনেমাগুলোর সঙ্গীত নির্দেশনা দিয়েছিলেন হর্ষবর্ধন। এই দুই সিনেমার সাফল্যের ধারাবাহিকতায় আবারো একসাথে কাজ করছেন তারা। এছাড়া ‘স্পিরিট’ সিনেমার মাধ্যমে ‘অর্জুন রেড্ডি’-এর পর আবারো তেলুগু সিনেমায় ফিরছেন ভাঙ্গা।

জানা গেছে, ‘স্পিরিট’ সিনেমায় প্রভাসকে একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে। গুঞ্জন অনুযায়ী, সিনেমাটির মোট বাজেট ৩০০ কোটি রুপি। প্রভাসের বর্তমান প্যান ইন্ডিয়া জনপ্রিয়তা বিবেচনায় এই ব্যয় যুক্তি সঙ্গত বলে মনে করছেন ভাঙ্গা। নির্মাতাদের প্রত্যাশা অনুযায়ী, সিনেমাটি বিশ্বব্যাপী বক্স অফিসে উদ্বোধনী ১৫০ কোটি রূপি ছাড়িয়ে যাবে।

অন্যদিকে প্রভাসের ‘স্পিরিট’ শেষ হওয়ার পর ভাঙ্গা শুরু করবেন ‘অ্যানিম্যাল পার্ক’ সিনেমার কাজ। এই সিনেমাটিও প্রযোজনা করছেন ভূষণ কুমার। ‘স্পিরিট’ শেষ করে ছয় মাসের বিরতি দিয়ে ‘অ্যানিম্যাল পার্ক’-এর কাজে হাত দিবেন ভাঙ্গা। ‘স্পিরিট’ এবং ‘অ্যানিম্যাল পার্ক’ এর মত হাই ভোল্টেজ দুই সিনেমার মাধ্যমে আবারো আলোচনায় নির্মাতা সন্দ্বীপ রেড্ডি ভাঙ্গা।

আরো পড়ুনঃ
তিন সিনেমা দিয়ে নিজের ইউনিভার্সের ইতি টানছেন লোকেশ খানাগরাজ
শীগ্রই শুরু হচ্ছে প্রভাসের ‘স্পিরিট’: জানা গেলো নতুন আপডেট
শুরু হলো প্রভাস অভিনীত ‘সালার’ দ্বিতীয় পর্বের দৃশ্যধারনের কাজ

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত