সুপারস্টার রজনীকান্ত অভিনীত তামিল অ্যাকশন সিনেমা ‘আন্নাথে’ চলতি বছরের দক্ষিনের অন্যতম প্রতীক্ষিত সিনেমাগুলোর মধ্যে একটি। তামিলের পাশাপাশি সিনেমাটি তেলুগু ভাষায় ‘পেদ্দান্না’ নামে মুক্তি পেতে যাচ্ছে। সম্প্রতি সিনেমাটির টিজারও প্রকাশ করেছেন নির্মাতারা। সবকিছু ঠিক থাকলে দিওয়ালীতে ঝড় তুলতে দুই ভাষায় আসছে সুপারস্টার রজনীকান্তের ‘আন্নাথে’। এই সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পর পরিচিত অ্যাকশন আবতারে ফিরছেন রজনীকান্ত।
জানা গেছে আগামী ৪ঠা ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে আলোচিত এই সিনেমাটি। সুপারস্টার রজনীকান্তের ‘আন্নাথে’ সিনেমায় প্রায় দুই দশক পর গ্রামীণ চরিত্রে দেখা যাবে তাকে। প্রকাশিত টিজারে রজনীকান্তকে দেখা গেছে মারকুটে ভঙ্গিতে। হাতে রয়েছে দেশী অস্ত্র নিয়ে শত্রুদের ঘায়েল করছেন অনায়াসে।
সিনেমাটিতে তাঁর অ্যাকশন দৃশ্য দেখে ভক্তরা ইতিমধ্যে সিনেমাটি নিয়ে শুরু করেছেন উম্মাদনা। সুপারস্টার রজনীকান্ত দক্ষিনি সিনেমার অন্যতম নির্ভরযোগ্য তারকাদের মধ্যে অন্যতম। রজনীকান্তের সিনেমা মানেই উক্তদের উৎসবের উপলক্ষ্য। ‘আন্নাথে’ সিনেমাটিও এর ব্যাতিক্রম নয়।
সান পিকচার্সের ব্যানারে নির্মিতব্য সিনেমাটি পরিচালনা করেছেন সিরুথাই শিবা। রজনীকান্তের সাথে অ্যাকশন নির্ভর সিনেমাটিতে আরও অভিনয় করেছেন নয়নতারা, কীর্তি সুরেশ, মীনা, খুশবু, জ্যাকি শ্রফ, জগপতি বাবু, প্রকাশ রাজ ও বেলা রামমূর্তি প্রমুখ। আর সিনেমাটির সঙ্গীত পরিচালনার দায়িত্বে আছেন ডি ইম্মান।
আরো পড়ুনঃ
‘আন্নাথে’ ফার্স্টলুক প্রকাশ: বয়সকে বৃদ্ধাঙ্গুলি দেখালেন রজনীকান্ত
অজিত কুমারের ‘ভালিমাই’ সিনেমার মুক্তির তারিখ জানালেন বনি কাপুর
এবার হিন্দিতে পুনর্নির্মিত হচ্ছে বিজয় সেতুপতি এবং তৃশা অভিনীত ‘৯৬’