গত ক্রিসমাসে মুক্তিপ্রাপ্ত হম্বলে ফিল্মসের ‘সালার: পার্ট ১ – সিজফারার’ প্রেক্ষাগৃহে দারুণ আলোচনার জন্ম দিয়েছিলো। সিনেমাটি বিশ্বব্যাপী বক্স অফিস সাফল্যের পাশাপাশি এর সিক্যুয়েলের ব্যাপারে দর্শকদের আগ্রহ বাড়িয়ে দিয়েছে কয়েকগুণ। সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠান হম্বলে ফিল্মস প্রভাস অভিনীত ‘সালার’ দ্বিতীয় পর্বের দৃশ্যধারনের কাজ শুরু ঘোষণা দিয়েছে।
ভারতের বর্তমান সময়ের সবচেয়ে বড় প্যান ইন্ডিয়া সুপারস্টার প্রভাসের জন্মদিনে ঘোষণাটি দিয়েছে প্রতিষ্ঠানটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রভাসকে তার জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ঘোষণাটি দেয় হম্বলে ফিল্মস। প্রায় এক বছর ধরে ‘সালার’ দ্বিতীয় পর্বের নতুন খবরের অপেক্ষায় ছিলেন এই তারকার ভক্তরা। অবশেষে প্রিয় তারকার জন্মদিনে দারুণ এই খবরটি পেয়েছেন প্রভাস ভক্তরা।
প্যান ইন্ডিয়া ব্লকবাস্টার ‘কেজিএফ’ ফ্র্যাঞ্চাইজির জন্য ব্যাপক পরিচিত নির্মাতা প্রশান্ত নীল। ‘কেজিএফ’ সিরিজ এবং ‘সালার: পার্ট ১ – সিজফায়ার’ এরপর এবার তিনি হাজির হচ্ছেন আরো একটি ধামাক নিয়ে। প্রভাস অভিনীত ‘সালার’ দ্বিতীয় পর্বের নাম ‘শৌরয়াঙ্গা পারভম’। প্রথম পর্বের গল্প যেখানে শেষ হয়েছে সেখান থেকেই শুরু হবে দ্বিতীয় পর্বের।
জানা গেছে প্রথম পর্বের তুলনায় দ্বিতীয় পর্বে আরো বেশী অ্যাকশন দেখানো হবে। এতে প্রভাসকে পৃথ্বীরাজ সুকুমারনের সাথে তার বন্ধুত্ব পুনঃপ্রতিষ্ঠা করতে দেখা যাবে। সেইসাথে প্রথম কিস্তিতে দেখানো ক্ষমতা নিয়ে লড়াইয়ের আখ্যানটি আরো ব্যাপকভাবে প্রসারিত হবে। দ্বিতীয় পর্বে নির্মাতা প্রশান্ত নীল দর্শকদের ক্ষমতার লড়াই, প্রতিশোধ এবং মুক্তির জটিল জগতের গভীরে নিয়ে যেতে প্রস্তুতি নিচ্ছেন।
প্রভাস অভিনীত ‘সালার’ দ্বিতীয় পর্বের অপেক্ষায় থাকা দর্শকদের জন্য রয়েছে অপ্রত্যাশিত টুইস্ট। এতে দর্শকরা একটি রোমাঞ্চকর রাইড আশা করতে পারেন বলে জানিয়েছে সূত্রটি। ইতিমধ্যে ‘সালার: পার্ট ২ – শৌর্যঙ্গা পারভম’-এর দৃশ্যধারনে অংশ নিয়েছেন প্রভাস। বর্তমান লটের দৃশ্যধারনের জন্য ২০ দিনের সেট করা হয়েছে। এই লটে বেশ কিছু গুরুত্বপূর্ন সিকোয়েন্স ক্যামেরায় ধারন করা হবে বলেও জানা গেছে।
উল্লেখ্য যে, ‘সালার’ প্রথম পর্ব বিশ্বব্যাপী বক্স অফিসে প্রায় ৭০০ কোটি রুপি আয় করতে সক্ষম হয়েছে। এরপর ওটিটি’তে মুক্তির পরও সেখানে নতুন রেকর্ড গড়েছে এই সিনেমা। প্রকাশের ২০০ দিনেরও বেশী সময় ধরে সিনেমাটি ওটিটি’তে শীর্ষ ট্রেন্ডিং চলচ্চিত্রগুলির মধ্যে একটি হিসাবে তার অবস্থান বজায় রাখতে সক্ষম হয়েছে। এছাড়া টেলিভিশন সম্প্রচারেও অবিশ্বাস্য সাড়া পেয়েছে ‘সালার’।
প্রসঙ্গত, বর্তমান সময়ে খুব ব্যস্ত সময় পার করছেন প্রভাস। আগামী বছরের এপ্রিলে মুক্তি পেতে যাচ্ছে প্রভাস অভিনীত হরর কমেডি সিনেমা ‘রাজাসাব’। এছাড়া হাতে আছে চলতি বছরে মুক্তিপ্রাপ্ত ‘কালকি’ সিনেমার দ্বিতীয় পর্ব এবং সন্দ্বীপ রেড্ডি ভাঙ্গার নির্মিতব্য অ্যাকশন সিনেমা ‘স্পিরিট’। সব কিছু মিলিয়ে ক্যারিয়ারের ব্যস্ততম সময় পার করছেন প্রভাস। ভক্তদের এখন শুধুই অপেক্ষা সিনেমাগুলোর বড় পর্দায় মুক্তির।
আরো পড়ুনঃ
‘কেজিএফ’ তৃতীয় পর্ব সহ একাধিক সিনেমা নিশ্চিত করলেন যশ
জন্মদিনে ছয় সিনেমার ফার্স্টলুক নিয়ে হাজির মালয়ালাম তারকা পৃথ্বীরাজ
‘কুলি’ মুক্তির পর নিজের ইউনিভার্সের সিনেমা শুরু করবেন লোকেশ