দক্ষিণ ভারতীয় সিনেমার অভিনেত্রীদের মধ্যে বর্তমানে অন্যতম উল্লেখযোগ্য পূজা হেগরে। তামিল এবং তেলুগুর পাশাপাশি হিন্দি সিনেমায় নিয়মিত অভিনয়ের মাধ্যমে নিজেকে প্যান ইন্ডিয়া অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন পূজা। ২০১২ সালে তামিল সিনেমায় অভিষেকের পর তেলুগু সিনেমা দিয়ে খ্যাতি অর্জন করেন পূজা। প্রায় ১০ বছর চলতি বছরে ‘বিস্ট’ সিনেমার মাধ্যমে তামিল সিনেমায় ফিরেন এই অভিনেত্রী। সম্প্রতি জানা গেছে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া দক্ষিনি অভিনেত্রীদের তালিকায় এবার যুক্ত হয়েছেন পূজা হেগরে।
নেলসন দিলিপকুমার পরিচালিত ‘বিস্ট’ সিনেমায় পূজা হেগরে অভিনয় করেছেন থালাপতি বিজয়ের বিপরীতে। এবার এই অভিনেত্রী অভিনয় করছেন তেলুগু সিনেমা ‘জানা গানা মানা’ নামে নতুন একটি সিনেমায়। সিনেমাটিতে তিনি অভিনয় করছেন বিজয় দেবারাকোন্ডার বিপরীতে। ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া দক্ষিনি অভিনেত্রীদের তালিকায় নয়নতারা এবং সামান্তার পর তৃতীয় স্থানে রয়েছেন পূজা হেগরে।
সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে দক্ষিনি সিনেমার লেডি সুপারস্টার খ্যাত নয়নতারা সিনেমা প্রতি পারিশ্রমিক নিয়ে থাকেন ৭ কোটি রুপি। এর পরের অবস্থানে রয়েছেন সামান্থা রুথ প্রভু, যিনি সিনেমা প্রতি ৩ থেকে ৬ কোটি রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন। এবার জানা গেছে বিজয় দেবারাকোন্ডার বিপরীতে ‘জানা গানা মানা’ সিনেমায় অভিনয়ের জন্য পূজা হেগরে ৫ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন। এর মাধ্যমে তৃতীয় সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া দক্ষিনি অভিনেত্রী হিসেবে আবির্ভূত হয়েছেন পূজা।
শুধু দক্ষিনে নয়, বলিউডেও পরিচিত মুখ পূজা হেগরে। হৃতিক রোশনের বিপরীতে ‘মহেঞ্জোদারো’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষিক্ত হয়েছিলেন পূজা। কিন্তু সিনেমাটি বক্স অফিসে সাফল্য অর্জন করতে ব্যর্থ হলে বলিউডের সিনেমায় আর তেমন দেখা যায়নি তাকে। এরপর তেলুগুতে বেশ কয়েকটি বক্স অফিসে ব্যবসা সফল সিনেমায় অভিনয়ের মাধ্যমে নির্মাতাদের নজরে আসেন তিনি।
তবে চলতি বছরে পূজা হেগরে অভিনীত মুক্তিপ্রাপ্ত তিনটি সিনেমাই বক্স অফিসে ব্যর্থ হিসেবে আবির্ভুত হয়েছে। এরমধ্যে রয়েছে প্রভাসের বিপরীতে প্যান ইন্ডিয়া সিনেমা ‘রাধে শ্যাম’, থালাপতি বিজয়ের বিপরীতে ‘বিস্ট’ এবং রাম চরনের বিপরীতে সিনেমা ‘আচার্য’। এই সিনেমাগুলোর মধ্যে ‘বিস্ট’ তামিল নাড়ুতে মোটামুটি ভালো ব্যবসা করলেও প্যান ইন্ডিয়া বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। অন্যদিকে ‘রাধে শ্যাম’ এবং ‘আচার্য’ সিনেমাগুলোর ভারতের ইতিহাসের অন্যতম বড় ডিজাস্টার সিনেমার তালিকায় নাম লিখিয়েছে।
এদিকে বর্তমানে তেলুগু ‘জানা গানা মানা’ ছাড়াও পূজা হেগরের হাতে রয়েছে বলিউডের দুইটি সিনেমা। এরমধ্যে রোহিত শেঠি পরিচালিত রনবির সিং-এর বিপরীতে ‘সার্কাস’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। চলতি বছরের ক্রিসমাসে মুক্তি পাচ্ছে সিনেমাটি। এছাড়া পূজা হেগরে অভিনয় করছেন ফরহাদ সামজি পরিচালিত ‘ভাইজান’ সিনেমায়। সিনেমাটিতে পূজার বিপরীতে আছেন বলিউডের ভাইজান সালমান খান। এই দুই সিনেমার মাধ্যমে দীর্ঘ পাঁচ বছর পর বলিউডের সিনেমায় ফিরছেন এই প্যান ইন্ডিয়া অভিনেত্রী।
একটা সময় তেলুগু সিনেমা সবচেয়ে ভাগ্যবান অভিনেত্রী বলা হত পূজা হেগরেকে। একের পর এক বক্স অফিসে ব্যবসা সফল সিনেমা দিয়ে নিজের গ্রহণযোগ্যতা প্রমান করেছিলেন তিনি। কিন্তু সর্বশেষ চলতি বছরে তিন মাসের মধ্যে তিনটি ফ্লপ সিনেমা দিয়ে নিজের নামের প্রতি অবিচার করলেন পূজা হেগরে। তবে বর্তমানে নির্মানাধীন সিনেমাগুলো দিয়ে আবারো স্বরূপে ফিরবেন পূজা, এমনটাই প্রত্যাশা করছেন সবাই।
আরো পড়ুনঃ
পরপর তিনটি সিনেমা বক্স অফিসে ব্যর্থঃ কোন দিকে যাচ্ছে পূজার ক্যারিয়ার!
‘কাভি ঈদ কাভি দিওয়ালী’ সিনেমার নাম পরিবর্তনঃ নতুন নামে চলছে কাজ
আগামী ক্রিসমাসে বক্স অফিসে মুখোমুখি রনভির সিং এবং টাইগার শ্রফ