‘পুষ্পাঃ দ্যা রুল’ সিনেমার ঐতিহাসিক সাফল্যের পর এসএস রাজামৌলীর পরবর্তি সিনেমা নিয়ে সবার প্রত্যাশা আকাশচুম্বী। এই নির্মাতার পরবর্তি সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করছেন মহেশ বাবু। এতে তার সাথে যুক্ত হয়েছেন বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। জানা গেছে এর মাধ্যমে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ভারতীয় অভিনেত্রী হিসেবে আবির্ভুত হচ্ছেন প্রিয়াংকা চোপড়া।
এখনো নাম ঠিক না হওয়া সিনেমাটি বর্তমানে ‘এসএসএমবি ২৯’ হিসেবে পরিচিত। এটি তেলুগু সুপারস্টার মহেশ বাবুর ক্যারিয়ারের ২৯তম সিনেমা হতে যাচ্ছে। সম্প্রতি জানা গেছে, এতে মহেশ বাবুর বিপরীতে প্রিয়াংকা চোপড়াকে চূড়ান্ত করেছেন রাজামৌলী। গুঞ্জন অনুযায়ী, অভিনেত্রী হিসেবে সিনেমাটিতে তার পারিশ্রমিক ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ পারিশ্রমিক হতে যাচ্ছে।
দীর্ঘদিন থেকে ভারতীয় সিনেমায় অনুপস্থিত প্রিয়াংকা চোপড়া। সাম্প্রতিক সময়ে হলিউডের সিনেমায় নিয়মিত অভিনয় করতে দেখা গেছে তাকে। অবশেষে আবারো ভারতীয় দর্শকদের বিনোদন দিতে বড় পর্দায় ফিরছেন প্রিয়াংকা। আর ভারতীয় চলচ্চিত্রে প্রত্যাবর্তনের জন্য রাজামৌলীর সিনেমাটিই সবচেয়ে ভালো পছন্দ বলে মনে করছেন সবাই।
‘বাহুবলী’ সিরিজের পর রাজামৌলী পরিচালিত ‘আরআরআর’ সিনেমাটিও বিশ্বব্যাপী বক্স অফিসে ঝড় তুলেছিলো। দীর্ঘ তিন বছর ধরে নিজের পরবর্তি সিনেমার প্রস্তুতি নিচ্ছিলেন এই নির্মাতা। একটি জঙ্গল অ্যাডভেঞ্চার গল্পে নির্মিতব্য এই সিনেমাটি বিশাল আয়োজনে নির্মান করতে যাচ্ছেন রাজামৌলী। বিশ্বব্যাপী বক্স অফিসে এই সিনেমাটি সব রেকর্ড ভেঙ্গে দিবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
‘বাহুবলী ২’ এবং ‘আরআরআর’ সিনেমাগুলো বিশ্বমঞ্চে ভারতীয় চলচ্চিত্রকে নিয়ে গেছে অন্য উচ্চতায়। তবে এই নির্মাতার সিনেমার সবচেয়ে বড় দিক হচ্ছে নির্মানের সময়। তার সবগুলো সিনেমাই বেশ লম্বা সময় ধরে নির্মান হয়ে থাকে, যা অভিনেতা-অভিনেত্রীদের ধৈর্যের একটি পরীক্ষা হিসেবে বিবেচিত হয়।
অবশ্য, এর প্রতিদান হিসেবে রাজামৌলীর সিনেমার তারকারা পেয়ে থাকেন মোটা অংকের পারিশ্রমিক। প্রাথমিক ধারণা অনুযায়ী, মহেশ বাবুকে নিয়ে তার পরবর্তি সিনেমাটি ২০২৭ সালে মুক্তি পাবে। দীর্ঘ এই শিডিউলের জন্য প্রিয়াংকাও বড় অংকের পারিশ্রমিক দাবী করেছেন। গুঞ্জন অনুযায়ী এর মাধ্যমে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ভারতীয় অভিনেত্রী হিসেবে আবির্ভুত হচ্ছেন প্রিয়াংকা চোপড়া।
ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ‘এসএসএমবি ২৯’ সিনেমায় অভিনয়ের জন্য ৩০ কোটি রুপি পারিশ্রমিক পাচ্ছেন প্রিয়াংকা চোপড়া। এর মাধ্যমে দীপিকাকে পিছনে ফেলে ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী হিসেবে আবির্ভুত হচ্ছেন তিনি। এর আগে দীপিকা সিনেমা প্রতি ১৫-২০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন বলে গুঞ্জন আছে।
আরো পড়ুনঃ
তৃতীয় সিনেমা হিসবে হাজার কোটি রুপির মাইলফলক স্পর্শ করলো ‘আরআরআর’
বাজেট থেকে গল্পঃ মহেশ বাবুকে নিয়ে রাজামৌলীর সিনেমার বিস্তারিত
বিজয়েন্দ্র প্রাসাদের গল্পে জঙ্গল ভ্রমনে যাবেন রাজামৌলী এবং মহেশ বাবু!