‘বাহুবলী’ সিরিজের মাধ্যমে প্যান ইন্ডিয়া দর্শকদের কাছে তারকা হয়ে গিয়েছিলেন প্রভাস। এরপর কয়েকটি সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পরলেও, নির্মাতাদের কাছে এই তারকার চাহিদা ছিলো অটুট। আর সর্বশেষ ‘সালার’ এবং ‘কালকি’ বিশ্বব্যাপী বক্স অফিস সাফল্যে তার দর্শকপ্রিয়তা প্রমাণিত হয়েছে আবারো। আসন্ন সিনেমার তালিকা বিবেচনা করলে নিঃসন্দেহে ভারতীয় চলচ্চিত্রে সময়ের সবচেয়ে বড় তারকা প্রভাস।
গত বছরের ক্রিসমাসে মুক্তিপ্রাপ্ত প্রভাস অভিনীত ‘সালার’ বিশ্বব্যাপী বক্স অফিসে ১,০০০ কোটি রুপির কাছাকাছি আয় করতে সক্ষম হয়েছিলো। এরপর চলতি বছরে এই তারকার ‘কালকি’ (প্রথম পর্ব) ১,০০০ কোটি ছাড়িয়ে গেছে অনায়াসে। বর্তমানে এই তারকার হাতে থাকা সবগুলো সিনেমাই বিশ্বব্যাপী বক্স অফিসে ঝড় তুলবে বলে মনে করছেন ট্রেড বিশেষজ্ঞরা।
সব মিলিয়ে প্রভাসের এই মুহুর্তে আসন্ন সিনেমার সংখ্যা সাতটি। এর মধ্যে হরর কমেডি গল্পের ‘দ্যা রাজাসাব’ মুক্তি পাচ্ছে আগামী বছরের প্রথমভাগে। সম্প্রতি প্রকাশ করা হয়েছে এই সিনেমাটির ফার্স্টলুক। প্রকাশের পরই এটি নিয়ে উম্মাদনায় মেতেছেন প্রভাসের ভক্তরা। সিনেমাটিতে এখন পর্যন্ত প্রভাসের দুটি প্রকাশ করেছেন নির্মাতারা।
আসন্ন এই সাতটি সিনেমার মধ্যে সম্ভবত ‘দ্যা রাজাসাব’ সবচেয়ে ছোট সিনেমা। কারণ আলোচনায় থাকা অন্য ছয়টি সিনেমার সবগুলোই বড় ব্যাজেটে এবং বড় পড়িসরে নির্মিত হতে যাচ্ছে। এই মুহুর্তে প্রভাস প্রশান্ত নীল পরিচালিত ‘সালার ২’ সিনেমার কাজে ব্যস্ত সময় পার করছেন। প্রথম পর্বের সাফল্যের ধারাবাহিকতায়, ‘সালার ২’ সিনেমাটিও বক্স অফিসে দারুণ কিছু উপহার দিবে।
এছাড়া আগামী ডিসেম্বরে শুরু হতে যাচ্ছে প্রভাস অভিনীত নতুন সিনেমা ‘স্পিরিট’। ভূষণ কুমার প্রযোজিত এই সিনেমাটি পরিচালনা করছেন সন্দ্বীপ রেড্ডি ভাঙ্গা। রনবীর কাপুর অভিনীত ‘অ্যানিম্যাল’ সিনেমার পর এখন ভারতের সবচেয়ে কাঙ্ক্ষিত নির্মাতা ভাঙ্গা। অ্যাকশন তারকা হিসেবে প্যান ইন্ডিয়া প্রভাসের জনপ্রিয়তা সাথে ভাঙ্গা – সব মিলিয়ে ইতিমধ্যে ‘স্পিরিট’ প্রত্যাশার চুড়ায়।
এদিকে ‘কেজিএফ’ সিনেমার মাধ্যমে ভারতীয় চলচ্চিত্রের প্রভাবশালী প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে আবির্ভুত হয়েছে হোম্বালে ফিল্মস। প্রভাসের ‘সালার’ সিনেমাটিও প্রযোজনা করেছে এই প্রতিষ্ঠান। সম্প্রতি প্রভাসের সাথে ‘সালার ২’ ছাড়া আরো দুটি সিনেমা নিয়ে চুক্তি করেছে এই প্রযোজনা প্রতিষ্ঠান। অন্য দুটি সিনেমার বিস্তারিত না জানা গেলেও, এগুলো বড় বাজেটে নির্মিত হবে এটা নিশ্চিত।
সিক্যুয়েলে হিসেবে প্রভাসের আসন্ন সিনেমাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ‘কালকি’ দ্বিতীয় পর্ব। প্রথম পর্বের ঐতিহাসিক সাফল্যের পর দ্বিতীয় পর্ব নিয়ে ইতিমধ্যে দর্শকদের আগ্রহ আকাশচুম্বী। এছাড়া দ্বিতীয় পর্বে পুরোদমে খল চরিত্রে হাজির হচ্ছেন তামিলের কিংবদন্তী অভিনেতা কামাল হাসান। সেই সাথে বলিউডের কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চনতো আছেনই।
এই সিনেমাগুলোর বাইরে প্রভাস অভিনীত আরো একটি সিনেমা নিয়ে আলোচনা শোনা যাচ্ছে। সংবাদ মাধ্যমের গুঞ্জন অনুযায়ী, ‘ফৌজি’ নামের নতুন একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন প্রভাস। সিনেমাটিতে একজন সেনা কর্মকর্তার চরিত্রে দেখা যাবে এই তারকাকে। আনুষ্ঠানিক ঘোষণা না পাওয়া গেলেও, ইতিমধ্যে ‘ফৌজি’ ভারতীয় সিনেমার দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
‘বাহুবলী’ থেকে শুরু করে ‘কালকি’ পর্যন্ত প্রভাসের সব সিনেমাই পাঁচটি ভাষায় প্যান ইন্ডিয়া মুক্তি পেয়েছে। পুরো ভারতে সম্ভবত সবচেয়ে বেশী জনপ্রিয় এই তারকা। প্রভাসের আসন্ন সবগুলো সিনেমাও একই পথে হাঁটবে এতে কোন সন্দেহ নেই। এই সিনেমাগুলো বক্স অফিসের প্রত্যাশা পূরণ করতে সক্ষম হলে প্রভাস ভারতীয় চলচ্চিত্রের সর্বকালের সবচেয়ে বড় তারকা হিসেবে আবির্ভুত হবেন বলে মনে করছেন সবাই।
আরো পড়ুনঃ
হোম্বালে ফিল্মসের সাথে তিন সিনেমার চুক্তিতে প্যান ইন্ডিয়া তারকা প্রভাস
শুরু হলো প্রভাস অভিনীত ‘সালার’ দ্বিতীয় পর্বের দৃশ্যধারনের কাজ
‘স্পিরিট’ এবং ‘অ্যানিম্যাল পার্ক’: ভাঙ্গার হাই ভোল্টেজ দুই সিনেমার আপডেট