এস এস রাজামৌলী পরিচালিত ‘আরআরআর’ সিনেমার ঐতিহাসিক সাফল্যের পর পূর্ন চরিত্রে নতুন সিনেমা নিয়ে হাজির হচ্ছেন তেলুগু সুপারস্টার রাম চরণ। এর আগে ‘আচার্য’ নামে একটি সিনেমায় বাবা চিরঞ্জীবীর সাথে বর্ধিত অতিথি চরিত্রে দেখা গেছে এই তারকাকে। বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে রাম চরন অভিনীত নতুন একটি সিনেমা। অবশেষে ঘোষণা করা হলো শঙ্কর পরিচালিত রাম চরনের ‘গেম চেঞ্জার’ সিনেমাটির মুক্তি চূড়ান্ত তারিখ।
ইতিমধ্যে বেশ কয়েকবার পিছানো হয়েছে সিনেমাটির মুক্তি। রাম চরন এবং শঙ্করের একসাথে কাজ দেখতে মুখিয়ে আছেন ভারতীয় সিনেমার দর্শকরা। গুঞ্জন ছিলো আগামী ক্রিসমাসে মুক্তি পেতে পারে সিনেমাটি। তবে শেষ পর্যন্ত ক্রিসমাসে নয় আগামী বছরের সংক্রান্তিতে মুক্তি পাচ্ছে রাম চরনের ‘গেম চেঞ্জার’ সিনেমাটি। একটি পোষ্টার প্রকাশের মাধ্যমে ইতিমধ্যে মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন নির্মাতারা।
রাম চরন অভিনীত সর্বশেষ সিনেমা ছিলো ‘আচার্য’। অন্যদিকে শঙ্কর পরিচালিত সর্বশেষ ‘ইন্ডিয়ান ২’ সিনেমাটি মুক্তি পেয়েছে চলতি বছরে। ‘আচার্য’ এবং ‘ইন্ডিয়ান ২’ – দুটি সিনেমাই বক্স অফিসে মুখ থুবড়ে পরেছিলো। নিজেদের সর্বশেষ সিনেমাগুলোর ব্যার্থতাকে পিছনে ফেলে বক্স অফিসে নিজের ভাগ্য পরিবির্তন করতে আছে এই অভিনেতা-নির্মাতা জুটির ‘গেম চেঞ্জার’।
সাধারণত সংক্রান্তি দক্ষিণের সিনেমার জন্য ভালো একটি সময়। ধারনা করা হচ্ছে সিনেমাটি বক্স অফিসে ঝড় তুলবে। সর্বশেষ ঘোষণা অনুযায়ী, ২০২৫ সালের ১০ই জানুয়ারি মুক্তি পাবে রাম চরনের ‘গেম চেঞ্জার’ সিনেমা। রাজনৈতিক গল্পে নির্মিত এই সিনেমাটিতে রাম চরণকে দ্বৈত চরিত্রে দেখা যাবে রাম চরনকে। আর এতে তার বিপরীতে অভিনয় করছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানী।
আগামী বছরের সংক্রান্তিতে মুক্তি পাচ্ছে রাম চরণ অভিনীত নতুন সিনেমা ‘গেম চেঞ্জার’। সম্প্রতি সিনেমাটি মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন নির্মাতারা।#ফিল্মীমাইক #বলিউড #Filmymike #Bollywood #GameChanger #Sankranthi #Telugu #Hindi #Tamil #RamCharan #KiaraAdvani #Shankar #DilRaju pic.twitter.com/3vbDc0TXFy
— Filmymike – সিনেমার প্রচার মাইক (@FilmyMikeBD) October 12, 2024
দিল রাজু প্রযোজিত রাম চরনকে নিয়ে শংকরের সিনেমাটি ঘোষনার পর থেকেই আলোচনায়। গুঞ্জন অনুযায়ী, ‘গেম চঞ্জার’ সিনেমার আনুমানিক বাজেট ১৬৫ কোটি রুপি। শ্রী ভেঙ্কেটেশরা ক্রিয়েশন্স এর ব্যানারে সিনেমাটি প্রযোজনা করছেন দিল রাজু এবং শিরিষ। প্যান ইন্ডিয়া সিনেমাটিতে দুর্দান্ত অ্যাকশন লুকে হাজির হতে যাচ্ছেন এই তারকা। তেলুগু, তামিল এবং হিন্দি ভাষায় মুক্তি পাবে ‘গেম চেঞ্জার’।
উল্লেখ্য যে, রাম চরন অভিনীত ‘গেম চেঞ্জার’ সিনেমাটির স্বত্ব ইতিমধ্যে কিনে নিয়েছে জি স্টুডিওস। প্রকাশিত খবরে জানা গেছে সিনেমাটির সব ধরনের প্রদর্শন স্বত্ব কিনে নিয়েছে এই স্টুডিও। আর এর জন্য জি স্টুডিওকে গুনতে হয়েছে বিশাল অংকের টাকা। ভারত সহ বিশ্বব্যাপী সিনেমাটির প্রদর্শন স্বত্বের জন্য প্রযোজকদের সাথে ৩৫০ কোটি রুপির চুক্তি করেছে স্টুডিওটি।
আরো পড়ুনঃ
রাম চরণকে নিয়ে শঙ্করের সিনেমার নাম ঘোষণাঃ প্রকাশ্যে ফার্স্টলুক
অবিশ্বাস্য মূল্যে বিক্রি হলো রাম চরনকে নিয়ে শঙ্করের নতুন সিনেমা
শঙ্কর পরিচালিত নতুন সিনেমায় দ্বৈত চরিত্রে অভিনয় করছেন রাম চরন