‘কেজিএফ চ্যাপ্টার ২’ সিনেমার ঐতিহাসিক সাফল্যের পর যশের নতুন সিনেমার অপেক্ষায় তার ভক্তরা। আগেই জানা গিয়েছিলো ‘টক্সিক’ নামে একটি অ্যাকশন সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন যশ। একটি পোষ্টার প্রকাশের মাধ্যমে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণাও দিয়েছেন নির্মাতারা। সম্প্রতি শুরু হয়েছে যশের নতুন সিনেমা ‘টক্সিক’ সিনেমাটির দৃশ্যধারন।
যশের নতুন সিনেমা ‘টক্সিক’ নিয়ে আগ্রহের কারনে স্বভাবতই এতে তার নায়িকা নিয়ে আগ্রহ আকাশচুম্বী। জানা গেছে এই সিনেমায় যশের বিপরীতে অভিনয় করছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানী। সাম্প্রতিক বছরগুলোতে কিয়ারা বলিউডে নিজের অবস্থান শক্ত করতে সক্ষম হয়েছেন। ইতিমধ্যে রাম চরনের বিপরীতে কিয়ারার ‘গেম চেঞ্জার’ মুক্তির অপেক্ষায় রয়েছে। এছাড়া হৃতিকের বিপরীতে ‘ওয়ার ২’ সিনেমায়ও দেখা যাবে তাকে।
‘কেজিএফ’ সিরিজের পর যশের নতুন প্যান ইন্ডিয়া সিনেমা ‘টক্সিক’! সম্প্রতি শুরু হয়েছে সিনেমাটির দৃশ্যধারন। ‘কেজিএফ চ্যাপ্টার ২’-এর পর আবারো বিশ্বব্যাপী বক্স অফিস মাতাতে আসছেন যশ।#ফিল্মীমাইক #Filmymike #SouthCinema #Toxic #Yash #KiaraAdvani #Nayanthara #HumaQureshi #TaraSutaria pic.twitter.com/S2rqUKUmY0
— Filmymike – সিনেমার প্রচার মাইক (@FilmyMikeBD) October 13, 2024
যশের নতুন সিনেমা ‘টক্সিক’ নির্মিত হচ্ছে একঝাক প্যান ইন্ডিয়া অভিনেত্রীদের নিয়ে। সিনেমাটিতে যশের বড় বোনের চরিত্রে অভিনয় করছেন দক্ষিনি সিনেমার লেডি সুপারস্টার খ্যাত নয়নতারা। এছাড়া এই সিনেমার অন্যতম খল চরিত্রে অভিনয় করবেন বলিউড অভিনেত্রী হুমা কুরেশি। যদিও সিনেমাটির শিল্পী কুশলী নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি, সংশ্লিষ্ট একটি সুত্র থেকে হুমা কুরেশির চরিত্র সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে।
যশের নতুন সিনেমা ‘টক্সিক’-এ মোট পাঁচজন অভিনেত্রী থাকছেন বলে নিশ্চিত হওয়া গেছে। কিয়ারা আদভানী, নয়নতারা এবং হুমা কুরেশি ছাড়া এই সিনেমায় আরো অভিনয় করছেন বলিউডের তারা সুতারিয়া এবং তামিল অভিনেত্রী শ্রুতি হাসান। তবে সিনেমাটিতে তারা সুতারিয়া এবং শ্রুতি হাসানের চরিত্রের বিস্তারিত কিছু এখনো জানা যায়নি। অবশ্য শুরুতে যশের বোনের চরিত্রে কারিনা কাপুরের অভিনয়ের গুঞ্জন শোনা গিয়েছিলো।
গোয়া ভিত্তিক একটি মাদক মাফিয়া নিয়ে নির্মিত হতে যাচ্ছে ‘টক্সিক’। মাদক দুনিয়ার ভয়ংকর সব ঘটনা উঠে আসবে এই সিনেমার গল্পে। এই মুহুর্তে পুরদস্তুর চলছে এই সিনেমার দৃশ্যধারনের কাজ। আগামী বছরের ১০ই এপ্রিল বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। ‘কেজিএফ’ সিরিজের সাফল্যের কারনে, যশের এই সিনেমাটিও প্যান ইন্ডিয়া মুক্তি দিচ্ছেন নির্মাতারা। হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় এবং মালয়ালাম ভাষায় মুক্তি পাচ্ছে ‘টক্সিক’।
পরিচালনার পাশাপাশি যশের নতুন সিনেমা ‘টক্সিক’-এর গল্প এবং চিত্রনাট্য রচনা করেছেন গীথু মোহনদাস। কেভিএন প্রোডাকশন এবং মনস্টার মাইন্ড ক্রিয়েশনসের ব্যানারে নির্মানাধীন এই সিনেমাটির সহ-প্রযোজক হিসেবে থাকছেন যশ। ইতিমধ্যে ‘টক্সিক’ ২০২৫ সালের অন্যতম প্রতীক্ষিত সিনেমাগুলো একটি হিসেবে আবির্ভুত হয়েছে। বড় পর্দায় যশকে আবারো দেখার জন্য উম্মুখ হয়ে আছেন দর্শক।
আরো পড়ুনঃ
অবশেষে চূড়ান্ত হলো রাম চরনের ‘গেম চেঞ্জার’ সিনেমার মুক্তির তারিখ
শুরু হচ্ছে মহেশ বাবুকে নিয়ে রাজামৌলীর নতুন সিনেমার কাজ
নির্ধারিত তারিখেই মুক্তি পাচ্ছে আল্লু অর্জুনের ‘পুষ্পা – পার্ট ২: দ্য রুল’