জানা গেলো মোহনলালের ‘লুসিফার’ দ্বিতীয় পর্বের মুক্তি তারিখ

মোহনলালের ‘লুসিফার’ দ্বিতীয় পর্বের

মালয়ালাম মেগাস্টার মোহনলাল অভিনীত ‘লুসিফার’ শুধুমাত্র মালয়ালাম ভাষায় মুক্তি পেয়েছিলো। কিন্তু পরবর্তিতে সিনেমাটি অন্য ভাষার দর্শকদের কাছেও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছিলো। প্রথম পর্বের ক্লাইম্যাক্সে সিনেমাটির দ্বিতীয় পর্বের ইঙ্গিত দিয়েছিলেন নির্মাতারা। এবার আনুষ্ঠানিকভাবে জানা গেলো মোহনলালের ‘লুসিফার’ দ্বিতীয় পর্বের মুক্তি তারিখ।

‘লুসিফার’ সিনেমাটি পরিচালনা করেছেন আরেক মালয়ালাম সুপারস্টার পৃথ্বীরাজ সুকুমারন। এছাড়া সিনেমাটির একটি চরিত্রে অভিনয়ও করেছিলেন এই তারকা। তবে জানা গেছে, দ্বিতীয় পর্বে মোহনলালের পাশাপাশি আরো গুরুত্বপূর্ন চরিত্রে দেখা যাবে পৃথ্বীরাজকে। প্রথম পর্বের পর দর্শকদের প্রত্যাশা পূরণে আরো বড় পড়িসরে দ্বিতীয় পর্ব নির্মান করতে যাচ্ছেন তিনি।

২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘লুসিফার’ সিনেমার সিক্যুয়েলটি ঘোষণার পর থেকেই আলোচনায় রয়েছে। সাম্প্রতিক সময়ে সিনেমাটির দৃশ্যধারনের বেশ কিছু ছবি শেয়ার করে আবারো আলোচনার জন্ম দেন নির্মাতা-অভিনেতা পৃথ্বীরাজ। এবার দীপাবলির উৎসবে ভক্তদের জন্য মোহনলালের ‘লুসিফার’ দ্বিতীয় পর্বের মুক্তি তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন নির্মাতারা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে মোহনলালের ‘লুসিফার’ দ্বিতীয় পর্বের মুক্তি তারিখ ঘোষণা করেছেন তারা। সর্বশেষ ঘোষণা অনুযায়ী, আগামী বছরের ২৭শে মার্চ মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত এই সিনেমাটি। মুক্তির তারিখটি ‘উগাদি’ নামক উত্সবের বেশ কাছাকাছি, যা হিন্দু ক্যালেন্ডার অনুসারে একটি নববর্ষের দিন এবং ভারতের বিভিন্ন অংশে উদযাপিত হয়।

শুধু তাই নয়, প্রথম পর্বের তুলনায় মোহনলালের ‘লুসিফার’ দ্বিতীয় পর্বের মুক্তি আরো বড় পড়িসরে নিশ্চিত করেছেন নির্মাতারা। ঘোষণা অনুযায়ী, ‘লুসিফার ২’ বিশ্বব্যাপী মালয়ালাম, তামিল, তেলুগু, হিন্দি এবং কন্নড় ভাষায় মুক্তি পেতে যাচ্ছে। প্রথম পর্বের ডাব এবং রিমেকের জনপ্রিয়তার কারণে দ্বিতীয় পর্বটি নিয়ে কোন সুযোগ হাতছাড়া করছেন না মোহনলাল এবং পৃথ্বীরাজ।

জানা গেছে সিনেমাটি দর্শকদের স্টিফেনের খুরেশি আব্রামে পরিণত হওয়ার সাথে সাথে পৃথ্বীরাজের জীবন সম্পর্কে নতুন কিছু ধারণা দেবে। পৃথ্বীরাজ স্টিফেনের যোদ্ধা এবং আস্থাভাজন জায়েদ মাকসুদের ভূমিকায় অভিনয় করছেন। আগের পর্বের কাহিনীর সাথে স্টিফেন এবং জায়েদ মাকসুদের অতীতের কিছু ঘটনাও উঠে আসতে পারে বলে জানা গেছে।

মোহনলাল এবং পৃথ্বীরাজ ছাড়াও সিনেমাটির অন্য গুরুত্বপূর্ন দুটি চরিত্রে অভিনয় করছেন মঞ্জু ওয়ারিয়ার এবং টোভিনো থমাস। সিনেমাটির সঙ্গীতে থাকছেন দীপক দেব। আর সুজিত বাসুদেবের সিনেমাটোগ্রাফিতে এর সম্পাদনার দায়িত্বে থাকছেন অখিলেশ মোহন। এখন শুধু দর্শকদের অপেক্ষার পালা।

আরো পড়ুনঃ
শুরু হলো প্রভাস অভিনীত ‘সালার’ দ্বিতীয় পর্বের দৃশ্যধারনের কাজ
‘পুষ্পা ৩’ নিশ্চিত: দ্বিতীয় পর্বেই থাকছে ভক্তদের জন্য অসাধারণ ইঙ্গিত!
জন্মদিনে ছয় সিনেমার ফার্স্টলুক নিয়ে হাজির মালয়ালাম তারকা পৃথ্বীরাজ

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত