অবশেষে মুক্তি পেতে চলেছে আল্লু অর্জুন অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘পুষ্পা’। মোট দুই ভাগে মুক্তি পাচ্ছে তেলেগু সুপারস্টার আল্লু অর্জুনের এই সিনেমাটি। ১৭ই ডিসেম্বর মুক্তি পাবে ‘পুষ্পা’ সিনেমাটির প্রথম ভাগ। জানা গেছে তামিল, তেলেগু, কন্নড়, মালয়ালম ও হিন্দি এই পাঁচটি ভাষায় মুক্তি পাচ্ছে ‘পুষ্পা’। আর সবকিছু ঠিক থাকেল এই সিনেমার মাধ্যমে ইতিহাস গড়তে চলেছেন আল্লু অর্জুন। ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী বিক্রি শুরু এক ঘন্টার মধ্যেই অনলাইনে সমস্ত টিকিট বিক্রি হয়ে গেছে। ধারণা করা যাচ্ছে ‘পুষ্পা’ সিনেমার মাধ্যমে বক্স অফিস ঝড় তুলতে যাচ্ছে আল্লু অর্জুন।
চলতি বছরে এখন পর্যন্ত সবচেয়ে বড় বক্স অফিস সফল সিনেমা ‘সুরিয়াবংশী’। কিন্তু ‘পুষ্পা’ সিনেমার টিকিট নিয়ে দর্শকদের উন্মাদনা দেখার পর ‘পুষ্পা’ সিনেমাটি চলতি বছরে অন্যতম বাণিজ্যিক সফল সিনেমা হতে চলেছে বলে মনে করছেন বলিউড বিশেষজ্ঞরা। ইতিমধ্যে ‘পুষ্পাঃ দ্য রাইজ’ সিনেমাটির সবধরনের প্রদর্শন স্বত্ব বিক্রি করেছেন নির্মাতারা। জানা গেছে মুক্তির আগেই ইতিমধ্যে ২৫০ কোটি রুপি আয় নিশ্চিত করেছে সিনেমাটি। নবীন ইয়ারনেনি ও রবিশংকর প্রযোজিত ছবিটি পরিচালনা করছেন সুকুমার।
‘পুষ্পা’র মূল প্রেক্ষাপট চন্দন কাঠ পাচারকারী একটি বিশাল দলকে ঘিরে। যাদের বিরুদ্ধে লড়ছেন বনের এক আদিবাসী কাঠমিস্ত্রি ও লরি ড্রাইভার পুষ্পা রাজ। এ চরিত্রে অভিনয় করেছেন আল্লু অর্জুন। আর তার বিপরীতে শ্রীভাল্লি চরিত্রে অভিনয় করবেন রাশমিকা মান্দানা। ছবিতে খলনায়ক হিসেবে পাওয়া যাবে মালয়ালম সুপারস্টার ফাহাদ ফাসিলকে।
মিথ্রি মুভি মেকার এবং মুত্তামসেটি মিডিয়া প্রযোজিত সিনেমাটিতে আরো অভিনয় করেছেন জগপতি বাবু, প্রকাশ রাজ, অনসূয়া ভরদ্বাজ, সুনীল, হরিশ উথামান, ভেনেলা কিশোর, রাও রমেশ এবং অজয় ঘোষ। সিনেমাটির সঙ্গীত পরিচালনা করেছেন দেবী শ্রী প্রসাদ। ছবিটিকে আল্লু অর্জুনের ক্যারিয়ারের একটি বড় বাজেটের সিনেমা হিসেবে বিবেচনা করা হয়।
প্রসঙ্গত আল্লু অর্জুনের ‘পুষ্পা’ সিনেমাটি মোট দুই পর্বে নির্মিত হতে যাচ্ছে। রক্তচন্দন কাঠের চোরাচালান নিয়ে নির্মিত সিনেমাটি। এই সিনেমার মাধ্যমে তৃতীয়বারের মতো একসাথে কাজ করছেন নির্মাতা আল্লু অর্জুন এবং সুকুমার। ১২ বছর আগে মুক্তিপ্রাপ্ত সুকুমার পরিচালিত ‘আরিয়া-২’ সিনেমায় দেখা গিয়েছিলো আল্লু অর্জুনকে। এই নির্মাতা-অভিনেতা জুটির আগের দুটি সিনেমা বক্স অফিস সফল হওয়ার কারনে ‘পুষ্পাঃ দ্য রাইজ’ নিয়ে সবার প্রত্যাশাও আকাশচুম্বী।
আরো পড়ুনঃ
মুক্তির আগেই বিশাল অংকের আয় নিশ্চিত করলো ‘পুষ্পাঃ দ্য রাইজ’
রনবীরের মুখোমুখি হচ্ছেন না আল্লু অর্জুনঃ এক সপ্তাহ আগেই আসছে ‘পুষ্পা’
বাহুবলী’র পথে হাঁটছে ‘পুষ্পা’: দুই পর্বে মুক্তি পাবে আল্লু অর্জুনের এই সিনেমা