মুক্তি পেয়েছে সুপারস্টার রজনীকান্ত অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘আন্নাথে’। দর্শক চাহিদার কথা বিবেচনা করে ভোর চারটা থেকে প্রেক্ষাগৃহে শুরু হয়েছে সিনেমাটির প্রদর্শনি। মুক্তির পর দর্শক এবং সমালোচকদের মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও বক্স অফিসে শুরুটা ভালোই করেছে ‘আন্নাথে’। তামিলনাড়ুতে বিশাল সংখ্যক স্ক্রিনে মুক্তিপ্রাপ্ত সিনেমাটি প্রথমদিনে পেয়েছে অনেকগুলো প্রদর্শনি। মুক্তির প্রথম দিনে তামিলনাড়ু বক্স অফিসে ভালো আয়ের সম্ভাবনা রয়েছে মনে করছেন সংশ্লিষ্টরা। ‘আন্নাথে’ মুক্তিকে সামনে রেখে প্রথম দিনে তামিলনাড়ু বক্স অফিস মাতানো সেরা পাঁচটি সিনেমা নিয়ে আলোচনা থাকছে এই প্রতিবেদনে।
১। সরকার
থালাপাতি বিজয় অভিনীত ‘সরকার’ সিনেমাটি মুক্তি পেয়েছিলো ২০১৮ সালের দিওয়ালীতে। এই সিনেমার মাধ্যমে তৃতীয়বারের মতো এআর মুরুগুদাসের সাথে কাজ করেন বিজয়। রাজনৈতিক থ্রিলারধর্মী সিনেমাটির প্রতি মুক্তির আগে থেকে সবার প্রত্যাশা ছিলো আকাশচুম্বী। তাই সর্বাধিক স্ক্রিনে মুক্তি পায় সিনেমাটি। ফলাফল মুক্তির প্রথম দিনে তামিলনাড়ু বক্স অফিসে ঝড় তুলে ‘সরকার’। তামিলনাড়ু বক্স অফিসে সিনেমাটির প্রথমদিনের আয় ছিলো ৩২ কোটি রুপি।
২। মাষ্টার
বিজয় অভিনীত ‘মাষ্টার’ সিনেমাটি ২০২১ সালের পংগালে মুক্তি পেয়েছিলো। করোনা মহামারী পরবর্তি সময়ে ভারতের সবচেয়ে আলোচিত সিনেমা হিসেবে মুক্তি পাওয়া ‘মাষ্টার’ দর্শক ফিরিয়ে এনেছিলো প্রেক্ষাগৃহে। করোনার কারনে মোট আসনের অর্ধেক আসন নিয়ে প্রদর্শিত হওয়া এই সিনেমাটি প্রথম দিনে তামিলনাড়ু বক্স অফিসে ২৬ কোটি রুপি আয় করতে সক্ষম হয়েছিলো। ‘মাষ্টার’ সিনেমার মুক্তিকে ঘীরে দক্ষিন ভারতে দেখা গিয়েছিলো উৎসবের আমেজ। নিঃসন্দেহে প্রেক্ষাগৃহে সব আসন নিয়ে প্রদর্শিত হলে এই তালিকার প্রথমে থাকতো এই সিনেমাটি।
৩। বিগিল
নতুন প্রজন্মের তামিলের সবচেয়ে জনপ্রিয় নির্মাতা এটলি কুমারের সাথে বিজয়ের তৃতীয় সিনেমা ‘বিগিল’ মুক্তি পেয়েছিলো ২০১৯ সালে দিওয়ালীতে। স্পোর্টস ড্রামাধর্মী সিনেমাটিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন বিজয়। বাবা এবং ছেলের চরিত্রে বিজয়ের অসাধারণ অভিনয়ের কারনে আলোচিত হয়েছিলো সিনেমাটি। আর প্রত্যাশা মতোই মুক্তির প্রথম দিনে তামিলনাড়ু বক্স অফিসে ঝড় তুলেছিলো ‘বিগিল’। প্রথম দিনে বক্স অফিসে সিনেমাটির আয় ছিলো ২৬ কোটি রুপি।
৪। মার্সাল
‘থেরি’ সিনেমার বিশাল সফল্যের পর আবারো এটলি কুমারের সিনেমায় অভিনয় করেন বিজয়। অ্যাকশন ড্রামা নির্ভর ‘মার্সাল’ সিনেমায় বিজয় তিনটি চরিত্রে অভিনয় করেন। বাবা এবং দুই জমজ ছেলের চরিত্রে দেখা গেছে বিজয়কে। সিনেমাটি মুক্তির পর বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করতে সক্ষম হয়েছিলো। মুক্তির প্রথম দিনে তামিলনাড়ু বক্স অফিসে সিনেমাটির আয় ছিলো ২৩ কোটি রুপি।
৫। কাবালি
নবীন নির্মাতা পা রঞ্জিত পরিচালিত ‘কাবালি’ সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেন তামিল সিনেমার সুপারস্টার রজনীকান্ত। এর আগে কার্থিকে নিয়ে পা রঞ্জিত পরিচালিত ‘মাদ্রাজ’ সিনেমাটি বক্স অফিসে সুপারহিট ব্যবসা করেছিলো। অ্যাকশন নির্ভর সিনেমাটি নিয়ে দর্শকদের প্রত্যাশাও ছিলো আকাশচুম্বী। মুক্তির পর দর্শকদের প্রত্যাশার প্রতিদানও দিয়েছিলো সিনেমাটি। প্রথম দিনে তামিলনাড়ু বক্স অফিসে ২১.৫০ কোটি রুপি আয় করতে সক্ষম হয়েছিলো রজনীকান্ত অভিনীত এই সিনেমাটি।
প্রিয় পাঠক, উপরে উল্লেখিত সিনেমাগুলোর মধ্যে কোন সিনেমাটি আপনার বেশী ভালো লেগেছে তা আমাদের জানিয়ে দিন মন্তব্যে। আলোচিত পাঁচটি সিনেমার মধ্যে চারটি সিনেমাই ছিলো থালাপাতি বিজয় অভিনীত। আর একটি সিনেমা হচ্ছে সুপারস্টার রজনীকান্তের। এই তালিকাই ইঙ্গিত দেয় যে, রজনীকান্তের পর তামিলের সবচেয়ে বড় সুপারস্টার বিজয়। এ ব্যাপারে আপনার মতামত জানিয়ে দিতে পারেন মন্তব্যে।
আরো পড়ুনঃ
দিওয়ালীতে মুক্তিপ্রাপ্ত সুপারস্টার রজনীকান্তের ব্যবসা সফল পাঁচটি সিনেমা
বয়সের বিশাল পার্থক্য নিয়ে পর্দায় রোমান্স করা দক্ষিনি সিনেমার অদ্ভুত জুটি
থালাপাতি ৬৬: তৃতীয়বারের মতো একসাথে থালাপাতি বিজয় এবং কীর্তি সুরেশ