মালয়ালাম তারকা পৃথ্বীরাজ সুকুমারন বর্তমানে ভারতীয় সিনেমার অন্যতম জনপ্রিয় নাম। সর্বশেষ ‘সালার’ সিনেমার মাধ্যমে প্যান ইন্ডিয়া আরো বেশী জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছেন এই সুপারস্টার। অভিনয়ের পাশাপাশি পরিচালনা নিয়েও ব্যস্ত তিনি। সম্প্রতি নিজের জন্মদিনে নির্মানাধীন ছয় সিনেমার ফার্স্টলুক নিয়ে হাজির হলেন পৃথ্বীরাজ সুকুমারন।
বর্তমানে মালয়ালাম তারকা পৃথ্বীরাজ তার অভিনীত এবং পরিচালিত ‘এমপুরান’ সিনেমার দ্বিতীয় পর্ব নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সিনেমাটি হিন্দিতে ‘লুসিফার’ হিসেবে অধিক পরিচিত। এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করছেন মালয়ালাম মেগাস্টার মোহনলাল। পরিচালনার পাশপাশি এতে গুরুত্বপূর্ন একটি চরিত্রে অভিনয় করছেন পৃথ্বীরাজ। সিনেমাটিতে তার চরিত্রে নাম জায়েদ মাসুদ।
মালয়ালাম তারকা পৃথ্বীরাজ সুকুমারনের নির্মানাধীন সিনেমা ‘কালিয়ান’-এর কাজ শুরু হয়েছিলো ২০২২ সালে। রাজীব গোবিন্দন প্রযোজিত এই সিনেমাটি পরিচালনা করছেন এস. মহেশ। ১৭ শতকের একজন যোদ্ধা কুঞ্চিরক্কট্টু কালী নায়ারের গল্প অবলম্বনে ‘কালিয়ান’ সিনেমার নাম ভূমিকায় অভিনয় করছেন পৃথ্বীরাজ সুকুমারন । কুঞ্চিরক্কট্টু বিখ্যাত যোদ্ধা ইরাভিকুট্টি পিল্লাইয়ের অনুগত ছিলেন।
রাজেশ পিন্নাদানের চিত্রনাট্যে জয়ান নাম্বিয়া পরিচালিত ‘বিলায়থ বুদ্ধ’ সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করছেন পৃথ্বীরাজ সুকুমারন। এতে একজন ছোট শহরের চোরাকারবারির চরিত্রে দেখা যাবে তাকে। অন্যদিকে কোট্টায়াম রমেশ সিনেমাটির আরেকটি কেন্দ্রীয় চরিত্র ভাস্করন মাশের ভূমিকায় অভিনয় করেছেন। এতে আরো অভিনয় করছেন অনু মোহন, শাম্মী থিলাকান, প্রিয়মভাদা কৃষ্ণান সহ আরো অনেকে।
মালয়ালাম তারকা পৃথ্বীরাজ সুকুমারন অভিনীত আরো একটি প্রতীক্ষিত সিনেমা হচ্ছে ‘খলিফা’। সম্প্রতি সিনেমাটির ফার্স্টলুক প্রকাশের মাধ্যমে নিশ্চিত করেছেন তিনি। জিনু ভি আব্রাহামের চিত্রনাট্যে ‘খলিফা’ একটি অ্যাকশন-প্যাকড প্রতিশোধমূলক সিনেমা হতে যাচ্ছে। ক্ষমতা এবং প্রতিশোধের বিষয়গুলো এতে উঠে আসবে বলে ধারনা করা হচ্ছে। পৃথ্বীরাজের ভক্তরা সিনেমাটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
মালয়ালাম সুপারস্টার পৃথ্বীরাজ সুকুমারনের নির্মানাধীন ছয়টি সিনেমার ফার্স্টলুক পোষ্টার। পৃথ্বীরাজের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে এগুলো প্রকাশ করেছেন নির্মাতারা।#Filmymike #Prithviraj #Empuraan #PrithvirajSukumaran #VilayathBuddha #Khalifa #Kaaliyan #SanthoshTrophy #Nobody pic.twitter.com/wXQ0ZcdADw
— Filmymike – সিনেমার প্রচার মাইক (@FilmyMikeBD) October 17, 2024
মালায়লাম তারকা পৃথ্বীরাজ সুকুমারনের জন্মদিনে ‘সন্তোষ ট্রফি’ নামে নতুন আরো একটি সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া গেছে। নির্মাতা ভিপিন দাস সিনেমাটি পরিচালনা করছেন। এর আগে এই পরিচালকের পারিবারিক বিনোদনমূলক ‘গুরুভায়ূর আম্বালানাদায়িল’ সিনেমায় অভিনয় করেছিলেন পৃথ্বীরাজ সুকুমারন। ইতিমধ্যে সিনেমাটির ফার্স্টলুক পোষ্টারও প্রকাশ করেছেন নির্মাতারা।
এদিকে গত আগস্টে মালয়ালাম তারকা পৃথ্বীরাজ ‘নো বডি’ নতুন আরেকটি সিনেমার ঘোষণা দিয়েছিলেন। সপ্রতি নিজের জন্মদিনে আবারো নিশ্চিত করলেন এই সিনেমার কথা। এর মাধ্যমে ‘আদুজীভিথাম – দ্য গোট লাইফ’ এবং ‘গুরুভায়ূর আম্বালানাদায়িল’-এর সাফল্যের পর নির্মাতা নিসাম বশির সাথে আবারো কাজ করতে যাচ্ছেন তিনি।
এই ছয়টি সিনেমা ছাড়াও পৃথ্বীরাজের হাতে রয়েছে প্রশান্ত নীল পরিচালিত বহুল আলোচিত ‘সালার’ দ্বিতীয় পর্ব। সিনেমাটিতে প্রভাসের সাথে সমান্তরাল একটি চরিত্রে অভিনয় করছেন এই তারকা। গত বছরে মুক্তিপ্রাপ্ত সিনেমাটির প্রথম পর্বের সাফল্যের কারনে এর দ্বিতীয় পর্বটি নিয়ে দর্শকদের প্রত্যাশা আকাশচুম্বী। এই সিনেমাগুলো বক্স অফিসের পাশাপাশি অভিনেতা হিসেবে পৃথ্বীরাজকে আরো প্রতিষ্ঠিত করবে বলে আশা করছেন তার ভক্তরা।
আরো পড়ুনঃ
বক্স অফিসে ২,০০০ কোটি রুপির বেশী আয় করবে সুরিয়ার ‘কাঙ্গুভা’!
‘কুলি’ মুক্তির পর নিজের ইউনিভার্সের সিনেমা শুরু করবেন লোকেশ
একঝাক প্যান ইন্ডিয়া নায়িকা নিয়ে যশের নতুন সিনেমা ‘টক্সিক’