‘বাহুবলীঃ দ্য কনক্লুশন’ এবং ‘আরআরআর’ এর পর সত্যিকার অর্থে একটি প্যান-ইন্ডিয়া সিনেমার অভিজ্ঞতা পেলো ভারতীয় বক্স অফিস। প্রশান্ত নীল পরিচালিত ‘কেজিএফ চ্যাপ্টার 2’ সিনেমাটি মুক্তির পর ভারতজুড়ে বক্স অফিসে সুনামি তৈরি করেছে। প্রথম দিন থেকেই রেকর্ড পরিমাণ আয় করছে সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত এই সিনেমা। ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে মাত্র চারদিনে অনেক ব্লকবাস্টার সিনেমাকে ছাড়িয়ে গেছে ‘কেজিএফ চ্যাপ্টার ২’।
১৪ই এপ্রিল মুক্তির প্রথম দিনে ভারতের প্রায় সব রাজ্যেই নতুন রেকর্ড করেছে সিনেমাটি। কন্নড় ভাষার সর্বোচ্চ আয়ের সিনেমার পাশাপাশি ডাব সিনেমা হিসেবে অন্য রাজ্যেও ছাড়িয়ে গেছে আগের সব রেকর্ড। প্রথম দিনের রেকর্ড পরিমাণ ব্যবসার পর দ্বিতীয় তৃতীয় দিনেও সিনেমাটি বক্স অফিসে ঝড় তুলেছে। এরপর চতুর্থ দিন রবিবার সপ্তহান্তের শেষ দিনে আবারো রেকর্ড পরিমাণ আয় করেছে বলে জানা গেছে। সেই ধারাবাহিকতায় মাত্র চারদিনে অনেক ব্লকবাস্টার সিনেমার বক্স অফিস আয়কে ছাড়িয়ে গেছে ‘কেজিএফ ২’।
ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী মুক্তির চারদিনের মাথায় ভারতীয় বক্স অফিসে সিনেমাটির মোট আয়ের (ইন্ডিয়া নেট) পরিমাণ দাঁড়িয়েছে ৩৮০ কোটি রুপি। প্রথম দিনে ১১৬ কোটির পর চতুর্থ দিনে সিনেমাটি আয় করেছে প্রায় ৯২ কোটি রুপি। ‘কেজিএফ চ্যাপ্টার ২’ সিনেমাটির ভারতীয় বক্স অফিসে দৈনিক আয়ের হিসেব নীচে দেওয়া হলো –
মুক্তির দিন | ইন্ডিয়া নেট (কোটি রুপি) |
প্রথম দিন | ১১৬ |
দ্বিতীয় দিন | ৯০.৫ |
তৃতীয় দিন | ৮২ |
চতুর্থ দিন | ৯২ |
২০১৮ সালে সিনেমাটির প্রথম পর্বের অভাবনীয় সাফল্যের পর দ্বিতীয় পর্বটিও মুক্তি পেয়েছিলো মোট পাঁচটি ভাষায়। কন্নড়, হিন্দি, তামিল, তেলুগু এবং মালায়ালাম ভাষায় বিশ্বব্যাপী মোট ১০,০০০ এর বেশী স্ক্রিনে মুক্তি পেয়েছিলো সিনেমাটি। এরমধ্যে সিনেমাটির হিন্দি সংস্করণ ছাড়িয়ে গেছে বলিউডের অতীতের সব রেকর্ড। মুক্তির চারদিনে সিনেমাটির হিন্দি সংস্করণ থেকে আনুমানিক আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ১৯০ কোটি রুপি। এর আগে প্রথম চারদিনে ‘বাহুবলীঃ দ্য কনক্লুশন’ হিন্দি সংস্করণ থেকে আয় করেছিলো ১৬৭ কোটি রুপি।
এর আগে প্যান-ইন্ডিয়া সহ বলিউডের সিনেমার বাজারে সবচেয়ে বেশী আয়ের সিনেমা ছিলো এসএস রাজামৌলী পরিচালিত ‘বাহুবলীঃ দ্য কনক্লুশন’। মুক্তির চারদিনের মাথায় বক্স অফিসে ‘বাহুবলী’ সহ অনেকগুলো ব্লকবাস্টার সিনেমাকে পিছনে ফেলে দিয়েছে কন্নড় ইন্ডাস্ট্রির এই সিনেমা। ‘বাহুবলীঃ দ্য কনক্লুশন’ এবং ‘কেজিএফ চ্যাপ্টার ২’ সিনেমা দুটির চারদিনে বক্স অফিসে আয়ের তুলনামূলক চিত্র নীচে দেওয়া হলো –
উল্লেখ্য যে, বক্স অফিসে ঝড় তোলার পাশাপাশি দর্শক এবং সমালোচকদের কাছেও প্রশংসিত হয়েছে ‘কেজিএফ চ্যাপ্টার ২’ সিনেমাটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনেমাটির ভূয়সী প্রশংসা করছেন ভারতের আলোচিত চিত্র-সমালোচকরা। সবাই সিনেমাটিকে ব্লকবাস্টার হিসেবে উল্লেখ করেছেন। নির্মাতা প্রশান্ত নীলের পরিচালনার পাশাপাশি সিনেমাটিতে ইয়াশ এবং সঞ্জয় দত্তের অভিনয়ের ভূয়সী প্রশংসা করছেন সবাই। অনেকের মতে সিনেমাটিতে সঞ্জয় দত্তের প্রথম দৃশ্যটি ভারতীয় সিনেমার জন্য মাইলফলক হিসেবে প্রতিষ্ঠিত হবে।
প্রসঙ্গত, ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত আলোচিত ‘কেজিএফ’ সিনেমার এই সিক্যুয়েলটি বর্তমানের অন্যতম প্রতীক্ষিত সিনেমাগুলোর মধ্যে একটি। প্রথম পর্বে দেখা দিয়েছিলো গারোরাকে হত্যার মাধ্যমে নারাচিতে নিজের অবস্থান শক্ত করেছে রকি। দ্বিতীয় পর্বে দেখা যাবে তার নতুন যাত্রা। ‘কেজিএফ ২’ সিনেমায় ইয়াশের সাথে এবার যুক্ত হয়েছেন বলিউড তারকা সঞ্জয় দত্ত এবং রাবিনা ট্যন্ডন। এছাড়া দ্বিতীয় পর্বের একটি বিশেষ চরিত্রে দেখা যাবে জনপ্রিয় তারকা প্রকাশ রাজকে।
আরো পড়ুনঃ
আসছে ‘কেজিএফ চ্যাপ্টার ৩’: রকির সাথে এবার যুক্ত হচ্ছে ‘সালার’ বাহিনী
কন্নড় সিনেমায় যত রেকর্ড নতুন করে লিখলো প্রশান্ত নীলের ‘কেজিএফ চ্যাপ্টার ২’
চলছে রকি ভাইয়ের জয়রথ: দ্বিতীয় দিনেও দুর্দান্ত ‘কেজিএফ চ্যাপ্টার ২’