মহেশ বাবুকে নিয়ে রাজামৌলীর সিনেমায় পৃথ্বীরাজের পরিবর্তে জন!

মহেশ বাবুকে নিয়ে রাজামৌলীর

এসএস রাজমৌলীর সিনেমা মানেই বড় তারকা, বড় বাজেট আর বিশাল আয়োজনের সাথে বক্স অফিস ধামাকা। স্বভাবতই এই নির্মাতার সিনেমা থাকে আলোচনায়। শীগ্রই শুরু হতে যাচ্ছে মহেশ বাবুকে নিয়ে রাজামৌলীর নতুন সিনেমা কাজ। এখনো আনুষ্ঠানিক ঘোষণা না পাওয়া গেলেও, এতে থাকছেন বেশ কয়েকজন প্যান ইন্ডিয়া তারকা।

সম্প্রতি জানা গেছে মহেশ বাবুকে নিয়ে রাজামৌলীর সিনেমায় অভিনয় করছেন বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। ৩০ কোটি রুপি পারিশ্রমিকের মাধ্যমে ভারতীয় চলচ্চিত্রের সবচেয়ে বেশী পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী হিসেবে আবির্ভুত হয়েছেন তিনি। এদিকে সর্বশেষ এই সিনেমাটি নিয়ে পাওয়া গেছে নতুন আপডেট।

এর আগে জানা গিয়েছিলো, মহেশ বাবুকে নিয়ে রাজামৌলীর সিনেমায় প্রধান খল চরিত্রে অভিনয় করছেন মালয়ালাম সুপারস্টার পৃথ্বীরাজ সুকুমারান। তবে সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যমে গুঞ্জন শোনা যাচ্ছে এতে  পৃথ্বীরাজের পরিবর্তে অভিনয় করছেন বলিউড তারকা জন আব্রাহাম। তবে এ ব্যাপারে নির্মাতাদের পক্ষ্য থেকে কিছু এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এখনো নাম ঠিক না হওয়া সিনেমাটি বর্তমানে ‘এসএসএমবি ২৯’ হিসেবে পরিচিত। এটি তেলুগু সুপারস্টার মহেশ বাবুর ক্যারিয়ারের ২৯তম সিনেমা হতে যাচ্ছে। জঙ্গল অ্যাডভেঞ্চার গল্পে নির্মিতব্য এই সিনেমাটির কাজ শুরুর প্রস্তুতি ইতিমধ্যে শুরু করেছেন রাজামৌলী। দৃশ্যধারন শুরুর আগ মুহুর্তে সিনেমাটি নিয়ে পাওয়া গেলো নতুন এই খবর।

তবে এতে অভিনয় করা বা না করার ব্যাপারে সুনির্দিষ্ট কিছু জানাননি পৃথ্বীরাজ সুকুমারান। কিছুদিন আগে ভারতীয় একটি সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে এ প্রসঙ্গে তিনি বলেন, ‘মনে হচ্ছে এ সিনেমা সম্পর্কে আমার চেয়ে সবাই বেশী জানে। দেখুন, এখনো কিছু চূড়ান্ত হয়নি, আরো অনেক আলোচনা দরকার। হ্যাঁ, সবকিছু চূড়ান্ত হলেই আমরা সবাই জানতে পারবো।‘

অবশ্য, এতে তার অভিনয় নিয়ে নিশ্চিত কিছু না বলার কারনে গুঞ্জনটি আরো শক্তিশালী হয়েছে। বেশ কয়েকটি সুত্র থেকে জানা গেছে মহেশ বাবুকে নিয়ে রাজামৌলীর সিনেমায় পৃথ্বীরাজের পরিবর্তে অভিনয় করছেন বলিউড তারকা জন আব্রাহাম। প্রিয়াংকা চোপড়ার অভিনয় নিশ্চিত হলেও, জন আব্রাহামের অভিনয়ের ব্যাপারে ভক্তদের আরো কিছুদিন অপেক্ষা করতে হবে।

এদিকে আরো জানা গেছে যে, ‘এসএসএমবি ২৯’ সিনেমায় অভিনয়ের ব্যাপারে গোপনীয়তা বজায় রাখতে তারকাদের সাথে চুক্তি করেছেন রাজামৌলী। এছাড়া সিনেমাটির বিষয়বস্তু গোপন রাখার বিষয়টি নিশ্চিত করতে সব শিল্পী-কুশলীদের সাথে চুক্তি করেছেন এই নির্মাতা। সবকিছু পরিকল্পনা অনুযায়ী, এগুলে, ২০২৭ সালের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে এই সিনেমা।

উল্লেখ্য যে, একই সাথে অভিনয় এবং পরিচালনা নিয়ে ব্যস্ত সময় পার করছেন পৃথ্বীরাজ সুকুমারান। আগামী ২৭ মার্চ মুক্তি পেতে যাচ্ছে পৃথ্বীরাজ পরিচালিত  ‘এল ২: এম্পুরান’। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন মালয়ালাম মেগাস্টার মোহনলাল। এছাড়া সিনেমাটির একটি গুরুত্বপূর্ন চরিত্রে অভিনয় করেছেন পৃথ্বীরাজ সুকুমারান।

আরো পড়ুনঃ
’এম্পুরান’ দ্বিতীয় পর্বে হাই-অকটেন অ্যাকশন নিয়ে আসছেন মোহনলাল
প্যান ইন্ডিয়ান সিনেমা হিসেবে আসছে রাঘব লরেন্সের ‘কাঞ্চনা ফোর’
সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ভারতীয় অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া!

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত