এস এস রাজামৌলী পরিচালিত ‘বাহুবলী’ সিনেমার বিশাল সাফল্যের পর প্রবাস ভারতের অন্যতম জনপ্রিয় প্যান-ইন্ডিয়া হিসেবে নিজের অবস্থান তৈরি করেছেন। ভারতের অন্যতম ব্যায়বহুল সিনেমাগুলোর একটি ছিলো প্যান-ইন্ডিয়া ব্লকবাস্টার এই সিনেমা। দুই পর্ব মিলিয়ে ‘বাহুবলী’ সিনেমাটির মোট বাজেট ছিলো ১৮০ কোটি রুপি। এবার জানা গেছে নির্মান ব্যয়ের দিকে থেকে ‘বাহুবলী’ সিনেমাকেও ছাড়িয়ে যাবে নাগ আশ্বিন পরিচালিত প্রবাসের নতুন সিনেমা ‘প্রোজেক্ট কে’!
বলিউড ভিত্তিক সংবাদ মাধ্যম বলিউড হাঙ্গামার প্রতিবেদন অনুযায়ী প্রবাস অভিনীত ‘প্রোজেক্ট কে’ সিনেমাটির মোট বাজেট দাঁড়াচ্ছে প্রায় ৪০০ কোটি রুপি। ‘বাহুবলী’ সিনেমার দুই পর্বের জন্য প্রায় ৪-৫ বছর সময় দিয়েছেন। এদিকে নাগ আশ্বিন পরিচালিত বিজ্ঞান কল্পকাহিনী নির্ভর নতুন সিনেমাটির জন্য প্রায় ২০০ দিনের শিডিউল দিয়েছেন এই তারকা। একই সাথে অমিতাভ বচ্চন এবং দীপিকা পাডুকোনও সিনেমাটির জন্য লম্বা সময়ের শিডিউল দেয়ার জন্য প্রতুস্রুতি দিয়েছেন।
T 3976 – .. for the Mahurat shot of #ProjectK .. what an honour to be behind the clap being given by the icon that created cinematic magical waves throughout the Country and the World with Bahubali #actorprabhas @deepikapadukone @nagashwin7 @VyjayanthiFilms pic.twitter.com/xxOhZKjmds
— Amitabh Bachchan (@SrBachchan) July 24, 2021
সম্প্রতি হায়দ্রাবাদে অমিতাভ বচ্চনের সাথে সিনেমাটির দৃশ্যধারনের কাজ শুরু করেছেন প্রবাস। কিছুদিন গুরু পুর্নিমায় অমিতাভ বচ্চনের দৃশ্যের জন্য ক্ল্যাপ দিয়েছেন ‘বাহুবলী’ খ্যাত এই তারকা। সিনেমাটি প্রযোজনা করছে বিজয়ান্তি মুভিস। নাগ আশ্বিন ভারতের কিংবদন্তী অভিনেত্রী ‘সাভিত্রী’ এর রায়োপিকের জন্য বিখ্যাত। সিনেমাটি বেশ কয়েকটি জাতীয় পুরষ্কারও অর্জন করেছিলো। জানা গেছে ‘প্রোজেক্ট কে’ সিনেমাটিতে স্পেশাল ইফেক্টের অনেক ব্যবহার দেখা যাবে।
এদিকে প্রবাস তার নতুন সিনেমা ‘রাধে শ্যাম’ এর মুক্তির তারিখ ঘোষনা করেছেন। মকর সংক্রান্তি উপলক্ষ্যে আগামী বছর ১৪ই জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। দীর্ঘদিন পর রোম্যান্টিক চরিত্রে পর্দায় ফিরছেন প্রবাস। এই সিনেমায় প্রবাসের বিপরীতে অভিনয় করেছেন পূজা হেগ। এছাড়াও ওম রাউত পরিচালিত ‘আদিপুরুষ’ এবং প্রশান্ত নীল অভিনীত ‘সালার’ সিনেমাতে অভিনয় করছেন প্রবাস। ‘আদিপুরুষ’ সিনেমাটিতে প্রবাসের সাথে আরো অভিনয় করছেন কৃতি শেনন, সাইফ আলী খান এবং সানি সিং। অন্যদিকে ‘সালার’ সিনেমায় প্রবাসের বিপরীতে অভিনয় করছেন শ্রুতি হাসান।
আরো পড়ুনঃ
প্রবাস এবং অমিতাভ বচ্চনকে নিয়ে শুরু হলো নাগ আশ্বিনের সিনেমার দৃশ্যধারন
‘আদিপুরুষ’ সিনেমায় প্রবাসের নতুন সঙ্গী হচ্ছেন কিচ্চা সুদীপ!
সিদ্ধার্ত আনন্দের নতুন সিনেমায় প্রবাসের বিপরীতে ক্যাটরিনা কাইফ!