‘কবির সিং’ এবং ‘অ্যানিম্যাল’ সিনেমার মাধ্যমে ভারতীয় চলচ্চিত্রে সন্দ্বীপ রেড্ডি ভাঙ্গা অন্যতম কাঙ্ক্ষিত একটি নাম। এই নির্মাতার পরবর্তি সিনেমা ‘স্পিরিট’। আর এতে প্রধান চরিত্রে অভিনয় করছেন প্যান ইন্ডিয়া সুপারস্টার প্রভাস। জানা গেছে শীগ্রই শুরু হচ্ছে প্রভাসের ‘স্পিরিট’ সিনেমার কাজ। সাথে পাওয়া গেলো এর নতুন কিছু আপডেট।
সন্দ্বীপ রেড্ডি ভাঙ্গার সাথে প্রভাসের সমন্বয় সিনেমাটি নিয়ে দারুণ উত্তেজনার তৈরি করেছে। প্রায় এক বছর আগে আনুষ্ঠানিক ঘোষণার পর প্রভাসের ‘স্পিরিট’ নিয়ে নতুন আপডেটের অপেক্ষায় ছিলেন ভক্তরা। সম্প্রতি সিনেমাটির শিল্পী কুশলী নিয়েও শোনা যাচ্ছে ব্যাপক জল্পনাকল্পনা। এর মধ্যেই নতুন আপডেট দিয়ে আলোচনায় সিনেমাটি।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্মাতা সন্দ্বীপ রেড্ডি ভাঙ্গা একটি ভিডিও শেয়ার করেছেন। সেই ভিডিওতে সন্দ্বীপ রেড্ডি ভাঙ্গার সাথে দেখা গেছে সঙ্গিত পরিচালক হর্ষবর্ধন রামেশ্বরকে। ভিডিওতে দেখা গেছে সঙ্গিত নিয়ে দুজন একসাথে কাজ করছেন। হর্ষবর্ধন রামেশ্বর একটি সুর শোনাচ্ছেন আর ভাঙ্গা খুব মনোযোগের সাথে তা উপভোগ করছেন।
এছাড়া ভিডিওটির ক্যাপশনে ভাঙ্গা লিখেছেন ‘স্পিরিট সঙ্গিত শুরু হলো’! সাথে আছে গান এনং সঙ্গীতের বেশ কিছু ইমোজি। ভিডিওটি প্রকাশের পর থেকেই উম্মাদনায় মেতেছেন ভাঙ্গা এবং প্রভাস ভক্তরা। অনেকেই মনে করছেন ভিডিওটির মাধ্যমে প্রভাসের ‘স্পিরিট’ সিনেমার কাজ শুরু সুখবর দিয়েছেন এই নির্মাতা। ইতিমধ্যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এই ভিডিও।
প্রসঙ্গত, ‘স্পিরিট’ সিনেমায় প্রভাসকে একজন দায়িত্ববান এবং সৎ পুলিশ অফিসারের দেখা যাবে। ভাঙ্গার ‘অ্যানিম্যাল’-এর মত প্রভাসের ‘স্পিরিট’ সিনেমাটিও নির্মিত হতে যাচ্ছে অ্যাকশন গল্পে। এতে প্রভাসকে দুর্দান্ত কিছু অ্যাকশন দৃশ্যে দেখা যাবে। এই সিনেমায় প্রভাসের বিপরীতে কে অভিনয় করছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
তবে ‘স্পিরিট’ সিনেমায় প্রভাসের সহ শিল্পী নিয়ে চলছে জোর আলোচনা। এর মধ্যেই সিনেমাটিতে প্রভাসের বিপরীতে তৃশা কৃশ্নান অথবা দীপিকা পাডুকোনের নাম শোন যাচ্ছে। অন্যদিকে ‘স্পিরিট’ সিনেমায় খলচরিত্রে সাইফ আলী খান এবং কারিনা কাপুরের নাম শোনা যাচ্ছে। আপাতত এই সবই গুঞ্জন, নিশ্চিত খবরের জন্য ভক্তদের আরো কিছুদিন অপেক্ষা করতে হবে।
উল্লেখ্য যে, প্রভাস অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ‘সালার’ এবং ‘কালকি’ সিনেমাগুলো বিশ্বব্যাপী বক্স অফিসে ভালো ব্যবসা করতে সক্ষম হয়েছিলো। আর বর্তমানে এই তারকার ‘রাজাসাব’ নামে একটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। মারুথি পরিচালিত হরর কমেডি এই সিনেমা আগামী বছর মুক্তি পেতে যাচ্ছে।
আরো পড়ুনঃ
শুরু হলো প্রভাস অভিনীত ‘সালার’ দ্বিতীয় পর্বের দৃশ্যধারনের কাজ
একঝাক প্যান ইন্ডিয়া নায়িকা নিয়ে যশের নতুন সিনেমা ‘টক্সিক’
ক্যারিয়ারের শেষ সিনেমার কাজ শুরু করলেন থালাপতি বিজয়