‘অ্যানিম্যাল’ সিনেমার পর আলোচিত নির্মাতা সন্দ্বীপ রেড্ডি ভাঙ্গার পরবর্তী সিনেমা ‘স্পিরিট’। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করছেন প্যান ইন্ডিয়া সুপারস্টার প্রভাস। কিছুদিন আগেই নিশ্চিত হওয়া গেছে যে, ‘স্পিরিট’ সিনেমায় যুক্ত হচ্ছেন বলিউডের আরো তিন তারকা। আর এবার জানা গেলো প্রভাসের ‘স্পিরিট’ মুক্তির সময়।
কাস্টিং-এর পাশাপাশি অ্যাকশন-প্যাকড কপ থ্রিলারের প্রাক-প্রোডাকশনের কাজ বর্তমানে চলছে। প্রভাসের ‘স্পিরিট’ সিনেমায় একজন ভয়ঙ্কর পুলিশের চরিত্রে হাজির হচ্ছেন এই তারকা। ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, আগামী মে থেকে শুরু হচ্ছে এই সিনেমার কাজ। আর প্রভাসের ‘স্পিরিট’ মুক্তির আনুমানিক সময় হবে ২০২৬ সালের শেষ ভাগ।
সিনেমাটির সাথে সংশ্লিষ্ট একটি সুত্র জানিয়েছে চলতি বছরের মে থেকে সিনেমাটির দৃশ্যধারনে অংশ নেয়ার জন্য প্রস্তুত প্রভাস। ইতিমধ্যে নির্মাতা সন্দ্বীপ রেড্ডি ভাঙ্গা ‘স্পিরিট’ এর চিত্রনাট্যের কাজ শেষ এবং সিনেমাটির কাজ শুরুর জন্য পুরোপুরি প্রস্তুত। আগামী বছরের শেষে মুক্তির লক্ষ্যে আসছে গ্রীষ্মে দৃশ্যধারন শুরু করতে চান এই নির্মাতা।
সিনেমাটি প্রসঙ্গে সূত্রটি আরো জানিয়েছে, ‘সন্দ্বীপ রেড্ডি ভাঙ্গা তার ক্যারিয়ারের সবচেয়ে বড় বাণিজ্যিক সিনেমা হিসেবে স্পিরিট নির্মান করতে যাচ্ছেন। এর মাধ্যমে তিনি পুলিশ থ্রিলার সিনেমায় নতুন ধারা নিয়ে আসতে যাচ্ছেন। তিনি ইঁদুর-বিড়াল দৌড়ের বাণিজ্যিক প্যালেটে গল্প বলার এক অভিনব ধরণ তৈরি করেছেন এবং এর উদ্দেশ্য দর্শকদের সর্বোচ্চ বিনোদন নিশ্চিত করা।‘
‘স্পিরিট’ সিনেমায় প্রভাসের লুক সম্পর্কে সূত্রটি জানিয়েছে, ‘আগে কখনো দেখা যায়নি, স্পিরিট সিনেমায় এমন লুকে হাজির হবেন প্রভাস। একজন সৎ কিন্তু বিকৃত পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করার জন্য একটি নির্দিষ্ট শারীরিক গঠনে প্রবেশ করতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। আসছে মে মাস থেকে সিনেমাটির নিজের শিডিউল বরাদ্দ করেছেন প্রভাস।‘
এই সিনেমার প্রথম লটের দৃশ্যধারন হায়দ্রাবাদে শুরু হবে। এরপর ভারত এবং ভারতের বাইরের বেশ কয়েকটি লোকেশনে সিনেমাটির কাজ ধারাবাহিকভাবে চলবে। আগামী বছরের দ্বিতীয় ভাবে এটি প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা করছেন নির্মাতারা। ইতিমধ্যে এটি ভারতীর চলচ্চিত্রের সবচেয়ে প্রতীক্ষিত সিনেমা হিসেবে আবির্ভুত হয়েছে।
উল্লেখ্য যে, ‘কবির সিং’ এবং ‘অ্যানিম্যাল’-এর পর তৃতীয়বারের মতো একসাথে কাজ করতে যাচ্ছেন ভূষণ কুমার এবং সন্দ্বীপ রেড্ডি ভাঙ্গা। আগামী এক বছর ‘স্পিরিট’ নিয়ে ব্যাস্ত থাকবেন এই নির্মাতা। এরপর তিনি শুরু করবেন রনবীর কাপুরকে নিয়ে ‘অ্যানিম্যাল’ সিনেমার সিক্যুয়েল ‘অ্যানিম্যাল পার্ক’। সিনেমাটির কাজ ২০২৭ সালে শুরু হওয়ার কথা রয়েছে।
প্রসঙ্গত, প্রভাসের ‘স্পিরিট’ সিনেমার অন্য শিল্পী কুশলী নিয়ে আনুষ্ঠানিক কিছু এখনো জানা যায়নি। তবে গুঞ্জন অনুসারে, এতে প্রভাসের বিপরীতে অভিনয় করছেন ম্রূনাল ঠাকুর। আর সিনেমাটির প্রধান দুটি নেতিবাচক চরিত্রে থাকছেন সাইফ আলী খান এবং কারিনা কাপুর খান।
আরো পড়ুনঃ
প্যান ইন্ডিয়ান সিনেমা হিসেবে আসছে রাঘব লরেন্সের ‘কাঞ্চনা ফোর’
‘অ্যানিম্যাল’ থেকে ‘পুষ্পা’: সময় এখন প্যান ইন্ডিয়া তারকা রাশ্মিকার
প্রভাসের ‘স্পিরিট’ সিনেমায় যুক্ত হলেন বলিউডের আরো তিন তারকা