আগেই জানা গিয়েছিলো ‘অর্জুন রেড্ডি’ এবং ‘কবির সিং’ খ্যাত সন্দীপ রেড্ডির নতুন সিনেমায় অভিনয় করছেন প্যান-ইন্ডিয়া তারকা প্রবাস। শুধু বাকি ছিলো নির্মাতাদের পক্ষ্য থেকে সিনেমাটির নাম এবং আনুষ্ঠানিক ঘোষনা অবশেষে আনুষ্ঠানিক ঘোষনার মাধ্যমে সিনেমাটির নাম জানিয়েছেন নির্মাতা। ‘বাহুবলী’ খ্যাত তারকা প্রবাসের এই ২৫তম সিনেমার নাম ‘স্পিরিট’। এই সিনেমার মাধ্যমে চতুর্থবারের মত একসাথে কাজ করছেন প্রবাস এবং টি-সিরিজের ভূষণ কুমার। প্রবাসকে নিয়ে সন্দীপ রেড্ডি পরিচালিত এই সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছেন টি-সিরিজ এবং ভদ্রকালী পিকচার্স।
সিনেমাটি প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবাস লিখেন, ‘এটা আমার ২৫তম সিনেমা আর তা উদযাপন করার এর চেয়ে ভালো উপায় আর হতে পারে না। স্পিরিট সিনেমার গল্পে অসাধারণ একটি অনুভুতি রয়েছে এবং সিনেমাটি আমার ভক্তদের জন্য বিশেষ কিছু হতে যাচ্ছে। ভূষণ কুমার এই মুহুর্তে অন্যতম সেরা প্রযোজকদের একজন এবং আমার সাথে তার খুব ভালো সম্পর্ক রয়েছে। সন্দীপ সবার জন্যই একজন স্বপ্নের পরিচালক এবং স্পিরিট দিয়ে তার মত মেধাবী একজনের সাথে কাজের সুযোগ হলো আমার। যেহেতু আমার ভক্তরা আমাকে পর্দায় দেখার জন্য লম্বা সময় ধরে অপেক্ষায় রয়েছেন, স্পিরিট সিনেমার কাজ শুরু জন্য আমি আধির আগ্রহ নিয়ে অপেক্ষা করছি।‘
SPIRIT #Prabhas25 Directed by @imvangasandeep, produced by #BhushanKumar.#Prabhas25SandeepReddyVanga#Prabhas @VangaPranay #KrishanKumar @TSeries @VangaPictures pic.twitter.com/mejaRtsMmN
— T-Series (@TSeries) October 7, 2021
এদিকে সিনেমাটি প্রসঙ্গে প্রযোজক ভূষণ কুমার বলেন, ‘প্রবাসের সাথে কাজ করাটা সবসময়ই আনন্দের। সাহো, রাধে শ্যাম এবং আদিপুরুষ সিনেমার পর স্পিরিট আমাদের একসাথে চতুর্থ সিনেমার হতে যাচ্ছে। এছাড়া সন্দীপের সাথে এটা আমাদের তৃতীয় সিনেমা হতে যাচ্ছে। কবির সিং এরপর বর্তমানে সন্দ্বীপের সাথে এনিমেল সিনেমায় কাজ করছি। স্পিরিট শুধুমাত্র আমাদের বড় প্রোজেক্টই না বিশেষ কিছু হতে যাচ্ছে। আর সিনেমাটি প্রবাসের সিলভার জুবলি সিনেমা হতে যাচ্ছে।‘
অন্যদিকে সিনেমাটির পরিচালক সন্দীপ রেড্ডি বলেন, ‘ভারতের সবচেয়ে বড় তারকার ২৫তম সিনেমার ঘোষনা তার ভক্তদের জন্য সবচেয়ে বড় খবর। প্রবাসের সাথে কাজ করার সুযোগে আমি খুবই উচ্ছ্বাসিত এবং সেই উচ্ছ্বাস দ্বিগুণ হবে যখন আমি তার সাথে কাজ শুরু করবো। এই সিনেমাটিতে সবকিছুই বড় কারন ভূষণ সাহেব বর্তমান সময়ের দেশের সবচেয়ে বড় প্রযোজক। টি-সিরিজ এবং ভাই প্রণয় রেড্ডির ভদ্রকালী পিকচার্সের সাথে তৃতীয়বারের মত কাজ করতে পেরে আমি খুবই খুশি।‘
প্রসঙ্গত, প্রবাস অভিনীত রোম্যান্টিক সিনেমা ‘রাধে শ্যাম’ বর্তমানে মুক্তি অপেক্ষায় রয়েছে। রাধা কৃষ্ণা কুমার পরিচালিত এই সিনেমায় প্রবাসের বিপরীতে অভিনয় করছেন পূজা হেগরে। আগামী বছরের ১৪ই জানুয়ারি তেলুগু, তামিল, মালায়ালাম, কান্নড় এবং হিন্দি ভাষায় মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। এদিকে কিছুদিন আগে প্রবাস শুরু করেছেন নাগ আশ্বিন পরিচালিত বিজ্ঞান কল্পকাহিনী ভিত্তিক একটি সিনেমার কাজ। ‘প্রোজেক্ট কে’ নামে পরিচিত সিনেমাটিতে প্রবাসের সাথে আরো অভিনয় করছেন দীপিকা পাডুকোন এবং অমিতাভ বচ্চন। সবকিছু ঠিক থাকেল ‘স্পিরিট’ সিনেমাটি বিশ্বব্যাপী হিন্দি, তেলুগু, তামিল, মালায়ালাম, কান্নড়, জাপানিজ, চাইনিজ এবং কোরিয়ান ভাষায় মুক্তি পাবে।
আরো পড়ুনঃ
সন্দীপ রেড্ডির নতুন সিনেমায় প্রবাসঃ শীগ্রই আসছে আনুষ্ঠানিক ঘোষনা!
প্রবাস এবং অমিতাভ বচ্চনকে নিয়ে শুরু হলো নাগ আশ্বিনের সিনেমার দৃশ্যধারন
তিন বছর বিরতির পর চার সিনেমা দিয়ে বড় পর্দায় ফিরছেন রনবীর কাপুর