ভারতের স্বাধীনতা দিবসে প্রকাশ করা হলো পৃথ্বীরাজ সুকুমারান এবং সুরোজ ভেঞ্জারামুদু অভিনীত একশন সিনেমা ‘জানা গানা মানা’ এর প্রমো। পৃথ্বীরাজ সুকুমারানের নতুন সিনেমা ‘জানা গানা মানা’ এর প্রোমোতে পুলিশের জিজ্ঞাসাবাদে মুখোমুখি দেখা গেছে দুই তারকাকে। সিনেমাটিতে সন্দেহভাজন হিসাবে পৃথ্বীরাজ সুকুমারানের বিপরীতে পুলিশ অভিনয় করেছেন সুরোজ ভেঞ্জারামুদু।
“In matters of conscience, the law of the majority has no place”
– Mahatma Gandhi.
Happy Republic Day! #JanaGanaMana Promo!? 1 million views! Trending no:1!https://t.co/XetMxD4Kta@PrithviOfficial #SurajVenjaramoodu #Sridivya #DijoJoseAntony #SupriyaMenon #ListinStephen @JxBe pic.twitter.com/tjpj5UM5GQ— Prithviraj Sukumaran (@PrithviOfficial) January 26, 2021
প্রকাশিত প্রোমোতে দুই তারকার সংলাপ যোগ করেছে নতুন মাত্রা। পৃথ্বীরাজ সুকুমারানের বলা ‘আমি নির্দোষ হিসেবে ছাড়া পাবো’ এবং ‘এখানে একটিই সত্য রয়েছে এবং সেটা প্রকাশ্যে আসবে’ – এই একশন সিনেমার ইঙ্গিত হিসেবে কাজ করছে। এর বাইরে, ‘গান্দীর হত্যা নিয়ে দেশে বিভিন্ন মত আছে’ সংলাপ বলার পর পুলিশের হাতে মার খেতে থাকে সন্দেহভাজন পৃথ্বীরাজ সুকুমারান।
পৃথ্বীরাজ সুকুমারানের নতুন সিনেমা ‘জানা গানা মানা’ পরিচালনা করেছেন ‘কুইন’ খ্যাত পরিচালক ডিজো জোস এন্থনি। আর সিনেমাটির চিত্রনাট্য রচনা করছেন শারিস মোহাম্মাদ। পৃথ্বীরাজ প্রোডাকশন এবং ম্যাজিক ফ্রেমের ব্যানারে নির্মিত সিনেমাটি প্রযোজনা করেছেন সুপ্রিয় মেনন এবং লিস্টিন স্টিফেন।
আরো পড়ুনঃ
শুরু হলো পৃথ্বীরাজ সুকুমারান অভিনীত নতুন থ্রিলার সিনেমা ‘কাদুভা’
পৃথ্বীরাজ সুকুমারন পরিচালিত দ্বিতীয় সিনেমায় মেগাস্টার মোহনলাল
‘দৃশ্যাম’ নির্মাতার নতুন থ্রিলারে অভিনয় করছেন মেগাস্টার মোহনলাল