মহামারী পরবর্তি সময়ের ব্যর্থতাকে পিছনে ফেলে ২০২৩ সালে ঘুরে দাঁড়িয়েছিলো ভারতীয় সিনেমার বক্স অফিস। ২০২৩ এবং ২০২৪ সালে বেশ কয়েকটি ভারতীয় সিনেমা বিশ্বব্যাপী বক্স অফিসে ঝড় তুলেছিলো। চলতি বছরের ডিসেম্বরে মুক্তি পাচ্ছে সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত প্যান ইন্ডিয়া সিনেমা ‘পুষ্পা ২’। তবে সিনেমাটি মুক্তির আগেই ‘পুষ্পা ৩’ নিশ্চিত হয়েছে বলে জানা গেছে।
২০২১ সালের ক্রিসমাসে ‘পুষ্পাঃ দ্য রাইজ’ সিনেমার মাধ্যমে শুরু হয়েছিলো ব্লকবাস্টার এই ফ্র্যাঞ্চাইজির যাত্রা। পুষ্পা রাজ চরিত্রে অভিনয়ের মাধ্যমে আল্লু অর্জুন ভারতের নতুন প্যান ইন্ডিয়া সুপারস্টার হিসেবে আবির্ভুত হয়েছিলেন। প্রথম পর্ব মুক্তি তিন বছর পর আসছে এই ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় পর্ব। আর ইতিমধ্যে জানা গেছে ‘পুষ্পা ৩’ নিয়ে আসবেন নির্মাতারা।
আল্লু অর্জুন এবং ‘পুষ্পা’ সিনেমাটির নির্মাতারা হায়দ্রাবাদে পরিবেশকদের জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করছেন। মুক্তির আগেই ১,০৮৫ কোটি রুপি আয়ের মাধ্যমে বিশ্বব্যাপী সিনেমাটি ব্লকবাস্টার হওয়ার সব ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সিনেমাটি নিয়ে নির্মাতারা এতই আত্মবিশ্বাসী যে, এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় পর্ব নির্মানের কথাও জানিয়েছেন নির্মাতারা।
সিনেমাটির প্রযোজক রবি শঙ্কর উক্ত অনুস্থানে আলাপকালে ‘পুষ্পা ৩’ নিশ্চিত করেছেন। আর এর জন্য ভক্তদের ‘পুষ্প ২’-এর একটি উত্তেজনাপূর্ণ শেষ দৃশ্যের জন্য অপেক্ষা করতে বলেছেন। ক্লাইম্যাক্স পরবর্তী সিকোয়েন্সটি একটি দারুণ কিছু হতে যাচ্ছে বলে জানিয়েছেন এই প্রযোজক। এর মাধ্যমে সিনেমাটির তৃতীয় পর্ব নিয়ে দর্শকদের চাহিদা বাড়িয়ে দিবে বলে মনে করছেন তিনি।
এদিকে আরো জানা গেছে যে, নির্ধারিত তারিখের একদিন আগেই মুক্তি পাচ্ছে ‘পুষ্পা ২’ সিনেমাটি। ঘোষণা অনুযায়ী, আগামী ৬ই ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা ছিলো এই সিনেমা। কিন্তু সর্বশেষ ঘোষণা অনুযায়ী, নির্ধারিত তারিখের একদিন আগেই অর্থাৎ ৫ই ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে ‘পুষ্পা ২’। সুকুমার পরিচালিত এই সিনেমাটি ইতিমধ্যে দর্শকদের মাঝে ব্যাপক উম্মাদনার জন্ম দিতে সক্ষম হয়েছে।
বিভিন্ন সুত্রে জানা গেছে আল্লু অর্জুনের ‘পুষ্পা ২’ সিনেমাটির নির্মান ব্যয় ৫০০ কোটি রুপি। মুক্তির আগেই ১,০৮৫ কোটি আয়ের মাধ্যমে বিনিয়োগের ১১৭% মুনাফা নিশ্চিত করেছে বছরের সবচেয়ে আলোচিত এই সিনেমা। এখন পর্যন্ত উম্মাদনা দেখে মনে হচ্ছে, ভারতীয় চলচ্চিত্রের সর্বকালের সবচেয়ে বেশী আয়ের সিনেমা হতে যাচ্ছে আল্লু অর্জুনের ‘পুষ্পা ২’।
উল্লেখ্য যে, সুকুমার পরিচালিত এই সিনেমাটিতে আল্লু অর্জুনের বিপরীতে অভিনয় করেছেন রাশমিকা মান্দানা। এছাড়া সিনেমাটির অন্যান্য গুরুত্বপূর্ন চরিত্রে অভিনয় করেছেন ফাহাদ ফাসিল, প্রকাশ রাজ, জগপতি বাবু এবং জগদীশ প্রতাপ বন্দরী সহ আরো অনেকে। মিথ্রি মুভি মেকার্স প্রযোজিত এই সিনেমাটি শেষ পর্যন্ত দর্শকদের প্রত্যাশা কতটুকু পূরণ করতে পারে এখন সেটাই দেখার বিষয়।
আরো পড়ুনঃ
মুক্তির আগেই হাজার কোটি আয় ছাড়াল আল্লু অর্জুনের ‘পুষ্পা ২’
বক্স অফিসে ২,০০০ কোটি রুপির বেশী আয় করবে সুরিয়ার ‘কাঙ্গুভা’!
‘কুলি’ মুক্তির পর নিজের ইউনিভার্সের সিনেমা শুরু করবেন লোকেশ