সুপারস্টার বিজয় দেবেরকোন্ডাকে নিয়ে আলোচিত নির্মাতা পুরী জগন্নাধের ‘লাইগার’ সিনেমাটি বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে। করন জোহর প্রযোজিত এই সিনেমায় বিজয়ের বিপরীতে অভিনয় করছেন অন্যন্যা পাণ্ডে। এদিকে ‘লাইগার’ সিনেমাটি মুক্তির আগেই বিজয় দেবেরকোন্ডাকে নিয়ে নতুন প্যান-ইন্ডিয়া সিনেমার ঘোষনা দিলেন নির্মাতা পুরী জগন্নাধ। সম্প্রতি মুম্বাইয়ে একটি অনুষ্ঠানের মাধ্যমে অ্যাকশন নির্ভর এই সিনেমাটির ঘোষনা দিয়েছেন পুরী জগন্নাধ।
‘জেজিএম’ নামের এই সিনেমাটি প্রযোজনা করছেন চার্ম্মে কৌর, ভামশি পৈদিপল্লী এবং পুরী জগন্নাধ। ‘জানা গানা মানা’ এর সংক্ষিপ্ত থেকে ঠিক করা হয়েছে সিনেমাটি নাম। পরিচালনা পাশাপাশি সিনেমাটির চিত্রনাট্য এবং সংলাপ রচনা করেছেন পুরী জগন্নাধ। সিনেমাটি হিন্দি, তেলুগু, তামিল, কন্নড় এবং মালায়ালাম এই পাঁচ ভাষায় প্যান-ইন্ডিয়া মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতারা। দুর্দান্ত স্টান্ট এবং অ্যাকশনে ভরপুর সিনেমাটি দর্শকদের বিনোদনের কথা মাথায় রেখে নির্মিত হতে যাচ্ছে।
Wishing my dearest friends @TheDeverakonda, #PuriJagannadh & @Charmmeofficial a huge congratulations for #JanaGanaMana! Wishing you all the success, love & a sure shot blockbuster for this!!❤️❤️❤️ pic.twitter.com/6gvMAw2Rzo
— Karan Johar (@karanjohar) March 29, 2022
সিনেমাটি প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যমের সাথে আলাপকালে নির্মাতা পুরী জগন্নাধ জানিয়েছেন, ‘আমাদের পরবর্তি প্রকল্প জেজিএম’-র ঘোষনা দিতে পেরে আমি খুবই উচ্ছ্বসিত। বিজয়ের সাথে আবারো কাজ করতে করতে পেরে আমি খুব ভালো অনুভব করছি। জেজিএম একটি শক্তিশালী গল্প এবং পটভূমিতে নির্মিত হতে যাচ্ছে, সেই সাথে থাকছে দুর্দান্ত সব অ্যাকশন।‘
পুরী জগন্নাধের নতুন এই সিনেমায় অভিনয় প্রসঙ্গে বিজয় দেবেরকোন্ডা বলেন, ‘আমি জেজিএম সম্পর্কে অত্যন্ত উত্তেজিত, এটি সবচেয়ে আকর্ষণীয় এবং চ্যালেঞ্জিং স্ক্রিপ্টগুলির মধ্যে একটি। গল্পটি বিশেষ এবং এটি প্রতিটি ভারতীয়কে স্পর্শ করবে। পুরীর স্বপ্নের প্রকল্পের অংশ হতে পেরে আমি সম্মানিত। চার্ম্মে কৌর এবং তার দলের সাথে কাজ করার জন্য আমি উন্মুখ হয়ে আছি। জেজিএম-তে আমার চরিত্রটি রিফ্রেশিং যা আমি আগে করিনি এবং আমি নিশ্চিত যে এটি দর্শকদের উপর প্রভাব ফেলবে।‘
সিনেমাটির অন্যতম প্রযোজক শ্রীকারা স্টুডিওস এর কর্নধার ভামশি পৈদিপল্লী বলেন, ‘এই মর্যাদাপূর্ণ প্রকল্প জেজিএম-এ বিজয় দেবেরকোন্ডা, পুরী জগন্নাধ এবং চার্ম্মে কৌরের সাথে কাজ করার এই সুযোগটি আমাদের অত্যন্ত আনন্দ দেয়। শ্রীকারা স্টুডিওতে আমরা আত্মবিশ্বাসী যে এই সিনেমাটি প্রত্যেক ভারতীয়ের বিবেককে স্পর্শ করবে।‘
জানা গেছে বিজয় দেবেরকোন্ডা সিনেমাটিতে যে মিশন নিয়ে কাজ করবেন তার নাম ‘জানা গানা মানা’। সেই প্রেক্ষিতে সিনেমাটির নাম ‘জেজিএম’ ঠিক করা হয়েছে। চলতি বছরের এপ্রিলে শুরু হতে যাচ্ছে সিনেমাটির দৃশ্যধারনের কাজ। ভারত এবং ভারতের বাইরে বেশ কয়েকটি জায়গায় চিত্রায়িত হবে সিনেমাটির দৃশ্য। আর সবকিছু ঠিক থাকলে আগামী বছরের ৩রা আগস্ট বিশ্বব্যাপী মুক্তি পাবে এই সিনেমাটি।
আরো পড়ুনঃ
ডাব সিনেমার মাধ্যমে বলিউডে সাফল্যের স্বাদ পেয়েছেন যে পাঁচ তেলুগু তারকা
আসছে থালাপতি বিজয় অভিনীত ‘বিস্ট’: জানা গেলো ট্রেলার প্রকাশের তারিখ
অ্যাকশন দৃশ্য দিয়ে শুরু হলো মেগাস্টার চিরঞ্জীবীর নতুন সিনেমার কাজ