পবন কল্যাণের প্যান-ইন্ডিয়ান পিরিয়ড ফিল্মে যোগ দিলেন নিধি আগেরওয়াল

গত বছরে মহামারী লোকডাউনের আগে ‘ভানাম’ খ্যাত পরিচালক কৃষের সাথে নতুন সিনেমার কথা ঘোষনা করেছিলেন পবন কল্যাণ। কিছুদিন আগে এই পিরিয়ডিক সিনেমার শুরু করেছেন এই তারকা।

জানা গেছে নাম ঠিক না হওয়া সিনেমাটিতে পবন কল্যাণের বিপরীতে অভিনয় করছেন নিধি আগেরওয়াল। ভারতের জনপ্রিয় সংবাদ মাধ্যেম টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী গত দশদিন ধরে সিনেমাটির শুটিং করছেন নিধি আগেরওয়াল।

এছাড়া উক্ত প্রতিবেদন অনুযায়ী, সিনেমাটিতে নিধি আগেরওয়াল প্রধান নারী চরিত্রে অভিনয় করছেন যেটা অনেকটা ‘সায়ে রামা নারাশিম্বা রেড্ডি’ সিনেমার মোত।

‘বাহুবলী’ খ্যাত সংগীত পরিচালক এমএম কিরাভানি সিনেমাটির সংগীত পরিচালনা করছেন বলে জানা গেছে।

আরো পড়ুনঃ
দক্ষিনের দখলে ভারতীয় সিনেমার বাজার: নিয়মিত নতুন নতুন ঘোষনা

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত

%d bloggers like this: