২০২১ সালের ডিসেম্বরে মুক্তি পেয়েছিলো তেলুগু সুপারস্টার আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা – পার্ট ১: দ্য রাইজ’। প্যান ইন্ডিয়া ব্লকবাস্টার এই সিনেমাটির দ্বিতীয় পর্ব নিয়ে এরপর থেকেই সবার আগ্রহ আকাশচুম্বী। এর মাধ্যমে তেলুগু সিনেমার আঞ্চলিকতার সীমানা পেরিয়ে আল্লু অর্জুন প্যান ইন্ডিয়া নিজের গ্রহণযোগ্যতা প্রমাণ করতে সক্ষম হয়েছিলনে। সিনেমাটির দ্বিতীয় পর্বের মুক্তি নিয়ে গুঞ্জন শোনা গেলেও, জানা গেছে নির্ধারিত তারিখেই মুক্তি পাচ্ছে আল্লু অর্জুনের ‘পুষ্পা – পার্ট ২: দ্য রুল’।
ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে প্রথম পর্বের তুলনায় দ্বিগুণ বাজেটে নির্মিত হয়েছে এর দ্বিতীয় পর্ব। প্রথম পর্বের অবিশ্বাস্য সাফল্যের কারনে ‘পুষ্পা – পার্ট ২: দ্য রুল’ সিনেমাকে আরো বড় পড়িসরে নির্মান করেছেন নির্মাতা। আল্লু অর্জুন অভিনীত এই সিনেমাটি নিয়ে দর্শকদের উত্তেজনার যথাযথ মূল্য দিতে ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছেন সিনেমাটির নির্মাতা।
ইতিমধ্যে বেশ কয়েকবার পিছিয়ে গেছে আল্লু অর্জুনের ‘পুষ্পা – পার্ট ২: দ্য রুল’ সিনেমার মুক্তি। সর্বশেষ ঘোষণা অনুযায়ী, আগামী ৬ই ডিসেম্বর মুক্তির কথা রয়েছে এই সিনেমার। তবে সম্প্রতি গুঞ্জন শোনা যাচ্ছিলো আবারো পিছিয়ে যাচ্ছে এই সিনেমার মুক্তি। তবে সব গুঞ্জনের অবসান ঘটিয়ে নির্ধারিত তারিখেই সিনেমাটির মুক্তি নিশ্চিত করেছেন নির্মাতা। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোষ্টার প্রকাশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে নির্মাতা প্রতিষ্ঠান মিথ্রি মুভিজ।
মুক্তি পিছিয়ে যাওয়ার গুঞ্জকে ভুল প্রমাণিত করে নির্ধারিত তারিকে মুক্তি নিশ্চিত করলেন ‘পুষ্পা ২’ সিনেমার নির্মাতারা। আগামী ৬ই ডিসেম্বর মুক্তি পাচ্ছে সিনেমাটি।#Filmymike #Pushpa2ThaRule #Pushpa2ThRule #PushpaRajIsComing #AlluArjun𓃵 #RashmikaMandanna #FahadhFaasil pic.twitter.com/nteIJPCK7i
— Filmymike – সিনেমার প্রচার মাইক (@FilmyMikeBD) October 8, 2024
প্রকাশিত পোষ্টারে জানা গেছে, ইতিমধ্যে সিনেমাটির প্রথম অর্ধেকের সম্পাদনা সম্পন্ন হয়েছে। সেই সাথে নির্ধারিত তারিখেই যে সিনেমাটি মুক্তি পাচ্ছে সেটি আবারো নিশ্চিত করেছেন নির্মাতারা। প্রকাশিত পোষ্টারে সিনেমাটি নিয়ে নির্মাতাদের আত্মবিশ্বাস স্পষ্ট। ধারনা করা হচ্ছে সিনেমাটি ‘বাহুবলী’ এবং ‘কেজিএফ’ সিনেমাগুলোর পথেই হাটবে। দ্বিতীয় পর্ব দিয়ে বিশ্বব্যাপী বক্স অফিসে নতুন রেকর্ড অনেকটাই নিশ্চিত বলে মনে করছেন ট্রেড বিশেষজ্ঞরা।
প্রসঙ্গত আল্লু অর্জুনের দুই পর্বের ‘পুষ্পা’ সিনেমাটি রক্তচন্দন কাঠের চোরাচালান নিয়ে নির্মিত। এতে পুষ্পা রাজ চরিত্রে অভিনয় করেছেন আল্লু অর্জুন। আর তার বিপরীতে শ্রীভাল্লি চরিত্রে আছেন রাশমিকা মান্দানা। এতে খলনায়ক হিসেবে থাকছেন মালয়ালম সুপারস্টার ফাহাদ ফাসিল। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন জগপতি বাবু, প্রকাশ রাজ, অনসূয়া ভরদ্বাজ, সুনীল, হরিশ উথামান, ভেনেলা কিশোর, রাও রমেশ এবং অজয় ঘোষ।
আরো পড়ুনঃ
‘পুষ্পা ২’ সিনেমায় আল্লু অর্জুনের সাথে থাকছেন প্রথম সারির বলিউড তারকা
‘কেজিএফ চ্যাপ্টার ২’ সিনেমার প্রভাবঃ বড় আয়োজনে আসছে ‘পুষ্পা ২’
‘পুষ্পাঃ দ্য রুল’ সিনেমার টিজারে দ্বিগুণ ধামাকা নিয়ে হাজির আল্লু অর্জুন