নতুন বছরে ‘রাধে শাম’ সিনেমার নতুন পোষ্টার প্রকাশ করলেন প্রবাস

নতুন বছরে 'রাধে শাম'

ঘোষনার পর থেকেই আলোচনায় প্রবাসের নতুন প্যান ইন্ডিয়ান সিনেমা ‘রাধে শাম’। বাহুবলি তারকার সাথে পূজা হেগের রোমান্স দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই তারকার ভক্তরা। প্রথম পোষ্টার প্রকাশের পর অল্প সময়ের মধ্যেই সবচেয়ে বেশি আলোচিত সিনেমা হিসেবে সামনে আসে তার এই রোমান্টিক সিনেমা।

এবার নতুন বছরের শুরুতেই ভক্তদের জন্য নতুন পোষ্টার প্রকাশ করলেন এই তারকা। নিজের ইনস্ট্রাগ্রামে পোষ্টার শেয়ার করে ভক্তদের নতুন বছরের শুভেচ্ছা জানান প্রবাস। দীর্ঘ প্রতীক্ষার পরে তারকা রোমান্টিক চরিত্রে অভিনয় দেখতে বিশ্বব্যাপী প্রভাসের অনুরাগীরা ভীষণ প্রতীক্ষায় আছেন।

 

View this post on Instagram

 

A post shared by Prabhas (@actorprabhas)

‘রাধে শাম’ একটি প্রেমের ছবি। এ বছরই মুক্তি পাবে সিনেমাটি, তবে মুক্তির তারিখ এখনও চূড়ান্ত হয়নি। তবে জানা গেছে বক্স অফিসে ইতিহাস সৃষ্টিকারী তার সিনেমা ‘বাহুবলি ২’ এর কথা মাথায় রেখে ২৯সে এপ্রিল ‘রাধে শাম’ মুক্তির কথা চিন্তা করছেন এই তারকা।

রাধা কৃষ্ণনা কুমার পরিচালিত সিনেমাটি ভারতে কয়েকটি ভাষায় মুক্তি পাবে বলে জানা গেছে। ইউটিভি ক্রিয়েশন্স এর ব্যানারে নির্মিত এই সিনেমাটি প্রযোজনা করেছেন ভূষণ কুমার, ভামসি এবং প্রমোদ।

আরো পড়ুনঃ
দক্ষিনের দখলে ভারতীয় সিনেমার বাজার: নিয়মিত নতুন নতুন ঘোষনা
‘সালার’ সিনেমায় শ্রুতি হাসান: জন্মদিনে পাওয়া গেলো আনুষ্ঠানিক ঘোষনা

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত

%d bloggers like this: