২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত মালায়লাম মেগাষ্টার মোহনলাল অভিনীত সিনেমা ‘দৃশ্যাম’ বছরের সবচেয়ে বড় ব্যবসা সফল সিনেমা ছিল। শুধু তাই নয় পরবর্তীতে সিনেমাটি তামিল, তেলুগু, কন্নড় এবং হিন্দি ভাষায় পুননির্মান করা হয় এবং সিনেমাগুলো সমানভাবে জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়। সম্প্রতি ওটিটি প্লাটফর্ম আমাজন প্রাইমে মুক্তি পেয়েছে সিনেমাটির সিক্যুয়েল ‘দৃশ্যাম ২’ এবং দর্শকপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে।
এদিকে জানা গেছে সিনেমাটির তৃতীয় পর্ব নির্মিত হতে যাচ্ছে। সম্প্রতি একটি সংবাদ সম্মেলনে ‘দৃশ্যাম ৩’ সিনেমাটির কথা নিশ্চিত করেছেন নির্মাতা জিতু জোসেফ। সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে তিনি জানিয়েছেন ‘দৃশ্যাম ৩’ সিনেমার জন্য দুর্দান্ত একটি ক্লাইমেক্স পেয়েছেন তিনি। এ প্রসঙ্গে পরিচালক জোসেফ বলেন, ‘দৃশ্যাম ৩ সিনেমার ক্লাইমেক্স নিয়ে আমি মোহনলাল এবং প্রযোজক এন্তনির সাথে আলোচনা করেছি এবং তারা দুজনেই এটি পছন্দ করেছেন।’
তবে শীগ্রই সিনেমাটির শুটিং শুরু কোন সম্ভাবনা নেই বলেও জানিয়েছেন নির্মাতা জিতু জোসেফ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘কিন্তু দৃশ্যাম ৩ সিনেমার শুটিং আপাতত হচ্ছে না। শুটিং শুরুর জন্য আমার অন্তত তিন বছর সময় দরকার। চিত্রনাট্যে আরো কিছু জিনিসের ক্ষেত্রে বিস্তারিত দরকার। যখন আমি সেগুলো পাবো, চিত্রনাট্যে যোগ করব।’
এদিকে ‘দৃশ্যাম ২’ সিনেমার ক্লাইমেক্স নিয়ে দর্শকদের মধ্যে দেখা গেছে ব্যাপক আলোচনা। এ প্রসঙ্গে জিতু জোসেফ বলেন, ‘অনেকগুলো জিনিসকে একসাথে করতে হয়েছে এই ক্লাইমেক্সের জন্য। সুতরাং, এই মুহূর্তে দৃশ্যাম ৩ এর ক্লাইমেক্স নিয়ে কিছু বলা যাচ্ছে না। সিনেমাটির ক্লাইমেক্স নিয়ে যে আলোচনা হচ্ছে তাতে আমি খুবই আনন্দিত।’
এদিকে, ‘দৃশ্যাম ২’ সিনেমার সাফল্যের পর ভারতের অন্যান্য ভাষায় সিনেমাটি নির্মান নিশ্চিত করেছেন নির্মাতারা। ইতিমধ্যে সিনেমাটির হিন্দি এবং তেলুগু সংস্করনের কথা নিশ্চিত করেছেন সিনেমাটির আগের পর্বের নির্মাতারা।
আরো পড়ুনঃ
‘দৃশ্যাম ২’ তেলুগু রিমেক: জোসেফের পরিচালনায় ভেঙ্কেটেশ
দৃশ্যাম ২ রিভিউ
‘দৃশ্যাম ২’ হিন্দি রিমেক: থাকছেন অজয় দেবগন এবং টাবু