কিংবদন্তি লেখক ভাইকোম মুহাম্মদ বশির এর উপন্যাস ‘নীলাভালিকাম’ এবার আসছে পর্দায়। উপন্যাসটিকে সিনেমায় রূপান্তর করছেন পরিচালক আশিক আবু। আর সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করছেন দক্ষিনী সিনেমার ‘থ্রিলার কিং’ খ্যাত পৃথিবীরাজ সুকুমারন।
জানা গেছে পৃথিবীরাজ সুকুমারনের পাশাপাশি সিনেমাটিতে আরো অভিনয় করছেন কুঞ্চক বোবান, রিমা লীলা রাজন এবং সৌবিন শাহীর। তারকা বহুল সিনেমাটির চিত্রায়ন চলতি বছরের শেষের দিকে শুরু হবে বলে জানা গেছে।
সান্তোস টি কুরুবিলা প্রযোজিত ‘নীলাভালিকাম’ সিনেমাটির চিত্রগ্রহনে থাকছেন সাইজু খালিদ। আর সিনেমাটির সংগীত পরিচালনা করছেন বিজিবল এবং রেক্স বিজায়ান।
উল্লেখ্য যে, ১৯৬৪ সালে একই গল্পের উপর ভিত্তি করে পরিচালক এ ভিনসেন্ট নির্মান করেছিলেন ‘ভার্গবি নীলায়াম’। এদিকে পরিচালক আশিক আবু এই মুহূর্তে ‘নাড়াদান’ সিনেমাটির চিত্রায়ন নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সিনেমাটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন টোভিনো থমাস এবং আন্না বেন।