তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা অজিত কুমার অভিনীত ‘ভালিমাই’ সিনেমাটি বর্তমানে মুক্তি অপেক্ষায় রয়েছে। এইচ ভিনোথ পরিচালিত সিনেমাটির প্রকাশিত ট্রেলারে দুর্দান্ত অ্যাকশন স্টান্টে দেখা গেছে এই তারকাকে। ‘ভালিমাই’ মুক্তির আগেই ইতিমধ্যে জানা গেছে অজিত কুমারের নতুন সিনেমার খবর। কিছুদিন আগে একটি সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে অজিত কুমারকে নিয়ে নতুন সিনেমার কথা জানিয়েছেন প্রযোজক বনি কাপুর। ‘থালা ৬১’ নামে এই সিনেমাটিও পরিচালনা করছেন এইচ ভিনোথ। আগামী বছরের প্রথম ভাগে শুরু হতে যাচ্ছে সিনেমাটির কাজ। এদিকে গুঞ্জন অনুযায়ী নির্মাতা থিয়াগরাজন কুমাররাজের নতুন সিনেমায় অভিনয় করছেন অজিত কুমার!
ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, অজিত কুমার বেশ কয়েকজন নির্মাতার কাছে থেকে নতুন সিনেমার জন্য গল্প এবং চিত্রনাট্য পেয়েছেন। তবে এর মধ্যে থিয়াগরাজন কুমাররাজের সিনেমার চিত্রনাট্যটি পছন্দ হয়েছে অজিত কুমারের। গুঞ্জন শোনা যাচ্ছে সিনেমাটিতে অভিনয়ের জন্য নির্মাতাকে সম্মতিও দিয়েছেন এই সুপারস্টার। থিয়াগরাজন কুমাররাজ এর আগে ‘অরণ্য কন্দম’ এবং ‘সুপার ডিলাক্স’ সিনেমা দুটি পরিচালনা করেছিলেন।
থিয়াগরাজন কুমাররাজের নতুন সিনেমায় বরাবরের মত অ্যাকশন চরিত্রে দেখা যাবে বলেও গুঞ্জন শোনা যাচ্ছে। বর্তমানে সিনেমাটি ‘থালা ৬২’ নামে পরিচিত। থিয়াগরাজন কুমাররাজের পরিচালনায় সিনেমাটি নিয়ে এখনো কোন আনুষ্ঠানিক ঘোষনা পাওয়া যায়নি। তবে অজিত কুমারের সাথে সম্পৃক্ত কিছু সূত্র নতুন এই সিনেমাটির খবরকে ভিত্তিহীন বলে দাবী করছে। বনি কাপুরের প্রযোজনায় ‘ভালিমাই’ এবং ‘থালা ৬১’ ছাড়া অন্য কোন সিনেমার ব্যাপারে এই অভিনেতা আপাতত চিন্তা করছেন না বলে জানিয়েছে সূত্রটি।
প্রসঙ্গত, কিছুদিন আগেই প্রকাশ করা হয়েছে অজিত কুমার অভিনীত ‘ভালিমাই’ সিনেমার ট্রেলার। ট্রেলার প্রকাশের পরই সিনেমাটি নিয়ে দেখা গেছে ভক্তদের মধ্যে উম্মাদনা। দুর্দান্ত সব স্ট্যান্ট এবং অ্যাকশনে ভরপুর সিনেমাটি আগামী বছরের শুরুতে মুক্তি পেতে যাচ্ছে। পংগাল উৎসবকে সামনে রেখে ২০২২ সালের ১৪ই জানুয়ারি মুক্তি পাবে এইচ ভিনোথ সিনেমাটি। সিনেমাটিতে অজিতের বিপরীতে অভিনয় করছেন বলিউড তারকা হুমা কুরেশি। এছাড়া অন্যন্য চরিত্রে অভিনয় করেছেন সুমিত্রা, ভিজে বানী, কার্তিকায়া প্রমুখ।
আরো পড়ুনঃ
অজিত কুমারের ‘ভালিমাই’ সিনেমার মুক্তির তারিখ জানালেন বনি কাপুর
তৃতীয়বারের মতো একসাথে কাজ করতে যাচ্ছেন অজিত কুমার এবং বনি কাপুর
থালাপাতি ৬৬: তৃতীয়বারের মতো একসাথে থালাপাতি বিজয় এবং কীর্তি সুরেশ