২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘কাইথি’ সিনেমার মাধ্যমে শুরু হয়েছিলো লোকেশ খানাগরাজের এলসিইউ বা লোকেশ সিনেম্যাটিক ইউনিভার্স। এই ইউনিভার্সের মুক্তিপ্রাপ্ত অন্য দুটি সিনেমা হচ্ছে ‘বিক্রম’ এবং ‘লিও’। বর্তমানে রজনীকান্ত অভিনীত ‘কুলি’ সিনেমা নিয়ে ব্যাস্ত আছেন এই নির্মাতা। জানা গেছে আর মাত্র তিন সিনেমা দিয়ে নিজের ইউনিভার্সের ইতি টানছেন লোকেশ।
এই নির্মাতা সূত্রে জানা গেছে, নির্মানাধীন ‘কুলি’ আলাদা সিনেমা হিসেবে নির্মিত হচ্ছে। এটি তার ইউনিভার্সের সিনেমা নয় বলে সম্প্রতি নিশ্চিত করেছেন লোকেশ খানাগরাজ। পাশাপাশি এলসিইউ বা লোকেশ সিনেম্যাটিক ইউনিভার্স নিয়ে নিজের পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।
দ্যা হলিউড রিপোর্টার ইন্ডিয়া-এর সাথে আলাপকালে নিজের সিনেম্যাটিক ইউনিভার্স নিয়ে কথা বলেন লোকেশ। উক্ত আলাপচারিতায় নতুন সিনেমার সাথে এলসিইউ বা লোকেশ সিনেম্যাটিক ইউনিভার্সের সমাপ্তিরও ঘোষণা দিয়েছেন এই নির্মাতা। এলসিইউ-এর সমাপ্তির আগে এই ইউনিভার্সের তিনটি সিনেমা নির্মান করবেন বলে জানিয়েছেন লোকেশ।
নিজের ইউনিভার্স নিয়ে এক আলাপচারিতায় তিনি বলেন, ‘সব প্রযোজকই আমার প্রতি বন্ধুত্বপূর্ন আচরণ করেছেন। এছাড়া প্রত্যাক অভিনেতা কোন ধরণের জটিলতা ছাড়াই ইউনিভার্সটি প্রতিষ্ঠা করতে সাহায্য করেছেন। তারা সবাই আমার প্রতি তাদের ভালোবাসা প্রকাশ করেছেন, আমারও অনুগ্রহ ফেরত দিতে হবে।‘
ইউনিভার্সের পরবর্তি সিনেমা প্রসঙ্গে প্রশ্নের উত্তরে লোকেশ তিনটি সিনেমার কথা নিশ্চিত করেছেন। সিনেমাগুলো হচ্ছে – ‘কাইথি ২’, ‘রোলেক্স’ এবং ‘বিক্রম ২’। এছাড়া ‘লিও’ দ্বিতীয় পর্ব নির্মানের ইচ্ছে থাকলেও, বিজয়ের চলচ্চিত্র থেকে অবসরের ঘোষণায় সিনেমাটি বাতিল করতে হয়েছে। সে হিসেবে এই তিন সিনেমা দিয়ে নিজের ইউনিভার্সের ইতি টানছেন লোকেশ খানাগরাজ।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি এরপর কাইথি ২ নিয়ে কাজ শুরু করবো। রোলেক্স চরিত্রটি নিয়ে আমি পুরোপুরি আলাদা একটি সিনেমা নির্মান করতে চাই। আর সবশেষে বিক্রম ২ সিনেমার মাধ্যমে শেষ হবে এই ইউনিভার্স। জনাব বিজয় যদি সিনেমা থেকে অবসরের ঘোষণা না দিতেন তাহলে আমি লিও ২ নির্মান করতাম’।
এছাড়া নির্মিতব্য ‘কাইথি ২’ প্রসঙ্গে লোকেশ বলেন, ‘আমি কাইথি ২ লিখার কাজ শেষ করেছি এবং আমার পুরো টিম এটি নিয়ে উচ্ছ্বাসিত। কাইথি দিয়েই সব শুরু হয়েছিলো, দিল্লি চরিত্রটিকে পর্দায় নিয়ে আসার ব্যাপারে আমি খুবই উত্তেজনা বোধ করছি। মাদক মুক্ত সমাজের এই লড়াই জমজমাট হতে যাচ্ছে আগামী সিনেমাগুলতে।‘
ইউনিভার্সের শেষ সিনেমা হিসেবে ‘বিক্রম ২’-তে একসাথে হাজির হবেন সব তারকা (বিজয় নিশ্চিত নন)। এই ইউনিভার্সের প্রধান তারকাদের মধ্যে আছেন কামাল হাসান (বিক্রম), কার্থি (দিল্লি), ফাহাদ ফাসিল (অমর) এবং রোলেক্স (সুরিয়া)। এরমধ্যে প্রধান খলচরিত্রটি হচ্ছে রোলেক্স। ‘বিক্রম ২’ সিনেমায় এই সব চরিত্রকে একসাথে পর্দায় হাজির করবেন লোকেশ।
আরো পড়ুনঃ
‘কুলি’ মুক্তির পর নিজের ইউনিভার্সের সিনেমা শুরু করবেন লোকেশ
শুরু হচ্ছে মহেশ বাবুকে নিয়ে রাজামৌলীর নতুন সিনেমার কাজ
ক্যারিয়ারের শেষ সিনেমার কাজ শুরু করলেন থালাপতি বিজয়