আগামী ১৪ই নভেম্বর মুক্তি পাচ্ছে সুরিয়ার ফ্যান্টাসি অ্যাকশন সিনেমা ‘কাঙ্গুভা’। চলতি বছরের অন্যতম প্রতীক্ষিত এই সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ আকাশচুম্বী। বিশ্বব্যাপী বক্স অফিসে সুরিয়ার ‘কাঙ্গুভা’ সিনেমাটি ২,০০০ কোটি রুপির বেশী আয় করবে বলে প্রত্যাশা করছেন নির্মাতারা। সম্প্রতি জানা গেছে, তামিল সিনেমা হিসেবে নতুন রেকর্ড গড়তে যাচ্ছে সুরিয়ার ‘কাঙ্গুভা’।
চলতি বছরের শুরুতে প্রভাসের তেলুগু সিনেমা ‘কল্কি’-এর সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ সংশ্লিষ্টরা। সম্পাদনার টেবিলে কাটছাঁট শেষে এই সিনেমার ব্যাপ্তি দাঁড়িয়েছে ২ ঘন্টা ২৬ মিনিট। অপ্রয়োজনীয় অংশগুলো বাদ দিয়ে দর্শকদের জন্য একটি দারুণ থ্রিলার অভিজ্ঞতার প্রতিশ্রুতি পাওয়া গেছে এর মাধ্যমে।
এদিকে জানা গেছে সুরিয়ার ‘কাঙ্গুভা’ সিনেমাটি বিশ্বব্যাপী ১০,০০০-এর বেশী পর্দায় মুক্তির প্রস্তুতি নিচ্ছেন নির্মাতারা। এই মুহুর্তে এর প্রচারণায় ব্যাস্ত সময় পার করছেন সুরিয়া সহ সিনেমাটির অন্যান্য শিল্পী কুশলীরা। ইতিমধ্যে সিনেমাটির ২ মিনিট ৩৭ সেকেন্ডের ট্রেলার সেন্সর ছাড়পত্র পেয়েছে। সংবাদ মাধ্যমের জন্য প্রথমে এই ট্রেলারের বিশেষ প্রদর্শনী আয়োজনের সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা।
১০,০০০ হাজারের বেশী পর্দায় মুক্তির মাধ্যমে তামিল সিনেমা হিসেবে নতুন রেকর্ড গড়তে যাচ্ছে সুরিয়ার ‘কাঙ্গুভা’। এর আগে তামিল বা কলিউডের কোন সিনেমা এই ব্যাপক সংখ্যক পর্দায় মুক্তি পায়নি। এছাড়া ১০,০০০-এর বেশী পর্দায় মুক্তিপ্রাপ্ত চতুর্থ ভারতীয় সিনেমা হতে যাচ্ছে ‘কাঙ্গুভা’। এর আগে ‘জওয়ান’, ‘আরআরআর’ এবং ‘কেজিএফ চ্যাপ্টার ২’ সিনেমাগুলো ১০,০০০-এর বেশী পর্দায় মুক্তি পেয়েছিলো।
সুরিয়ার ‘কাঙ্গুভা’ সিনেমাটির আনুমানিক বাজেট ৩৫০ কোটি রুপিরও বেশী। সাতটি দেশ জুড়ে এই সিনেমার দৃশ্যধারন করা হয়েছে। এটি প্রাগৈতিহাসিক সময়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। অ্যাকশন এবং সিনেমাটোগ্রাফির মতো প্রযুক্তিগত বিভাগে হলিউডের বিশেষজ্ঞরা কাজ করেছেন। ১০,০০০ জনেরও বেশি লোককে নিয়ে সিনেমার যুদ্ধের দৃশ্যগুলো চিত্রায়ন করা হয়েছে বলে জানা গেছে।
শিভা পরিচালিত ‘কাঙ্গুভা’ সিনেমাটি প্রযোজনা করেছে স্টুডিও গ্রীন এবং ইউভি ক্রিয়েশনস। সিনেমাটিতে একঝাক প্যান ইন্ডিয়া তারকাকে দেখা যাবে। সুরিয়া ছাড়াও এই তালিকায় রয়েছেন ববি দেওল, দিশা পাটানি, নটরাজন সুব্রামানিয়ান, কিচ্ছা সুদীপ, জগপতি বাবু, যোগী বাবু, সুরেশ চন্দ্র মেনন, প্রেম কুমার, দীপা ভেঙ্কট প্রমুখ। এতে সুরিয়াকে দ্বৈত চরিত্রে দেখা যাবে বলে গুঞ্জন রয়েছে।
২০১৯ সালের এপ্রিলে প্রথম ঘোষণা দেয়া হয়েছিলো ব্যায়বহুল এই সিনেমার। কিন্ত মহামারীর কারনে প্রথম পিছিয়ে যায় এর নির্মান কাজ। এরপর সুরিয়ার ব্যস্ততায় আরো কছুটা বিলম্ব হয়েছে। আগামী ১৪ই নভেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে সুরিয়ার ‘কাঙ্গুভা’ সিনেমাটি। ইতিমধ্যেই সবচেয়ে ব্যয়বহুল ভারতীয় চলচ্চিত্রগুলির মধ্যে একটি হিসাবে বিবেচিত হয়েছে এই সিনেমা।
আরো পড়ুনঃ
বক্স অফিসে ২,০০০ কোটি রুপির বেশী আয় করবে সুরিয়ার ‘কাঙ্গুভা’!
‘কুলি’ মুক্তির পর নিজের ইউনিভার্সের সিনেমা শুরু করবেন লোকেশ
একঝাক প্যান ইন্ডিয়া নায়িকা নিয়ে যশের নতুন সিনেমা ‘টক্সিক’