গত ১৩ই এপ্রিল মোট পাঁচটি ভাষায় ভারতজুড়ে মুক্তি পেয়েছিলো তামিল সিনেমার সুপারস্টার থালাপতি বিজয় অভিনীত অ্যাকশন সিনেমা ‘বিস্ট’। স্বাভাবিক অফিসের দিনেও ভারতে রেকর্ড সংখ্যক স্ক্রিনে মুক্তি পেয়েছিলো সিনেমাটি। মুক্তির এক সপ্তাহের মধ্যে বিশ্বব্যাপী বক্স অফিসে ২০০ কোটি রুপির বেশী আয় করতে সক্ষম হয়েছে বিজয়ের ‘বিস্ট’। সম্প্রতি জানা গেছে ‘বিস্ট’ সিনেমা দিয়ে কেরালা বক্স অফিসে নতুন রেকর্ড গড়েছেন থালাপতি বিজয়।
ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী মুক্তির পর দর্শক সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া ‘বিস্ট’ সিনেমা দিয়ে কেরালা বক্স অফিসে নিজের রেকর্ড আরো সমৃদ্ধ করেছেন এই তারকা। বক্স অফিসে প্রতিবেদন থেকে জানা গেছে কেরালা বক্স অফিসে ‘বিস্ট’ সিনেমার গ্রোস আয় ১০ কোটি রুপি ছাড়িয়েছে। এর মাধ্যমে কেরালা বক্স অফিসে থালাপতি বিজয়ের নয়টি সিনেমা বক্স অফিসে ১০ কোটি রুপির বেশী গ্রোস আয় নিশ্চিত করলো।
বেশ আগে থেকেই তামিলের পাশাপাশি কেরালাতে ব্যপক জনপ্রিয় থালাপতি বিজয়। ‘বিস্ট’ সিনেমার আগে এই অভিনেতার ৮টি সিনেমা কেরালা বক্স অফিসে ১০ কোটি রুপির বেশী আয় করতে সক্ষম হয়েছিলো। এছাড়া কেরালাতে তামিলের সর্বাধিক আয়ের দশটি সিনেমার মধ্যে ছয়টি সিনেমা বিজয়ের। দর্শকদের কাছে তেমন ভালো প্রতিক্রিয়া না পেলেও কেরালাতে এই আয় সেখানে বিজয়ের অসাধারণ জনপ্রিয়তারই ইঙ্গিত দেয়।
এদিকে প্যান ইন্ডিয়া বক্স অফিসে আলোড়ন তুলতে ব্যার্থ হলেও তামিল নাড়ু বক্স অফিসে দুর্দান্ত আয় করেছে এই সিনেমা। প্রথম সপ্তাহে শুধুমাত্র তামিল নাড়ুতে সিনেমাটির গ্রোস আয় ১০০ কোটি রুপি ছাড়িয়েছে। জানা গেছে দ্বিতীয় সপ্তাহেও তামিল নাড়ুতে সিনেমাটি ভালো আয়ের ইংঙ্গিত দিচ্ছে। ‘বিস্ট’ মুক্তির একদিন পর ‘কেজিএফ চ্যাপ্টার ২’ মুক্তি পাওয়ার কারনে প্যান ইন্ডিয়া সিনেমাটির আয় কমে যায়। তবে তামিল নাড়ুতে আয়ের উপর ভিত্তি করে সিনেমাটি ২৫০ কোটি রুপি গ্রোস আয় করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রসঙ্গত, সান পিকচার্স প্রযোজিত ‘বিস্ট’ সিনেমায় থালাপাতি বিজয়ের বিপরীতে অভিনয় করছেন পূজা হেগ। এছাড়া সিনেমাটিতে আরো একটি গুরুত্বপূর্ন চরিত্রে অভিনয় করছেন মালায়লাম অভিনেত্রী অপর্না দাস। আর সিনেমাটির সংগীত পরিচালনা করছেন জনপ্রিয় সংগীত পরিচালক অনিরুদ্ধ। সংশ্লিষ্টরা মনে করছেন ১৩ই এপ্রিল মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটির মাধ্যমে আবারো বক্স অফিসে ঝড় তুলতে আসবেন তামিলের বর্তমানে সময়ের সবচেয়ে জনপ্রিয় তারকা থালাপাতি বিজয়।
উল্লেখ্য যে, ‘বিস্ট’ ট্রেলার থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে বিজয়ের ভক্তদের জন্য দারুণ কিছু অপেক্ষা করছে প্রেক্ষাগৃহে। একজন সোলজার চরিত্রে বীররাঘবন হিসেবে বিজয় ছিলেন মুগ্ধতার উদাহরণ। ২ মিনিট ৫৬ সেকেন্ডের ট্রেলার থেকে আরো বোঝা গেছে যে সরকার এবং সন্ত্রাসী সংগঠনের মধ্যকার সমঝোতাকারী হিসেবে কাজ করছেন সেলভারাঘবন। অন্যদিকে পূজা হেগকে সন্ত্রাসীদের কাছে একজন জিম্মি হিসেবে দেখানো হয়েছে আর অপর্না দাসকে দেখা যাবে মন্ত্রীর মেয়ের চরিত্রে।
আরো পড়ুনঃ
মিশ্র প্রতিক্রিয়ার পরও ব্লকবাস্টার হয়েছিলো থালাপতি বিজয়ের যত সিনেমা
তামিল নাড়ুতে বিজয়ের স্টারডম: ‘কেজিএফ’ তাণ্ডবেও ‘বিস্ট’ সিনেমার রেকর্ড
তামিল নাড়ুতে রেকর্ড দিয়ে শুরু কিন্তু প্যান-ইন্ডিয়া সাড়া জাগাতে ব্যর্থ ‘বিস্ট’