ভক্তদের জন্য এনটিআর জুনিয়রের জন্মদিনটা আরো বিশেষ করে দিলেন ‘কেজিএফ’ খ্যাত নির্মাতা প্রশান্ত নীল। এই তারকার জন্মদিন উপলক্ষ্যে এনটিআর জুনিয়রকে নিয়ে নিজের নতুন সিনেমার ঘোষনা দিয়েছেন প্রশান্ত নীল। ‘কেজিএফ ২’ মুক্তির আগেই ইতিমধ্যে দুইটি সিনেমার ঘোষনা দিলেন তিনি। সিনেমাগুলোর মধ্যে প্রবাসকে নিয়ে ‘সালার’ নির্মানাধীন রয়েছে।
নিজের অফিসিয়াল টুইটারে এনটিআরকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে খবরটি নিজেই দিয়েছেন প্রশান্ত নীল। নাম ঠিক না হওয়া সিনেমাটি আপাতত ‘এনটিআর ৩১’ নামে পরিচিত। প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে দুর্দান্ত একশনে ভরপুর সিনেমাটি প্রযোজনা করছে মিথ্রি মুভিস। সিনেমার অন্যান্য শিল্পীদের ঘোষনা খুব শীগ্রই দেয়া হবে আর করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে শুরু হবে দৃশ্যধারনের কাজ।
The only soil that is worth remembering is the one soaked in blood!!
Cant wait to make this one with the one and only force @tarak9999#NTR31 it is!!
Wishing you a safe birthday brother ?
Wishing for a successful collaboration @MythriOfficial @NTRArtsOfficial.#HappyBirthdayNTR pic.twitter.com/jtfYbZ1LCE— Prashanth Neel (@prashanth_neel) May 20, 2021
এছাড়া সম্প্রতি প্রকাশ করা হয়েছে এনটিআর জুনিয়রের নতুন সিনেয়ার ফার্স্ট লুক। নাম ঠিক না হওয়া এই সিনেমার নাম ‘এনটিআর ৩০’ আর সিনেমাটি পরিচালনা করছেন কোরাটালা শিভা। এর আগে এই অভিনেতা এবং পরিচালক একসাথে ‘জনতা গ্যারেজ’ সিনেমায় কাজ করেছিলেন। ‘এনটিআর ৩০’ সিনেমার মাধ্যমে দীর্ঘ ৫ বছর পর আবারো একসাথে কাজ করতে যাচ্ছেন তারা।
Wishing our Young Tiger @tarak9999 a very Happy Birthday.
Sending you cheer & wishing you good health ❤️#NTR30#NTRKoratalaSiva2 @sivakoratala @NTRArtsOfficial pic.twitter.com/rj2rkPO3RH
— Yuvasudha Arts (@YuvasudhaArts) May 19, 2021
এদিকে, জন্মদিন উপলক্ষ্যে কোন ধরনের জন সমাগম না করার জন্য ভক্তদের অনুরোধ জানিয়েছিলেন এনটিআর জুনিয়র। করোনা পরিস্থিতি কারনে সবাইকে নিজের বাসায় নিরাপদে অবস্থানের জন্য অনুরোধ জানিয়েছেন এই তারকা।
আরো পড়ুনঃ
জানা গেলো এনটিয়ার জুনিয়রের নতুন সিনেমার পরিচালক সহ বিস্তারিত
প্রবাসের একশন থ্রিলার ‘সালার’: জানা গেলো মুক্তির তারিখ