সাম্প্রতিক সময়ে ভারতীয় চলচ্চিত্রের অন্যতম আলোচিত সিনেমা ছিলো কন্নড়ের রকিং স্টার যশ অভিনীত ‘কেজিএফ চ্যাপ্টার ২’। ভারতীয় বক্স অফিসে আলোড়ন তোলা এই সিনেমাটির মাধ্যমে রাতারাতি প্যান ইন্ডিয়া তারকা হিসেবে আবির্ভুত হয়েছিলেন যশ। সম্প্রতি একটি সংবাদ মাধ্যেমের সাথে আলাপকালে ‘কেজিএফ’ তৃতীয় পর্ব সহ একাধিক সিনেমা নিশ্চিত করেছেন যশ।
প্রশান্ত নীল পরিচালিত ‘কেজিএফ’ ফ্র্যাঞ্চাইজি দিয়ে আবারো আলোচনায় এই তারকা। অনুপমা চোপড়ার সাথে সেই আলাপচারিতায় ‘কেজিএফ’ তৃতীয় পর্ব সহ আরো একটি আলোচিত সিনেমা নিশ্চিত করেছেন তিনি। উক্ত আলাপচারিতায় তিনি জানিয়েছেন ‘কেজিএফ চ্যাপ্টার ৩’ অবশ্যই নির্মিত হবে। সেই সাথে নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ সিনেমায় তার অভিনয়ের কথাও জানিয়েছেন যশ।
‘কেজিএফ’ তৃতীয় পর্ব প্রসঙ্গে তিনি বলেন, ‘কেজিএফ ৩ অবশ্যই হবে, আমি ওয়াদা করছি। আমরা এটি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছি, আমাদের কাছে একটি প্লটও আছে। সময় হলেই এটি নিয়ে বিস্তারিত কাজ শুরু হবে। এটি এমন একটি বড় বিষয় যে, এর জন্য আমাদের সব মনোযোগ এবং আগ্রহ থাকতে হবে।‘ শুধু দর্শকদের আগ্রহকে কাজে লাগানোর জন্য সিনেমাটি করতে চান না বলে জানিয়েছেন যশ।
এ প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘আমরা সত্যিই কোন কিছুর জন্য সুযোগের ব্যভার করতে চাই না, কারণ দর্শকরা আমাদের যথেষ্ট দিয়েছেন তাই আমরা এটি এমনভাবে করতে যাচ্ছি যাতে তারা গর্বিত হয়। এটি এমন একটি উপলক্ষ্য যা মানুষ উদযাপন করে। তারা এই চরিত্রটিকে এমনভাবে গ্রহণ করেছে আমি এবং প্রশান্ত আলোচনা চালিয়ে যাচ্ছি, আমরা এইবার বড় কিছু নিয়ে আসব’।
উল্লেখ্য যে, ‘কেজিএফ’ ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় পর্বটি এমন জায়গায় শেষ করেছেন প্রশান্ত নীল যে এর তৃতীয় পর্ব নিয়ে দর্শকদের মাঝে যতেষ্ট আগ্রহ তৈরি হয়েছে। অ্যাকশন থ্রিলার সিনেমাটি একজন যুবক রকিকে ঘিরে আবর্তিত হয়েছে যে তার মৃত মায়ের ইচ্ছা পূরণ করার জন্য ক্ষমতা এবং সম্পদ খোঁজে সবকিছু বিসর্জন দিতে পারে। যশ ছাড়াও, এই ফ্র্যাঞ্চাইজিতে আরো অভিনয় করেছেন শ্রীনিধি শেট্টি, রামচন্দ্র রাজু, অনন্ত নাগ, অর্চনা জোইস, এবং অচ্যুত কুমার।
এদিকে ‘কেজিএফ’ তৃতীয় পর্ব ছাড়াও যশ নিতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ সিনেমায় তার অভিনয় নিশ্চিত করেছেন। ‘রামায়ণ’ সিনেমায় যশ রাবনের চরিত্রে অভিনয় করছেন। মোট দুই পর্বে নির্মিত হতে যাচ্ছে রামায়ণ। এতে রাম এবং সীতার চরিত্রে অভিনয় করছেন যথাক্রমে রনবীর কাপুর এবং সাই পল্লবী। অভিনয়ের পাশাপাশি সিনেমাটিতে সহ প্রযোজক হিসেবেও আছেন যশ।
অন্যদিকে, যশ বর্তমানে তার নতুন সিনেমা ‘টক্সিক’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ইতিমধ্যে শুরু হয়েছে সিনেমাটির দৃশ্যধারনের কাজ। সিনেমাটিতে যশের সাথে দেখা যাবে একঝাক অভিনেত্রীকে। জানা গেছে এই সিনেমায় যশের বিপরীতে অভিনয় করছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানী। এছাড়া আরো আছেন নয়নতারা, হুমা কুরেশি, সুতারিয়া এবং তামিল অভিনেত্রী শ্রুতি হাসান।
আরো পড়ুনঃ
একঝাক প্যান ইন্ডিয়া নায়িকা নিয়ে যশের নতুন সিনেমা ‘টক্সিক’
‘কুলি’ মুক্তির পর নিজের ইউনিভার্সের সিনেমা শুরু করবেন লোকেশ
শুরু হচ্ছে মহেশ বাবুকে নিয়ে রাজামৌলীর নতুন সিনেমার কাজ