সম্প্রতি পরপর দুইটি সিনেমায় খল চরিত্রে দেখা গেছে তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা বিজয় সেতুপতিকে। সিনেমাগুলো হলো তামিল ব্লকবাষ্টার ‘মাষ্টার’ তেলুগু ‘উপপেনা’। জানা গেছে টানা কমল হাসানের সিনেমায় খলনায়ক চরিত্রে অভিনয়ের মাধ্যমে তৃতীয়বারের মত খল চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন বিজয় সেতুপতি।
ভারতীয় একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী লোকেশ খানগরাজ পরিচালিত কমল হাসানের ‘বিক্রম’ সিনেমায় খলনায়কের চরিত্রে অভিনয়ের জন্য প্রস্তাব দেয়া হয়েছে বিজয় সেতুপতিকে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘তারা আমার কাছে প্রস্তাবটি নিয়ে এসেছেন। হ্যাঁ, এটি একটি খল চরিত্র। আমরা এখনো সবকিছু চূড়ান্ত করিনি, তাই সিনেমাটি আমি করছি তা এখনই যাচ্ছে না।’
খল চরিত্রে অভিনয় করতে আপত্তি নেই উল্লেখ করে তিনি আরো বলেন, ‘আমি মানুষের অন্ধকার দিকটি দেখতে পছন্দ করি। নিজের ভিতরের খারাপ দিকগুলো পর্দায় প্রকাশ করে আমি এমন একটি জীবনের সন্ধান করতে চাই যা বাস্তব জীবনে আমার পক্ষ্যে সম্ভব না। ‘মাষ্টার’ এবং ‘উপপেনা’ সিনেমা দুটিতে যেমন আমার চরিত্র ছিলো, মানুষের অন্ধকার দিক নিয়ে আরো একটি চরিত্র আমি করতে চাইছি। আর এটি অবশ্যই আগের দুইটি থেকে আলাদা হবে।’
অন্যদিকে ‘বিক্রম’ সিনেমাতে অভিনয়ের ব্যাপারে এখনই নিশ্চিত কিছু বলছেন না এই অভিনেতা। এ প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘সিনেমাটিতে অভিনয়ের ব্যাপারে বিস্তারিত কিছু আমরা এখনো ঠিক করিনি। তাই আমি সিনেমাটি করছি তা এখনই বলাটা যৌক্তিক হবে না।সিনেমাটিতে অভিনয়ের জন্য ইতিমধ্যে কমল হাসান এবং ফাহাদ ফাসিল নিশ্চিত করেছেন, এখন আমি যদি সিনেমাটি করি তাহলে আমাকে বিশেষ কিছু করতে হবে। তা না হলে আসলে সিনেমাটি করার কোন মানে নাই।’
আরো পড়ুনঃ
পার্থক্য তৈরী করার জন্য আমি এখানে এসেছি, অর্থ উপার্জনের জন্য নয়: বিজয় সেতুপতি