’এম্পুরান’ দ্বিতীয় পর্বে হাই-অকটেন অ্যাকশন নিয়ে আসছেন মোহনলাল

’এম্পুরান’ দ্বিতীয় পর্বে

২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত বহুল আলোচিত ’এম্পুরান’ বা ‘লুসিফার’ সিনেমার দ্বিতীয় পর্ব নিয়ে আসছেন মোহনলাল এবং পৃথ্বীরাজ সুকুমারন। আগামী মার্চে মুক্তি প্রতীক্ষিত এই সিনেমার টিজার প্রকাশ করেছেন নির্মাতারা। টিজার থেকে ধারণা পাওয়া গেছে যে, ’এম্পুরান’ দ্বিতীয় পর্বে আরো হাই-অকটেন অ্যাকশন নিয়ে আসছেন মোহনলাল।

’এম্পুরান’ দ্বিতীয় পর্বে দেখা যাবে সিনেমাটির প্রথম পর্বের গল্পের ধারাবাহিকতা। এতে আবারো কুরেশি আব’রাম চরিত্রে ফিরছেন মালয়ালাম মেগাস্টার মোহনলাল। ‘এল ২: এম্পুরান’ শিরোনামের এই সিনেমাটি স্টিফেন নেদুমপ্যালির গল্প এবং সবচেয়ে বড় ভাড়াটে গোষ্ঠী – খুরেশি আব’রামের নেতা হওয়ার যাত্রাকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেয়।

আগের পর্বের মতই ‘এল ২: এম্পুরান’ পরিচালনা করেছেন মালয়ালাম সুপারস্টার পৃথ্বীরাজ সুকুমারন। কিছুদিন আগেই ভক্তদের উম্মাদনায় ভাসিয়ে এর টিজার প্রকাশ করেছেন এই অভিনেতা-নির্মাতা। অ্যাকশনে ভরপুর টিজারটি প্রকাশের পরই ঝড় তুলেছিলো সামাজিক যোগাযোগ মাধ্যমে। দর্শকদের ব্যাপক প্রশংসা পাচ্ছে টিজারটি।

টিজার থেকে ধারণা পাওয়া গেছে যে, খুরেশি আব’রামের নেপথ্যের গল্প এবং বিশ্বব্যাপী ভাড়াটে গোষ্ঠীর রাজা হিসেবে তার উত্থানের উপর আলোকপাত করে নির্মিত হয়েছে এটি। এতে দুর্দান্ত অ্যাকশন আবতারে হাজির হয়েছেন মোহনলাল। ইউরোপ গল্পের মূল পটভূমি হওয়ায়, সিনেমাটিতে কিছু আন্তর্জাতিক অভিনেতাও থাকবেন বলে আশা করা হচ্ছে।

’এম্পুরান’ দ্বিতীয় পর্বে পৃথ্বীরাজ সুকুমারনের চরিত্রের ব্যাপ্তি বাড়তে পারে বলেও মনে করছেন অনেকে। মোহনলালকে কেন্দ্র করে টিজারটি সাজানো হলেও, এতে অন্যান্য গুরুত্বপূর্ন চরিত্রের কিছু ঝলক ছিলো দর্শকদের জন্য। অন্যান্যদের মধ্যে আছেন পৃথ্বীরাজ সুকুমারান, টোভিনো থমাস, মঞ্জু ওয়ারিয়ার, ইন্দ্রজিৎ সুকুমারান প্রমুখ।

এদিকে টিজার প্রকাশের পর, নির্মাতা পৃথ্বীরাজ এই সিনেমার নতুন একটি পোষ্টারও প্রকাশ করেছেন। প্রকাশিত নতুন এই পোষ্টারে মোহনলাললকে বিশাল একটি অস্ত্র হাতে দেখা গেছে। আগের পর্বের চেয়ে অ্যাকশনে এর পড়িসর আরো বড় হচ্ছে, সেই ধারণা স্পষ্ট করেছেন এই তারকা। ইতিমধ্যে সিনেমাটি নিয়ে প্যান ইন্ডিয়া দর্শকদের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

উল্লেখ্য যে, পরিচালনার পাশাপাশি ’এম্পুরান’ সিনেমাটির একটি গুরুত্বপূর্ন চরিত্রে অভিনয় করেছেন পৃথ্বীরাজ সুকুমারান। ‘লুসিফার’ ট্রিলজির অংশ হিসেবে নির্মিত হয়েছে সিনেমাটি। স্টিফেন নেদুম্পালি খুরেশি আব’রামে পরিণত হওয়ার সাথে যতীন রামদাসের রাজনৈতিক নেতা হওয়ার পরবর্তি গল্পও দেখা যাবে এই সিনেমায়।

প্রসঙ্গত, প্রথম পর্বটি শুধু মালয়ালাম ভাষায় মুক্তি পেলেও ’এম্পুরান’ দ্বিতীয় পর্ব একাধিক ভাষায় প্যান ইন্ডিয়া মুক্তি পাচ্ছে। প্রথম পর্বের হিন্দি ডাব সংস্করণ ব্যাপক প্রশংসা কুঁড়াতে সক্ষম হয়েছিলো। তাই প্যান ইন্ডিয়া দর্শকদের কথা মাথায় রেখেই, বিশাল আয়োজনে নির্মিত হয়েছে এর দ্বিতীয় পর্ব।

আরো পড়ুনঃ
বাড়ছে অপেক্ষাঃ পিছিয়ে যাচ্ছে থালাপতি বিজয়ের শেষ সিনেমার মুক্তি!
লোকেশ খানাগরাজের সিনেমায় অভিনয় করছেন অজিথ কুমার!
মুক্তির আগেই যে রেকর্ড ভেঙ্গে দিলো আল্লু অর্জুনের ‘পুষ্পা ২’

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত