আগামী ৫ই ডিসেম্বর মুক্তি পাচ্ছে সাম্প্রতিক সময়ের সবচেয়ে প্রতীক্ষিত আল্লু অর্জুনের ‘পুষ্পা ২’ সিনেমাটি। মুক্তির আগের আয়ে ইতিমধ্যে নতুন মাইলফলক অতিক্রম করেছে সিনেমাটি। বিভিন্ন স্বত্ব থেকে নির্মাতারা এর মধ্যেই আয় করেছেন ১,০০০ কোটি রূপির বেশী। এবার জানা গেছে বিশ্বব্যাপী রেকর্ড সংখ্যক পর্দায় মুক্তি পাচ্ছে আল্লু অর্জুনের ‘পুষ্পা ২’ সিনেমাটি।
সম্প্রতি মোট ছয়টি ভাষায় সিনেমাটির প্যান ইন্ডিয়া মুক্তি নিশ্চিত করেছেন এর নির্মাতারা। তেলুগু, তামিল, কন্নড়, মালয়ালাম, হিন্দি এবং বাংলা ভাষায় মুক্তি পাচ্ছে বহুল আলোচিত এই সিনেমা। গত ২৪শে অক্টোবর হায়দ্রাবাদে একটি অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে আলাপকালে এমনটাই জানিয়েছে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান মিথ্রি মুভি মেকার্স।
নির্মাতারা আরো জানিয়েছেন যে, ভারতের বাইরে প্রায় ৩,০০০ লোকেশনে মুক্তি পাবে আল্লু অর্জুনের ‘পুষ্পা ২’। বিশ্বব্যাপী দর্শকদের জন্য দুর্দান্ত একটি সিনেম্যাটিক অভিজ্ঞতার ব্যাপারে নির্তারা দারুণ আত্মবিশ্বাসী। তাই সর্বোচ্চ সংখ্যক দর্শকদের কাছে এই সিনেমাটি পৌছে দিতে সব প্রস্তুতি সম্পন্ন করেছেন নির্মাতারা। ভারতের বিভিন্ন রাজ্যের প্ররিবেশকদের সাথে মতবিনিয়ে এমনটাই নিশ্চিত করেছেন তারা।
ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে আরো জানা গেছে, বিশ্বব্যাপী পর্দা সংখ্যা বিবেচনায় ‘আরআরআর’-এর রেকর্ড ভাঙ্গতে যাচ্ছে ‘পুষ্পা ২’। এখন পর্যন্ত প্রাপ্ত হিসেবে আগামী ডিসেম্বরে বিশ্বব্যাপী ১১,৫০০ পর্দায় মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত এই সিনেমা। এর আগে এসএস রাজামৌলী পরিচালিত ‘আরআরআর’ ১০,২০০ পর্দায় মুক্তি পেয়েছিলো।
বিশ্বব্যাপী রেকর্ড সংখ্যক পর্দায় মুক্তির মাধ্যমে সিনেমাটির বক্স অফিস নিয়ে সবার প্রত্যাশা বেড়েছে কয়েকগুণ। ১১,৫০০ পর্দার মধ্যে ভারতে মুক্তি পাচ্ছে ৬,৫০০ পর্দায়। আর আন্তর্জাতিক বাজারে সিনেমাটি মুক্তি পাচ্ছে ৫,০০০ পর্দায়। এদিকে সব ধরণের স্বত্ব থেকে ইতিমধ্যে এই সিনেমার প্রযোজকদের পকেটে ঢুকেছে ১,০৮৫ কোটি রুপি।
সিনেমাটি নিয়ে নির্মাতাদের পাশাপাশি পরিবেশকদের প্রত্যাশাও অনেক বেশী। তেলুগুর বাইরে দক্ষিন ভারতের কর্নাটাকা, তামিল নাডু এবং কেড়ালার পরিবেশকরা আগের সব রেকর্ড ভেঙ্গে দেয়ার ব্যাপারেও আত্মবিশ্বাসী। এছাড়া হিন্দি এবং বাংলা ভাষায় এই সিনেমার পরিবেশক অনিল থানডানি, সিনেমাটির বক্স অফিস রেকর্ডের ব্যাপারে অনেকটাই নিশ্চিত।
উল্লেখ্য যে, সুকুমার পরিচালিত এই সিনেমাটিতে আল্লু অর্জুনের বিপরীতে অভিনয় করেছেন রাশমিকা মান্দানা। এছাড়া সিনেমাটির অন্যান্য গুরুত্বপূর্ন চরিত্রে অভিনয় করেছেন ফাহাদ ফাসিল, প্রকাশ রাজ, জগপতি বাবু এবং জগদীশ প্রতাপ বন্দরী সহ আরো অনেকে। মিথ্রি মুভি মেকার্স প্রযোজিত এই সিনেমাটি শেষ পর্যন্ত দর্শকদের প্রত্যাশা কতটুকু পূরণ করতে পারে এখন সেটাই দেখার বিষয়।
আরো পড়ুনঃ
‘পুষ্পা ৩’ নিশ্চিত: দ্বিতীয় পর্বেই থাকছে ভক্তদের জন্য অসাধারণ ইঙ্গিত!
বক্স অফিসে ২,০০০ কোটি রুপির বেশী আয় করবে সুরিয়ার ‘কাঙ্গুভা’!
মুক্তির আগেই হাজার কোটি আয় ছাড়াল আল্লু অর্জুনের ‘পুষ্পা ২’