‘অ্যানিম্যাল’ থেকে ‘পুষ্পা’: সময় এখন প্যান ইন্ডিয়া তারকা রাশ্মিকার

‘অ্যানিম্যাল’ থেকে ‘পুষ্পা’

ভারতীয় চলচ্চিত্রে ন্যাশনাল ক্রাশ হিসেবে পরিচিত রাশ্মিকা মান্দানা। কন্নড় সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেকের পর ইতিমধ্যে নিজেকে প্রতিষ্ঠা করেছেন প্যান ইন্ডিয়া তারকা হিসেবে। একই সাথে কাজ করছেন হিন্দি, তামিল, তেলুগু এবং কন্নড় সিনেমায়। ‘অ্যানিম্যাল’ থেকে ‘পুষ্পা’ – সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় ব্লকবাস্টার সিনেমার সাথে জড়িয়ে আছে তার নাম।

২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ব্লকবাস্টার ‘অ্যানিম্যাল’ সিনেমায় রনবীর কাপুরের বিপরীতে অভিনয় করেছেন রাশ্মিকা। সন্দ্বীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত এই সিনেমাটি বক্স অফিসে রীতিমত তান্ডব চালিয়েছে। ট্রেলার প্রকাশের পর সিনেমাটিতে তার অভিনয় নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা গেলেও, এটি মুক্তির পর উল্টে যায় দৃশ্যপট।

রনবীর কাপুরের স্ত্রীর চরিত্রে রাশ্মিকার অভিনয় ব্যাপক প্রশংসা কুঁড়াতে সক্ষম হয়েছিলো। এরপর ২০২৪ সালে ‘পুষ্পাঃ দ্যা রুল’ সিনেমাটি বিশ্বব্যাপী বক্স অফিসে সুনামি হিসেবে হাজির হয়েছিলো। আল্লু অর্জুনের সাথে সিনেমাটিতে তার অভিনয় নজর কেরেছে সবার। শ্রীভাল্লি চরিত্রে রাশ্মিকা ছিলেন অনবদ্য। ‘অ্যানিম্যাল’-এর পর ‘পুষ্পা’ সিনেমাটিও ব্লকবাস্টার হয় বক্স অফিসে।

‘অ্যানিম্যাল’ থেকে ‘পুষ্পা’ – সাম্প্রতিক সময়ের আলোচিত সব সিনেমার প্রধান নারী চরিত্রে দেখা গেছে রাশ্মিকাকে। বর্তমানে কাজ করছেন একাধিক সিনেমায়। তার মুক্তি প্রতীক্ষিত এবং নির্মানাধীন সিনেমাগুলোই প্রমাণ করে যে, একজন সত্যিকার প্যান ইন্ডিয়া তারকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এই অভিনেত্রী।

রাশ্মিকার মুক্তি প্রতীক্ষিত এবং নির্মানাধীন সিনেমাগুলোর মধ্যে রয়েছে হিন্দি, তামিল এবং তেলুগু সিনেমা। আর এই প্রতিটি সিনেমাই বড় বাজেটে নির্মিত হচ্ছে। শুধু তাই নয়, আগামী দুই বছরের সবচেয়ে প্রতীক্ষিত সিনেমার তালিকায় রয়েছে রাশ্মিকা অভিনীত এই সিনেমাগুলো। চলুন দেখে নেয়া যাক রাশ্মিকা অভিনীত আসন্ন সিনেমাগুলোর বিস্তারিত।

০১। ছাভা (বলিউড)
ম্যাডডক ফিল্মসের ‘ছাভা’ মুক্তি পাচ্ছে আগামী ১৪ ফেব্রুয়ারি। ঐতিহাসিক প্রেক্ষাপটের সিনেমাটি মারাঠা রাজা ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনের উপর ভিত্তি করে নির্মিত। এতে ছত্রপতি সম্ভাজি মহারাজের চরিত্রে অভিনয় করেছেন ভিকি কৌশল। আর তার বিপরীতে আছেন রাশ্মিকা মান্দানা। মহারাণী যিশুবাই চরিত্রে অভিনয় করেছেন তিনি। সম্প্রতি প্রকাশিত ট্রেলারের পর এটি নিয়ে সবার আগ্রহ বেড়েছে কয়েক গুন।

০২। সিকান্দার (বলিউড)
‘অ্যানিম্যাল’-এর পর বলিউডে রাশ্মিকার সবচেয়ে বড় সিনেমা হতে যাচ্ছে ‘সিকান্দার’। এতে সালমান খানের বিপরীতে অভিনয় করছেন এই অভিনেত্রী। এআর মুরগাদোস পরিচালিত ‘সিকান্দার’ ইতিমধ্যে বছরের সবচেয়ে প্রতীক্ষিত সিনেমা হিসেবে আবির্ভুত হয়েছে। আগামী ঈদে মুক্তি পেতে যাচ্ছে অ্যাকশন গল্পে নির্মিত এই সিনেমা।

০৩। থামা (বলিউড)
ম্যাডডক ফিল্মসের হরর কমেডি ইউনিভার্সে যুক্ত হতে যাচ্ছেন রাশ্মিকা। এই ইউনিভার্সের নতুন সিনেমা ‘থামা’-এর কাজ শুরু হতে যাচ্ছে চলতি বছরে। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করছেন আয়ুষ্মান খুরানা এবং রাশ্মিকা মান্দানা। চলতি বছরেই ‘থামা’ মুক্তি পাওয়ার কথা রয়েছে।

০৪। দ্য গার্লফ্রেন্ড (তেলুগু)
রাহুল রবীন্দ্রন পরিচালিত তেলুগু রোমান্টিক ড্রামা ‘দ্য গার্লফ্রেন্ড’ মুক্তি পাচ্ছে আগামী ১৪ ফেব্রুয়ারি। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন রশ্মিকা মান্দানা এবং ধীক্ষিত শেঠি। সঙ্গীত পরিচালনা করেছেন হেশাম আব্দুল ওয়াহাব এবং চিত্রগ্রহণ করেছেন কৃষ্ণান বসন্ত। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছেন বিদ্যা কোপ্পিনিদি এবং ধীরাজ মোগিলিনেনি।

০৫। কুবেরা (তামিল)
তারকা বহুল প্যান ইন্ডিয়া সিনেমা ‘কুবেরা’ গত বছরের ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা ছিলো। সর্বশেষ খবর অনুযায়ী, আগামী ফেব্রুয়ারিতে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করছেন নির্মাতারা। শেখর কাম্মুলা পরিচালিত এই সিনেমা প্রযোজনা করেছেন সুনীল নারাং এবং পুস্কুর রামমোহন রাও। রাশ্মিকা ছাড়াও এতে অভিনয় করেছেন নাগার্জুনা এবং ধানুশ।

এইগুলো ছাড়াও রাশ্মিকা অভিনীত আরো কয়েকটি সিনেমা আলোচনায় রয়েছে। এর মধ্যে ‘অ্যানিম্যাল’ সিক্যুয়েল ‘অ্যানিম্যাল পার্ক’ এবং ‘পুষ্পা’ সিরিজের তৃতীয় পর্ব ‘পুষ্পাঃ দ্যা র‍্যাম্পেজ’ উল্লেখযোগ্য। এই তারকার মুক্তি প্রতীক্ষিত এবং নির্মানাধীন সবগুলো সিনেমাই বক্স অফিসে ঝড় তোলার সম্ভাবনা রাখে। এগুলো মুক্তি পেলে প্যান ইন্ডিয়া তারকা রাশ্মিকা মান্দানার অবস্থান আরো শক্তিশালী হবে।

আরো পড়ুনঃ
নিশ্চিত হলো ‘পুষ্পা’ তৃতীয় পর্বঃ আল্লু অর্জুন ভক্তদের লম্বা অপেক্ষা
তিন পর্বে নির্মিত হতে যাচ্ছে রনবীর কাপুরের সিনেমা ‘অ্যানিম্যাল’
হরর কমেডি ইউনিভার্সে যুক্ত হলো নতুন সিনেমা: এবারের গল্পে ভ্যাম্পায়ার

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত