ইতিমধ্যে বেশ কয়েকটি দক্ষিনী সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন সানি লিওন। এই সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘ভীরামাদেভি’। সম্প্রতি জানা গেছে নতুন এরো একটি তামিল সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন এই তারকা। ‘শিন্ধানাই সাই’ খ্যাত নির্মাতা যুবানের নাম ঠিক না হওয়া একটি সিনেমার অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করছেন সানি লিওন। ইতিহাস ভিত্তিক হরর কমেডিধর্মী সিনেমাটির অন্য দুইটি প্রধান চরিত্রে অভিনয় করবেন সাথিশ এবং সাঞ্জানা।
চলতি মাসেই শুরু হয়েছে এই সিনেমার দৃশ্যধারনের কাজ। সিনেমাটি প্রসঙ্গে পরিচালক যুবান বলেন, ‘দুইটি সময়কে ভিত্তি করে নির্মিত হচ্ছে এই সিনেমা – এর মধ্যে একটি হচ্ছে বর্তমান আর অন্যটি ১০০০ বছর আগের, সম্ভবত ক্লিওপেট্রার সময়ের। সিনেমাটির বেশীরভাগ অংশের শুটিং হবে চেন্নাইয়ে আর কিছু অংশের শুটিং হবে মুম্বাইয়ে।‘
অন্যদিকে সিনেমাটিতে সানি লিওনের অভিনয় করা প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘আমি তার সাথে একটি মিটিং করে গল্পটি তাকে শোনাই। গল্প শোনে সাথে সাথেই তিনি সিনেমাটির জন্য সম্মতি দেন। তিনি ইতিমধ্যে একটি ঐতিহাসিক সিনেমা করছেন কিন্তু আমার সিনেমাটি পুরোপুরি অন্যরকম হতে যাচ্ছে। এই বিষয়টি টলিউডে এর আগে দেখা যায়নি। সিনেমার ঐতিহাসিক অংশে তাকে দেখা যাবে এবং এতে তিনি একজন রানীর চরিত্রে অভিনয় করছেন।‘
জানা গেছে সিনেমাটির জন্য তামিল ভাষা শিখবেন সানি লিওন। আর আগামী জুন থেকে মুম্বাইয়ে শুরু করবেন সিনেমাতে তার অংশের শুটিং। এদিকে কিছুদিন আগে ‘শেরো’ সাইকোলজিক্যাল থ্রিলারধর্মী মালায়লাম সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন সানি লিওন। পরিচালনার পাশাপাশি সিনেমাটি চিত্রনাট্যও রচনা করেছেন নির্মাতা সৃজিত ভিজায়ান। সম্প্রতি সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষনা অনুষ্ঠানে অংশগ্রহন করতে কেরালা এসেছিলেন এই অভিনেত্রী।
আরো পড়ুনঃ
আবারো মালায়লাম সাইকো থ্রিলার সিনেমায় অভিনয় করছেন সানি লিওন