প্রশান্ত নীল পরিচালিত ‘কেজিএফ চ্যাপ্টার ২’ সিনেমাটি মুক্তির পর প্যান ইন্ডিয়া বক্স অফিসে একাধিক রেকর্ড গড়েছে। গত ১৪ই এপ্রিল মুক্তির পর ভারতীয় বক্স অফিসে বেশ কয়েকটি রেকর্ড ভেঙ্গে নতুন রেকির্ড গড়েছে এই সিনেমাটি। মুক্তির প্রথম দিন থেকেই একের পর এক রেকর্ড গড়ে ভারতীয় সিনেমার বক্স অফিসে নতুন মানদণ্ড তৈরি করেছে ২০১৮ সালের ব্লকবাস্টার ‘কেজিএফ’ সিনেমার দ্বিতীয় পর্ব ‘কেজিএফ চ্যাপ্টার ২’। প্রথম সপ্তাহ শেষে বক্স অফিস মনস্টার হিসেবে আবির্ভুত হয়েছে ‘কেজিএফ ২’।
প্রথম সপ্তাহের বক্স অফিসে সুনামির পর দ্বিতীয় সপ্তাহেও অপ্রতিরোধ্য ‘কেজিএফ ২’ সিনেমার বক্স অফিস আয়। সিনেমাটির প্রথম পর্বের অভাবনীয় সাফল্যের কারনে ‘কেজিএফ চ্যাপ্টার ২’ সিনেমাটি নিয়ে দর্শকদের প্রত্যাশাও ছিলো আকাশচুম্বী। প্যান ইন্ডিয়া গ্রহণযোগ্যতা বিবেচনায় বিশ্বব্যাপী ১০,০০০ এর বেশী স্ক্রিনে মোট পাঁচটি ভাষায় মুক্তি পেয়েছিলো সিনেমাটি। প্রথম দিনে থেকেই বক্স অফিসে দুর্দান্ত আয় করছে সিনেমাটি। পাঁচ ভাষার মধ্যে বিশেষ করে সিনেমাটির হিন্দি সংস্করণ বলিউডের অতীতের সব রেকর্ড ভেঙ্গে দিয়েছে।
আগেই ধারনা করা হয়েছিলো ‘আরআরআর’ সিনেমার পর দ্বিতীয় সিনেমা হিসেবে চলতি বছরে বিশ্বব্যাপী ১০০০ কোটি রুপি আয়ের সিনেমা হতে যাচ্ছে বক্স অফিসে অপ্রতিরোধ্য ‘কেজিএফ ২’ সিনেমাটি। দ্বিতীয় সপ্তাহান্তের পর সিনেমাটির বক্স অফিস আয় সেই ধারনাকে আরো শক্তিশালী রুপ দিয়েছে। মুক্তির মাত্র ১২ দিনের মাথায়ই বিশ্বব্যাপী সিনেমাটির গ্রোস আয় ৯০০ কোটি রুপি ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো।
বক্স অফিসে আয়ের হিসেবে ভারতে সবচেয়ে বেশী এগিয়ে আছে অপ্রতিরোধ্য ‘কেজিএফ ২’ সিনেমাটির হিন্দি সংস্করণ। মুক্তির ১২ দিনের মাথায় হিন্দি সিনেমার বাজার থেকে ‘কেজিএফ চ্যাপ্টার ২’ আয় করেছে প্রায় ৩২৩ কোটি রুপি। বিশ্বব্যাপী সিনেমাটির গ্রোস আয়ের হিসেব নিম্নরূপ –
ভারতীয় বক্স অফিসে নেট আয় | ৬৪৬ কোটি রুপি |
ভারতীয় বক্স অফিসে গ্রোস আয় | ৭৫২.৩ কোটি রুপি |
ভারতের বাইরে বক্স অফিসে গ্রোস আয় | ১৬০ কোটি রুপি |
বিশ্বব্যাপী বক্স অফিসে গ্রোস আয় | ৯১২.৩ কোটি রুপি |
এদিকে চলতি সপ্তাহে মুক্তি পেয়েছে শাহীদ কাপুর অভিনীত হিন্দি সিনেমা ‘জার্সি’। কিন্তু দ্বিতীয় সপ্তাহেও বক্স অফিসে ‘কেজিএফ’ ঝড় অব্যাহত থাকায় সিনেমাটি বক্স অফিসে তেমন সুবিধা করতে পারেনি। হিন্দি সিনেমার বাজারে ডাব সিনেমার ক্ষেত্রে দ্বিতীয় সপ্তাহে দ্বিতীয় সর্বোচ্চ আয়ের সিনেমা হতে যাচ্ছে প্রশান্ত নীল পরিচালিত ‘কেজিএফ চ্যাপ্টার ২’। দ্বিতীয় সপ্তাহেও সিনেমাপ্রেমীদের প্রথম পছন্দ হিসেবে টিকে আছে আলোচিত এই সিনেমাটি।
তবে হিন্দি সিনেমার বক্স অফিসে ৪০০ কোটি আয় করা ‘কেজিএফ চ্যাপ্টার ২’ সিনেমার জন্য অনেকটাই অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। আগামী সপ্তাহে ঈদ উপলক্ষ্যে মুক্তি পেতে যাচ্ছে বলিউডের বড় বাজেটের দুইটি সিনেমা। অজয় দেবগন পরিচালিত এবং অভিনীত ‘রানওয়ে ৩৪’ ছাড়াও আগামী সপ্তাহে মুক্তি পাচ্ছে টাইগার শ্রফ অভিনীত অ্যাকশন সিনেমা ‘হিরোপান্তি ২’। এই সিনেমাগুলো ‘কেজিএফ চ্যাপ্টার ২’ সিনেমার হিন্দি সংস্করণের স্ক্রিন সংখ্যা অনেক কমিয়ে দিবে সেটা নিশ্চিত। তবে ‘আরআরআর’ সিনেমার পর দ্বিতীয় ভারতীয় সিনেমা হিসেবে বিশ্বব্যাপী বক্স অফিসে ১০০০ কোটি রুপি আয় করতে যাচ্ছে বহুল আলোচিত এই সিনেমাটি।
উল্লেখ্য যে, বক্স অফিসে ঝড় তোলার পাশাপাশি দর্শক এবং সমালোচকদের কাছেও প্রশংসিত হয়েছে ‘কেজিএফ চ্যাপ্টার ২’ সিনেমাটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনেমাটির ভূয়সী প্রশংসা করছেন ভারতের আলোচিত চিত্র-সমালোচকরা। সবাই সিনেমাটিকে ব্লকবাস্টার হিসেবে উল্লেখ করেছেন। নির্মাতা প্রশান্ত নীলের পরিচালনার পাশাপাশি সিনেমাটিতে ইয়াশ এবং সঞ্জয় দত্তের অভিনয়ের ভূয়সী প্রশংসা করছেন সবাই। অনেকের মতে সিনেমাটিতে সঞ্জয় দত্তের প্রথম দৃশ্যটি ভারতীয় সিনেমার জন্য মাইলফলক হিসেবে প্রতিষ্ঠিত হবে।
প্রসঙ্গত, ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত আলোচিত ‘কেজিএফ’ সিনেমার এই সিক্যুয়েলটি বর্তমানের অন্যতম প্রতীক্ষিত সিনেমাগুলোর মধ্যে একটি। প্রথম পর্বে দেখা দিয়েছিলো গারোরাকে হত্যার মাধ্যমে নারাচিতে নিজের অবস্থান শক্ত করেছে রকি। দ্বিতীয় পর্বে দেখা যাবে তার নতুন যাত্রা। ‘কেজিএফ ২’ সিনেমায় ইয়াশের সাথে এবার যুক্ত হয়েছেন বলিউড তারকা সঞ্জয় দত্ত এবং রাবিনা ট্যন্ডন। এছাড়া দ্বিতীয় পর্বের একটি বিশেষ চরিত্রে দেখা যাবে জনপ্রিয় তারকা প্রকাশ রাজকে।
আরো পড়ুনঃ
প্রথম সপ্তাহ শেষে কত আয় করলো বক্স অফিস মনস্টার ‘কেজিএফ ২’
প্যান ইন্ডিয়া বক্স অফিসে যত রেকর্ড গড়ল প্রশান্ত নীলের ‘কেজিএফ ২’
মাত্র চারদিনে অনেক ব্লকবাস্টার সিনেমাকে ছাড়িয়ে গেলো ‘কেজিএফ ২’